ঘাস হয়ে পড়ে আছি মাঠে
কখন ভোরের শেফালী হয়ে
পড়বে আমার বুকে ?
শিশিরে ভেজা নরম শেফালী
আর সবুজের নিবিড় মিতালী
মিলেমিশে একাকার ধরণী।
যেন নিপুন এক চিত্রকর্ম
প্রগাঢ় ভালোবাসা
আর অনুভূতির গল্প।
কত যুগ ধরে
শেফালী ঝরে
ঘাসের বুকে ?
কে জানে তাদের সম্পর্ক?
চিন্তার বারতা
কেমনই বা গভীরতা
ভালোবাসার অমর গাঁথা।
😡 😡
পুরাদস্তুর বাঙ্গাল
😡
নীচে ঘাসের বুক পাতা থাক বা না থাক, শেফালী ঝরবেই।
জ্বি ভাই 🙂
:clap: :clap:
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ সাইদুল ভাই 🙂
বাহ! দারুণ লাগল ভাবি... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ ভাইয়া। এটি যৌথ প্রযোজনা বলা যেতে পারে। আমি লেখার পর মোস্তাফিজ সম্পাদনা করে দিয়েছে 😀
:boss: :boss: :boss:
ধন্যবাদ নূপুরদা :party: