তুমি আমার নিরাশার হাহাকারে
মেঘে ঢাকা তারা।
পেয়েও হারিয়ে হয়েছিলাম
খুজে খুজে সারা।
তুমি আমার একরত্তি মুক্তো
খুজেঁ পেয়ে নিমেষেই হাওয়া।
তুমি আমার অজস্র চাওয়ার মাঝে
একবিন্দু পাওয়া।
তুমি আমার
সারা অংগে জড়িয়ে থাকা
শাড়ীর মত ভালবাসার ছোঁয়া।
তুমি আমার ছেঁড়া কাঁথায়
ছারপোকার উপদ্রব।
তবু না পাওয়ার মাঝে
তুমিই আমার সব।
পুরাদস্তুর বাঙ্গাল
ব্লগে স্বাগতম ভাবী 🙂
ধন্যবাদ ভাইয়া :teacup:
মোস্তাফিজ, ভাই তুমি কপাল নিয়ে জন্মেছো- ভাবীকে হাজার কোটি ধন্যবাদ-
:dreamy:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
জ্বি ভাই 😀
তবে চুল উঠে কপাল আরো বড় হচ্ছে 😛
পুরাদস্তুর বাঙ্গাল
ভাইয়া লজ্জা পাচ্ছি :shy:
সিক রিপোর্টে আপনার কমেন্ট পড়ে অপেক্ষায় ছিলাম কবে লেখা পড়ব...
স্বাগতম ভাবী ... :clap: :clap: :clap:
মুক্তি হোক আলোয় আলোয়...
ধন্যবাদ ভাইয়া :teacup:
ব্লগে স্বাগতম। আজকেই আমার বৌকে বলতেছিলাম যে রেজি করো।
চন্দ্র বিন্দু একটু ঝামেলা করছে মনে হয়।
সুন্দর কবিতা।
আরো আরো লিখতে থাকুন। :teacup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাবীকে তাড়াতাড়ি রেজি + রাজি করান ভাইয়া । তাহলে :party: হবে।
নতুন ব্লগার দেখে ভাবলাম এসে ফ্রন্টরোলের আদেশ-টাদেশ দেবো ।। কিসের কি এসে দেখি স্যালুট ঠুকতে হচ্ছে।
আপনার টাকলা কানা স্বামীর ফান্দে পাড়া দিলেন শেষমেশ!
লেখায় স্যালুট, এমনেও :salute:
:salute: নূপুরদা । আসেন হাত মিলাই 🙂
সুযোগ পেয়ে ভাবীর সাথে আমাকে টাকলা কানা বলছ নূপুর । লাগাও :frontroll:
পুরাদস্তুর বাঙ্গাল
x-(
লুক ডাউন করলাম! :brick:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂
::salute:: ভাবী।
চালিয়ে যান
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
::salute:: ভাইয়া ।
ব্লগে স্বাগতম ভাবী! পোস্টটা এতদিন পরে দেখলাম কেন বুঝলাম না! 😕
নাহ এরকম পরাজয়ের গ্লানি আর কতদিন!? 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সময়ের নষ্ট বলয়ে বন্দী মোকাব্বির সুস্মিত ( 🙂 ) 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ মোকাব্বির ভাই। দেরীতে হলেও আমার লেখা পড়েছেন 🙂