ফটো ব্লগ : মনরোভিয়া

১. ছোটবেলা থেকে লেখাপড়া করতে করতে একটা জিনিস মাথায় ঢুকে গেছে যে বাংলাদেশের সব বড় শহরই কোন না কোন নদীর তীরে অবস্থিত। সেটার সাথে মিল খুঁজতে যেয়েই ম্যাপে আবিস্কার করলাম “মনরোভিয়া” অবস্থিত “মেসুরাডো” (Mesurado) নদীর তীরে। পশ্চিমে আটলান্টিক আর পূর্বে মেসুরাডোকে রেখে মধ্যখানে গড়ে উঠেছে মনরোভিয়া শহরটি।

আমেরিকান প্রেসিডেন্ট জেমস মনরোর নামে এই শহরটির ম্যাপের দিকে তাকালে প্রথম দৃষ্টিতেই মনে হয় খুব যত্নে প্ল্যানমাফিক একে গড়ে তোলা হয়েছে।

২. দক্ষিণ-পশ্চিম দিক থেকে শহরে প্রবেশ করলে প্রথমেই পড়ে তুলনামূলক ঝকঝকে তকতকে নতুন শহর, অভিজাত এলাকা কঙ্গো টাউন ও সিঙ্কর।

৩. “মনরোভিয়া সিটি হল” শহরের অন্যতম একটা ল্যান্ডমার্ক। চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের মতোন এতটা জৌলুসপূর্ণ না হলেও এখানে একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে।

৪. এই রাস্তা ধরে এগুলেই বেশিরভাগ সরকারী স্হাপনা, অফিস-আদালত চোখে পড়ে। দূরে দেখা যাচ্ছে মূল শহর কেন্দ্র আর আদিগন্ত বিস্তৃত সমুদ্র উপকূল।

৫. আটলান্টিকের তীর আমাদের বঙ্গোপসাগরের মতোন এতটা নিরাপদ নয়। এখানের “রিপ স্রোত” (Rip Currents) বেশ বিপজ্জনক। এজন্য লাইবেরিয়ান ৫৬০ কিমি সমুদ্র উপকূলের প্রতিটা বীচেই এমন সতর্কবাণী চোখে পড়ে।

৬. অফিস টাইমে ট্রাফিক জ্যাম মন্দ না। এখানে পানি বিক্রি হয় পলিথিনের প্যাকেটে!!

৭. শহরের সাথে সমুদ্র বন্দরের (Free Port) সংযোগকারী একমাত্র সেতুর নাম “প্রভিডেন্স ব্রিজ” (Providence Bridge)।

৮. যুদ্ধের স্মৃতি বহন করছে “মেসুরাডো ব্রিজ” (Mesurado Bridge)। যুদ্ধ মনরোভিয়ার দ্বারপ্রান্তে উপনীত হলে পাশাপাশি অবস্থিত এই দুটো ব্রিজের দখল নেয়াই ছিল যুদ্ধরত দুই পক্ষের প্রধান উদ্দেশ্য।

৯. নদীর অপর পাড় থেকে দেখা মনরোভিয়ার দুটি পরিত্যাক্ত বহুতল ভবন।

১০. মনরোভিয়ার উচ্চতম স্থানে অবস্থিত অভিজাত “ডুকোর প্যালেস হোটেল” (Ducor Palace Hotel) এর ধ্বংসাবশেষ। গৃহযুদ্ধের কারণে কয়েকটি মোবাইল ও রেডিও স্টেশনের টাওয়ার ছাড়া বর্তমানে এর আর কোন ব্যবহার নেই।

১১. উত্তর প্রান্তে অবস্থিত পুরনো শহর – রাস্তার পাশে অস্থায়ী বাজার আর নিম্ন আয়ের মানুষের মেলা।

১২. আটলান্টিক থেকে ধেয়ে আসা বাতাসে “বাংলাদেশ রিয়ার” নামক অস্থায়ী নিবাসে সারাদিনই এমন করে সগৌরবে উড়তে থাকে বাংলাদেশের পতাকা। এই অস্থায়ী নিবাসই আমার আপাত স্থায়ী আবাস 🙂 ।

৪৩ টি মন্তব্য : “ফটো ব্লগ : মনরোভিয়া”

  1. তানভীর (৯৪-০০)

    সায়েদ ভাই, চমতকার! :clap: :clap: :clap:

    আটলান্টিক থেকে ধেয়ে আসা বাতাসে “বাংলাদেশ রিয়ার” নামক অস্থায়ী নিবাসে সারাদিনই এমন করে সগৌরবে উড়তে থাকে বাংলাদেশের পতাকা।

    আহ্! কি দারুন গর্ব করার মত একটা ব্যাপার! 🙂

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    জটিল জটিল :clap: :clap: :clap:
    ফ্রমঃwww.প্রসংশাকরারভাষাপাচ্ছিনা।com


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    ছবি বিন্যাস এবং বর্ণনা'র স্টাইল প্রশংসা'র দাবী রাখে।
    বিনা পয়সায় মনরোভিয়া ঘুরলাম।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. মুহাম্মদ (৯৯-০৫)

    মনরোভিয়া দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। শহরটা আসলেই খুব গোছানো মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের নামে নাম হল কেন এটা বলতে পারবেন? খুব জানতে ইচ্ছে করছে।

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সায়েদ, দোস্ত অনেক ধন্যবাদ লেখা আর ছবিগুলোর জন্য।
    আমি বরাবরই সায়েদের লেখাগুলোর ফ্যান, আর ইউ এন মিশনের অভিজ্ঞতার লেখাগুলো সবসময়ই ভিন্ন মাত্রা দেয় সিসিবিতে।
    শেষের ছবিটা দেখে প্রাণটা জুড়িয়ে গেলোরে। আমাদের পতাকাটাকে :salute: :salute:

    আটলান্টিক থেকে ধেয়ে আসা বাতাসে “বাংলাদেশ রিয়ার” নামক অস্থায়ী নিবাসে সারাদিনই এমন করে সগৌরবে উড়তে থাকে বাংলাদেশের পতাকা

    লেখাটার জন্য সায়েদরেও :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সায়েদ : তাইফুরের মতো বলি,

    বিনা পয়সায় মনরোভিয়া ঘুরলাম

    খুবই ভালো লাগলো। দ্রুত মনরোভিয়া ভ্রমণের মতো আর কি কি তোমার ঝুলিতে আছে লেইখা ফালাও।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  7. আন্দালিব (৯৬-০২)

    মনে বড়ো শখ ঘুরাঘুরি করার, কিন্তু পয়সা নাই, পাত্তি নাই। আর ঐটা জোগাড় হইলেও সময় সুযোগ মেলে না। সবকিছু জোর করে জোগাড় করার পরে দেখা যায় ঘুরে তেমন আরাম পাইনা। ঝাঁকাঝাঁকি করে কি তেলেজলে মিশ খায়?
    সেখানে এই ছবিগুলা দেখে ঘোরার আনন্দটা পেলাম। অনেক ধন্যবাদ সায়েদ ভাই।

    জবাব দিন
  8. রায়হান আবীর (৯৯-০৫)

    ছবিগুলো একদম জীবন্ত। সায়েদ ভাই চলুক।

    আপনি কি জানেন আর দুইটা পোস্টের মালিক হলে আপনি হয়ে যাবেন সিসিবির সর্বোচ্চ পোস্টদাতা। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুই দিক দিয়েই 🙂

    জবাব দিন
  9. আমার কাছে ছবি দেখে শহরটা ঢাকার মতোই মনে হলো। 😛
    পার্থক্য হচ্ছে ঢাকা এরচেয়ে অনেক নোংরা, ঘিঞ্জি আর অগোছালো। 🙁 মনরোভিয়া বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। :clap:

    সায়েদ ভাই, ছবির জন্য অনেক ধন্যবাদ। :clap:

    শহরটির ম্যাপের দিকে তাকালে প্রথম দৃষ্টিতেই মনে হয় খুব যত্নে প্ল্যানমাফিক একে গড়ে তোলা হয়েছে।

    ম্যাপটা আসলে এতো ছোট যে কিছু দেখতে পারিনি। পরে গুগুল মামার কাছ থেকে অন্য ম্যাপ চেয়ে নিয়ে দেখেছি। 😉

    জবাব দিন
  10. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    মনরোভিয়ার প্রাণকেন্দ্রের প্রতিটা রাস্তা সমকোণে একে অপরকে ক্রস করেছে। সেখানে এর দৈন্য দশাও বড় কম নেই। যুদ্ধের কারণে এখনও অবস্থা নাজুক। ওভারঅল অবস্থা ঢাকা থেকে খারাপই হবে 🙁 ।

    গুগুল মামা বস 🙂 ।


    Life is Mad.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।