ফটো ব্লগ : মনরোভিয়া
ফটো ব্লগ : মনরোভিয়ার পথে
ফটো ব্লগ : লাইবেরিয়া
ফটো ব্লগ : স্থির সময়
“স্ট্রেস ম্যানেজমেন্ট” করতে আমাদের লোকজন মনরোভিয়া আসে। আমি আপাতত মনরোভিয়ার বাসিন্দা। আমি তাহলে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে কই যাই? কলিগদের মুখে মুখে শুনে এবং ছবি দেখে অনেকদিন আগে থেকেই মনের মধ্যে “বোমি লেক” (Bomi lake) দেখার সুপ্ত বাসনাটা নড়াচড়া করছিল। এই উইকএন্ডটা সেই কাজেই লাগালাম। বেলা বেশি চড়তে না দিয়েই গাড়ির চাকা ঘুরিয়ে দিলাম, দূরত্ব মাত্র ৬৮ কিলোমিটার।
লাইবেরিয়া মোট ১৫টি কাউন্টিতে বিভক্ত। রাজধানী মনরোভিয়া অবস্থিত মন্টেসেরাডো (Montserrado) কাউন্টিতে। এর উত্তর পশ্চিমে অবস্থিত বোমি (Bomi) কাউন্টি। বোমি কাউন্টির রাজধানী টাবম্যানবার্গ (Tubmanburg)। গাড়ীতে সোজা টাবম্যানবার্গ হিট করে বামে মোড়। তারপর পাথুরে পথে আরও চার কিলোমিটার। একরকম হুট করেই চোখের সামনে উঠে এলো নীল বোমি লেক।
চারপাশে পাহাড়চূড়া আবৃত লেকটি মোটামুটি ৩০০ ফুট গভীর। আকাশের নীলের স্বচ্ছ প্রতিচ্ছবি কখনোই পরিবর্তিত হয় না। বছরের কোন সময়েই এর পানির লেভেলের হ্রাস-বৃদ্ধি ঘটে না। লাইবেরিয়ার দ্বিতীয় গৃহযুদ্ধের আগে এখানে আমেরিকা বেসড “লাইবেরিয়া মাইনিং কোম্পানী” (LMC) লৌহ আকরিক ও হীরার অনুসন্ধান চালাতো। একটা সময় ছিল যখন বোমি থেকে রেলপথে প্রতিদিন গড়ে ১২ হাজার টন আকরিক রাজধানীতে পাঠানো হত। বর্তমানে সেটার অবয়বটা বোঝা যায় কোনরকমে। এই লেকের পানির কিছু অংশ বর্তমানে বানিজ্যিকভাবে বোতলজাত করছে “দি লাইবেরিয়া বেভারেজ এন্ড বটলিং কোম্পানী” (LBBC)। আমরা, এই অংশে দায়িত্বরত ইউএন সদস্যরা এই পানি নিজস্ব প্ল্যান্টে পরিশোধন করে খাওয়া থেকে শুরু করে সব কাজে ব্যবহার করি। বোমি লেকের একপাশে সবচেয়ে উঁচু চূড়াটায় এবং তার বিপরীত পাড়ে দায়িত্বরত পাকিস্তানী কন্টিনজেন্ট গড়ে তুলেছিল পর্যটন সহায়ক স্থাপনাসমূহ। স্থান পরিবর্তনের কারণে বর্তমানে সেগুলো পরিত্যাক্ত। লোনস্টার সেলের (Lonestar cell) একটা টাওয়ার শুধু মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে সেখানে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া এবং বি-নেট।
পুনশ্চ: ইয়ে মানে, শেষ ছবিটা ঠিক বোমি লেক সংক্রান্ত কিছুর নয়। বরং এটি লেকের একটা ডাইভিং প্লাটফর্মে বসা সিরাজ (৯৪-০০) 😛 ।
বগা লেকের কথা মনে পইড়া গেল। 😀
এইটার কমেন্ট অপশন ব্লক করা ছিল কেন, (বড় জানতে ইচ্ছে করে - ৪) কপি রাইট জুনা।
রাংগামাটি রাংগামাটি টেষ্ট পাইলাম।
সিরাজ পোলাটা দারুন পোজ দিতেছে, ইস এসময় যদি ওরে একটা ধাক্কা দিতে পারতাম............ :dreamy:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমারো সিরাজরে ধাক্কা দিতে ইচ্ছা করতেসে! :awesome: :awesome: :awesome:
এত হাইসো না দেসে আইসা লই কেডা কারে মারে দেখিস......। :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
:gulli: :gulli: :gulli: :gulli: :gulli:
:chup: :chup: :chup: :chup:
:grr: :grr: :tuski: :tuski: :awesome: :awesome:
বস,
আপনার এই ইচ্ছাটা বেশ "মানবিক" বলে মনে হইতেসে (কপিরাইট জুনা) 😉
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
স্ট্রেস ম্যানেজমেন্ট করতে গেছিলাম কলেজ ভাইয়ের সাথে.........আর বস আপনি ধাক্কা দিতে চাইলেন..................।কস্ট পাইলাম.........। :(( :(( :((
ধাক্কা তো কলেজ ভাইয়েরও দিতে মন চাইছিল 😀 , কিন্তু উল্টা ধাক্কা খাওয়ার চিন্তা মাথা থেকে তাড়াইতে পারি নাই বলে আর হয়ে ওঠে নাই 😛 ।
তয় পোলাডা সত্যিই ভালো পোজ দেয় :)) :)) ।
Life is Mad.
সায়েদ ভাই, চমৎকার ছবি এবং বর্ণনা! :clap: :clap:
উপর থেকে তোলা ছবি (বার্ড'স আই ভিউ) আমার সবসময়ই ইচ্ছা করে। ইশস, যদি পাখির মত উড়তে পারতাম! :dreamy: :dreamy: :dreamy:
সত্যিই :dreamy: :dreamy: :dreamy:
Life is Mad.
সকালে ঘন্টাখানেক সময় বইসা ছিলাম এইডাতে কমেন্ট করমু। কিন্তু দেখি কমেন্ট করার কোনো উপায় নাই। :bash:
ছবিগুলা জটিল হইছে :thumbup: :thumbup: বিশেষ কইরা সিরাজ ভাইরটা 😉
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কে তুলছে ছবিটা দেখতে হইবে না.........।বস সায়েদ ভাই.........।।জটিল ছবি তুলে............সালাম টা তাকেই দেই :salute: :salute: :salute:
থ্যাংকু।
জট্টিল হইছে বইলাই তো সিরাজরে ইন করায়ে দিছি 🙂 ।
Life is Mad.
হাসনায় ঠিকই কইছে, বগা লেকের কথা মনে পিড়ছে, আর প্ল্যটফর্মসহ ছবিটা দেইখা ফয়েজলেকের কথা মনে পড়লো।
আর ইয়ে মানে, আমার কিন্তু সিরাজরে ধাক্কা দেয়ার মোটেও ইচ্ছা ছিলোনা 😀 কিন্তু ফয়েজ ভাইসহ আরো পোলাপাইনের কথা দেইখা আমারো এখন 😀 😀
সায়েদ মামা, থ্যাংকস ছবিগুলার লাইগা। আইজকা আড্ডায় তোগোরে মিস করছি খুব।
সংসারে প্রবল বৈরাগ্য!
এখন কি ইচ্ছা করতাছে..................কি করলাম আমি............।
সবাই ধাক্কা দিবার চায়...। :(( :(( :(( :(( :((
থ্যাংকু।
আড্ডার আপডেট এখনও পড়া হয় নাই.......।
Life is Mad.
সবচেয়ে ভাল লাগল- সায়েদ ভাইএর প্রফাইল পিকচারটা...পুরা সিরাম... :clap:
দিখে মিনে হিচ্ছে ইপনি 'রিব'-এ ইছেন... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:shy: :shy: :shy: :shy: :shy: 😛 😛
Life is Mad.
:thumbup:
সায়েদ, ছবিগুলা ভাল হইছে :thumbup: । গান্তার আয়রন হিল আর ইয়াকাপা গেছিলি নাকি? গেলে ঐ জায়গাগুলার ছবি ছাড়
নাহ, এখনো ওই দিকে যাওয়া হয় নাই। তবে যাব ইনশাআল্লাহ 🙂 ।
Life is Mad.