ফটো ব্লগ : মনরোভিয়ার পথে

ফটো ব্লগ : মনরোভিয়া

১. এক জুনিয়র কলিগকে ‘এটা পারমানবিক বোমা বিস্ফোরণের মেঘের ছবি’ বললে সরল মনে বিশ্বাস করেছিল। যখন বললাম ছবিটা আমার তোলা তখন আর বিশ্বাস করে না। শেষমেষ স্বীকার করতেই হলো এটা মেঘ।

ছুটি শেষে ঘানার রাজধানী আক্রা থেকে মনরোভিয়া ফেরার পথে আইভোরি কোস্টের আকাশে।

২. ক্যাম্প লোকেশন থেকে মনোরোভিয়া আসার পথে এমন বাড়িঘরই চোখে পড়ে বেশি।

৩. ভোরের পাখিরা সাড়ে ছয়টা বাজতেই ব্যস্ত সকাল বানিয়ে ফেলেছে।

৪. গাড়ির জানালায় ঝাঁ করে এক ঝলক বাংলাদেশ।

৫. শহরের বাইরে পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনের চেহারা এরকমই।

৬. পাম গাছে গাছে সয়লাব সারা লাইবেরিয়া। কতটুকু অথেনটিক জানি না তবে শুনেছি যে মালয়েশিয়া ষাটের দশকের কোন এক সময় এখান থেকে পাম বীজ সংগ্রহ করে নিয়ে রীতিমত বিপ্লব ঘটিয়ে ফেলেছে। এখন তারা পাম ওয়েলকে স্ট্রাটেজিক রিজার্ভ হিসেবে ব্যবহার করছে। রাশিয়ার কাছ থেকে তারা উন্নত প্রযুক্তির অস্ত্র কিনছে এই পাম ওয়েল দিয়েই। আর লাইবেরিয়া সেই ষাটের দশকেই পড়ে আছে।

৭. এখানে খুব কম দেখা যায় যেটা – “নদী”।

৮. গাড়ির গতি কম হতেই ছুটে আসল খাদ্যদ্রব্য বিক্রি করার জন্য। “বস্তু” দেখে ভোঁ দৌড় দিতে দেরি হয়নি।

৯. দিগন্ত বিস্তৃত তরুণ রাবার গাছ – লাইবেরিয়ার অন্যতম প্রধান রপ্তানী দ্রব্য।

১০. ফায়ারস্টোন কোম্পানীর রাবার বাগানের শ্রমিকদের আবাসস্থল। একটা পুরোদস্তুর শহর গড়ে নিয়েছে ওরা নিজেদের প্রয়োজনে।

১১. চান্দের গাড়ী এই দেশেও আছে!!

১২. নদীর পাড় ঘেঁষে মনরোভিয়ার “ডাউন টাউন”।

**********

এখানের ছবিগুলো বেশ কয়েকধাপে বিভিন্ন সময়ে মনরোভিয়া যাওয়া-আসার পথে তোলা।
৮ নম্বর ছবিটা আমার কলিগ “যুবরাজ” তুলেছেন।
১২ নম্বর ছবিটা কে তুলেছে তা ডিটেক্ট করতে পারিনি।

৩২ টি মন্তব্য : “ফটো ব্লগ : মনরোভিয়ার পথে”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    ৮ নাম্বার এর ঐটা কি :-/ :-/
    ওয়াক থু থু Vomit vomit vomit


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    পয়লা ভাবলাম কলা, সায়েদ তো কলা পছন্দ করে কইছে। 😮
    পোকাগুলা নাদুস নুদুস আছে যাই বল। টেষ্টা মনে হয় চিংড়ির মত হবে।

    পয়লা ছবিটার কপি-রাইট কইরা ফেল।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. রাফি (০২-০৭)

    ভাই জটিল হইসে ছবিগুলা। আমার খুব ই ভাল লাগসে। চালায়া জান ভাই, অই সব দেশের কালচার সম্পর্কে অনেক কিছুই জানতে পারতেসি আপনার এই ছবিগুলার জন্য। :clap: :clap: :clap: ধন্যবাদ আপনাকে।

    জবাব দিন
  4. মুহাম্মদ (৯৯-০৫)

    আপনার চোখ দিয়ে লাইবেরিয়া দেখতে খুব ভাল লাগছে।
    প্রথম ছবিটা দেখে আমিও তো প্রথমে এটম বোম ভাবছিলাম।
    আপনের মধ্যে ছবির ভাষায় কোন দেশকে তুলে ধরার গুণটা খুব প্রখর। ছবি ও ক্যাপশন সবই সুন্দর।
    কয়েকটা ছবি দিয়া কতকিছু বুঝিয়ে দিলেন: পাম গাছের সম্ভাবনা, রাবার শিল্পের অবস্থা, নদীর বেহাল দশা, ডাউন-টাউনের রাস্তার করুণ দৃশ্য, পোকামাকড় খাওয়ার কথা।
    এইসব ছবি দেখেই আমাদের মধ্যে আন্তর্জাতিকতার চেতনা আসবে। চলতে থাকুক সায়েদ ভাই।

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)
    এক জুনিয়র কলিগকে যখন বললাম এটা পারমানবিক বোমা বিস্ফোরণের মেঘের ছবি তখন সরল মনে বিশ্বাস করেছিল

    এই জুনিয়র কলিগ আর মুহাম্মদ, দুইটাই মনে হয় 'গাব' ... 😛


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।