১. এক জুনিয়র কলিগকে ‘এটা পারমানবিক বোমা বিস্ফোরণের মেঘের ছবি’ বললে সরল মনে বিশ্বাস করেছিল। যখন বললাম ছবিটা আমার তোলা তখন আর বিশ্বাস করে না। শেষমেষ স্বীকার করতেই হলো এটা মেঘ।
ছুটি শেষে ঘানার রাজধানী আক্রা থেকে মনরোভিয়া ফেরার পথে আইভোরি কোস্টের আকাশে।
২. ক্যাম্প লোকেশন থেকে মনোরোভিয়া আসার পথে এমন বাড়িঘরই চোখে পড়ে বেশি।
৩. ভোরের পাখিরা সাড়ে ছয়টা বাজতেই ব্যস্ত সকাল বানিয়ে ফেলেছে।
৪. গাড়ির জানালায় ঝাঁ করে এক ঝলক বাংলাদেশ।
৫. শহরের বাইরে পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনের চেহারা এরকমই।
৬. পাম গাছে গাছে সয়লাব সারা লাইবেরিয়া। কতটুকু অথেনটিক জানি না তবে শুনেছি যে মালয়েশিয়া ষাটের দশকের কোন এক সময় এখান থেকে পাম বীজ সংগ্রহ করে নিয়ে রীতিমত বিপ্লব ঘটিয়ে ফেলেছে। এখন তারা পাম ওয়েলকে স্ট্রাটেজিক রিজার্ভ হিসেবে ব্যবহার করছে। রাশিয়ার কাছ থেকে তারা উন্নত প্রযুক্তির অস্ত্র কিনছে এই পাম ওয়েল দিয়েই। আর লাইবেরিয়া সেই ষাটের দশকেই পড়ে আছে।
৭. এখানে খুব কম দেখা যায় যেটা – “নদী”।
৮. গাড়ির গতি কম হতেই ছুটে আসল খাদ্যদ্রব্য বিক্রি করার জন্য। “বস্তু” দেখে ভোঁ দৌড় দিতে দেরি হয়নি।
৯. দিগন্ত বিস্তৃত তরুণ রাবার গাছ – লাইবেরিয়ার অন্যতম প্রধান রপ্তানী দ্রব্য।
১০. ফায়ারস্টোন কোম্পানীর রাবার বাগানের শ্রমিকদের আবাসস্থল। একটা পুরোদস্তুর শহর গড়ে নিয়েছে ওরা নিজেদের প্রয়োজনে।
১১. চান্দের গাড়ী এই দেশেও আছে!!
১২. নদীর পাড় ঘেঁষে মনরোভিয়ার “ডাউন টাউন”।
**********
এখানের ছবিগুলো বেশ কয়েকধাপে বিভিন্ন সময়ে মনরোভিয়া যাওয়া-আসার পথে তোলা।
৮ নম্বর ছবিটা আমার কলিগ “যুবরাজ” তুলেছেন।
১২ নম্বর ছবিটা কে তুলেছে তা ডিটেক্ট করতে পারিনি।
ওয়াক থু। খাবারটা কি পোকা নাকি?
ইয়াপ ইয়াপ 😛 ।
Life is Mad.
সায়েদ ভাই
প্রথম পাতা পুরোটা নিয়ে নিচ্ছিলো, তাই ডিস্পলেতে একটা ছবি রেখে বাকি গুলি বিস্তারিততে দিয়ে দিলাম। 🙂
ভালো লেগেছে।সুন্দর ছবির জন্য ধন্যবাদ। :thumbup: :thumbup:
সবগুলো ছবি দেখাচ্ছিল কেন সেটা নিয়ে চিন্তা করছিলাম। এইটাই ভালো হইছে। থ্যাংকস।
Life is Mad.
৮ নাম্বার এর ঐটা কি :-/ :-/
ওয়াক থু থু
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ওয়াক থু থু কইরো না। বাসায় বা পাড়ায় গ্যান্দা ফুল আছে? ডেইল পাঁচ সাতটা কইরা খাইয়া প্রাকটিস কর। বিএমএ'তে এখন ফুলে ফুলে একাকার 😛 😛 ।
অফ টপিক: আমি খালি বিএমএ'র কথা বইলা ভয় দেখাই নাকি তোমারে? ভয় পাইয়ো না ভাইডি 🙂 ।
Life is Mad.
🙁 🙁 🙁 আচ্ছা
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সায়েদ ভাই, বেশ সুন্দর কিছু ছবির জন্য ধন্যবাদ।
১, ৭, ৯ খুব ভালো লেগেছে।
১ নং টা :gulli2: :gulli2: :gulli2:
থ্যাংকস ব্রাদার। তোমাদের ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
Life is Mad.
৮ নং-টা কি পোকা? দেখে তো বেশ মজাদার মনে হচ্ছে!! সায়েদ ভাই, দেশে আসার সময় কযেকটা নিয়া আইসেন। একটু টেস্ট করুম।
কয়দিন আগে মুশফিক একটা স্করপিয়ন ডিমান্ড করছে। আর আজকে পোকা... 😛 । আইচ্ছা যাও, কাস্টমস না আটকাইলে নিয়া আসুমনে।
Life is Mad.
পয়লা ভাবলাম কলা, সায়েদ তো কলা পছন্দ করে কইছে। 😮
পোকাগুলা নাদুস নুদুস আছে যাই বল। টেষ্টা মনে হয় চিংড়ির মত হবে।
পয়লা ছবিটার কপি-রাইট কইরা ফেল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, আমিও প্রথমে কলা ভাবছিলাম ... :awesome:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কলা হইলে কি আর দৌড় দেই??
না হয় অফিসিয়ালি আমার প্রিয় ফল অন্য কিছু কিন্তু আন অফিসিয়ালি এখনও কলারে বড় ভালা পাই 😀 😛 😀 😛 ।
Life is Mad.
ভাই জটিল হইসে ছবিগুলা। আমার খুব ই ভাল লাগসে। চালায়া জান ভাই, অই সব দেশের কালচার সম্পর্কে অনেক কিছুই জানতে পারতেসি আপনার এই ছবিগুলার জন্য। :clap: :clap: :clap: ধন্যবাদ আপনাকে।
তোমাকেও ধন্যবাদ ভাই।
Life is Mad.
আপনার চোখ দিয়ে লাইবেরিয়া দেখতে খুব ভাল লাগছে।
প্রথম ছবিটা দেখে আমিও তো প্রথমে এটম বোম ভাবছিলাম।
আপনের মধ্যে ছবির ভাষায় কোন দেশকে তুলে ধরার গুণটা খুব প্রখর। ছবি ও ক্যাপশন সবই সুন্দর।
কয়েকটা ছবি দিয়া কতকিছু বুঝিয়ে দিলেন: পাম গাছের সম্ভাবনা, রাবার শিল্পের অবস্থা, নদীর বেহাল দশা, ডাউন-টাউনের রাস্তার করুণ দৃশ্য, পোকামাকড় খাওয়ার কথা।
এইসব ছবি দেখেই আমাদের মধ্যে আন্তর্জাতিকতার চেতনা আসবে। চলতে থাকুক সায়েদ ভাই।
ভাইরে,
সত্যিই কি এত্তসব 'জট্টিল' কথার যোগ্য আমি???
সবচেয়ে বড় কথা মনের আনন্দ। এখানে সেটা ষোল আনা পাই বলেই না এইসব টুকিটাকি :tuski: ।
Life is Mad.
কন কি? অবশ্যই যোগ্য। চালায়া যান। আপনার মনের আনন্দগুলা আমরাও শেয়ার করি।
এইবার ঠিকাছে :hug: ।
Life is Mad.
ছবি এবং ক্যাপশান মিলিয়ে খুব সুন্দর উপস্থাপন।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
থ্যাংকু :shy: :shy: ।
Life is Mad.
এই জুনিয়র কলিগ আর মুহাম্মদ, দুইটাই মনে হয় 'গাব' ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
Life is Mad.
প্র্যাশটিজ টা গেল রে... 🙁
তাইফুর ভাইয়ের জ্বালায় আর থাকন গেল না... 😛
অসাধারণ... সায়েদ ভাই। :clap: :clap:
ক্যাম্নে :shy: :shy: :-/
Life is Mad.
দোস্ত, আসার সময় নিয়া আসিস ইস্পিশাল খানাদানাগুলা। নেক্স্ট সিসিবি গ্যাদারিংএ একটা আলাদা আইটেম থাকবো, মন্দ কি ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
উক্কে 😀 ।
Life is Mad.
🙂
:thumbup: :thumbup: :thumbup: