আলোর ক্ষণ টুকু আলোময় হয়েই থাকুক-
নাই বা করলে আড়াল কলঙ্কের নীচতায়!
সূর্য আমাদের মরে গেছে বহুকাল আগে।
সকালগুলোকে তুলে রেখেছি সিন্দুকে ভরে-
অস্থিরতার মধ্যাহ্ন-
আলিঙ্গণের তীব্র নেশায় শেষবেলায় ছুটে যাওয়া-
সব-
তোমার আলমারিতে পুরনো ডাইরির পাতায়-
আয়নায় রাখা আমার সবুজ টিপে-
ব্রাশ হোল্ডারে-
চাবির রিঙে-
আর,
গা এলিয়ে বিছানায় পড়ে থাকা তোমার পাশবালিশটাতে-
তন্ন তন্ন করে এতটুকু অধিকার খোঁজা।
অতঃপর,
আমার অনাকাঙ্ক্ষিত উপস্থিতি তোমায় বিব্রত করে জেনে
একটু একটু করে-
নিজেকে গুটিয়ে নেয়া।
উপেক্ষার শীতলতায় তখনো আমি শুভদৃষ্টির প্রতীক্ষায়-
কিন্তু, হায়, কোন লগ্নই যে তোমার মনে ধরলো না!
অথচ, দ্যাখো-
লগ্নভ্রষ্টার টীকা আজ আমারই কপালে-
তা বেশ, বিদায়উপহার করেই না হয় একে রেখে দিলাম
অথবা-
আমাদের সম্পর্কের প্রথম সুস্পষ্ট নামকরণ হিসেবে?
সূর্যোদয়ের ক্ষণ টুকু স্বপ্নময় হয়েই থাকুক-
নাই বা করলেম আড়াল গোধূলির বিষণ্ণতায়!
তানিজিনা, ব্লগের ভুবনে স্বাগতম।
ব্লগ প্রিন্সিপালের সম্মানে আগে দুইটা :frontroll: :frontroll: দাও
তারপরে তোমার কবিতা পড়ব...
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আজ্ঞে, জী ভাইয়া...! :boss:
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
:frontroll: দেয়াটা দেখা পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না।
এত ভাল একটা লিখায় কিছু না বলে থাকা যাচ্ছে না।
যদিও বললে:
"সূর্যোদয়ের ক্ষণ টুকু স্বপ্নময় হয়েই থাকুক-
নাই বা করলেম আড়াল গোধূলির বিষণ্ণতায়!"
কিন্তু কবিতা পড়ে বিষাদে ভরে গেল মন। তবে এই বিষাদ আশাবাদের বিষাদ। যে কবি এত কিছুর পরেও স্বপ্ন দেখে, তাঁকে নিয়ে আশাবাদি হওয়াই উচিত।
তাই না?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
বিষাদে যে স্বপ্নের জন্ম হয়, তার গভীরতাও হয় বেশী। আর তেমন কোন স্বপ্ন যদি অন্যকেও আশাবাদি করতে পারে, তবে সে স্বপ্ন যে এখনই অর্ধেক সার্থক - তা বলা যায়!
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
ভিন্ন সবাদের
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রাজীব ভাই, ধন্যবাদ, লেখাটি পড়ার জন্য! জীবনের ভিন্ন ভিন্ন সুর, ভিন্ন বোধ, বিভিন্ন স্বাদ ... 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
একটা প্রশ্ন আমার মনে সবসময়ই ঘোরে, কবিরা কি নিজের অভিজ্ঞতা থেকেই সব কবিতা লেখে, নাকি কল্পনার পরিমাণ বেশি থাকে 😛
কবিতা ভালো লেগেছে। সিসিবিতে লেখালেখি জারি থাকুক। সুস্বাগতম!
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত, অভিজ্ঞতা, না কল্পনা? উত্তরঃ পাঠকের যা মনে হবে, তাই! 😛 আমার কাছে কবির 'কবিতা' শুধুই কিছু শব্দের সম্মীলন, পাঠকের দেয়া সুরে তা পূর্ণ ছবি হয়ে ওঠে 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
ব্লগে স্বাগতম। নামের পাশে সংখ্যা বিবেচনায় দেখা যাচ্ছে ব্যাচমেট। 😛 কবিতা বুঝি কম তবে পড়ে ভাল লাগলো। :clap: :clap:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ধন্যবাদ, ব্যাচমেট! আড্ডা ভালোই জমবে তবে 😉
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
খাইসে আমারে, আসতে না আসতেই ব্যাচমেট-ব্যাচমেট আড্ডা দেয়ার প্ল্যানও দেখি কইরা ফালাইতেছো।
আমাদের মত বড়ভাইদের তো তাহলে তফাৎ হওয়ার সমায় এসে গেছে।
ঠিক আছে, যাই দূরে গিয়া মরি তাইলে। দাও, তোমরাই আড্ডা দাও এখন, চুটায়ে...
😛 😛 😛
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:brick:
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
বিশ্বকাপ ফুটবলের চ্যাটরুমটা মিস করছি। কোয়ার্টার ফাইনালের খেলার দিন একদিনের জন্য চালু করতে বলবো কিনা বুঝতে পারছিনা!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
উত্তম প্রস্তাব...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
প্রস্তাব অনুমোদন মিলেছে। খেলার দিন দেখা হবে! :party: :awesome:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀 😀 😀 😀
সাধারনতঃ তিনটা দেই। আজ অধিক খুশিতে একটা ফ্রী......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
😀 😀 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂 🙂
ব্লগে সুস্বাগতম, ছোট আপু!
চমৎকার লেখার হাত তোমার। আশা করি তোমাকে নিয়মিত পাবো আমাদের মাঝে!
ধন্যবাদ, আপা :shy: আপনারা সবাই আছেন, তাই তো সাহস পেলাম। আপনাদের অনুপ্রেরণায় নিয়মিত লিখবও, ইন শা আল্লাহ্! 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
কবিতার শিরোনামটা খুব সুন্দর।
কবিতায় বিষন্নতা থাকলেও, শেষ দু'চরণে স্বস্তি পাওয়া যায়।