স্কিন টাইট গরু আর অ্যাথলেট মুরগি……

ব্লগ এ একটা লেখা পরে হঠাত কলেজের ঘটনাটি মনে পড়ল । যুক্তি সঙ্গত কারণ এবং শারীরিক অবস্থা দেখে আমরা আমাদের মেসের গরুগুলোকে ডাকতাম স্কিন টাইট গরু আর মুরগি গুলোকে অ্যাথলেট মুরগি । আমাদের কলেজের হাসপাতাল এবং কসাইখানার মধ্যে দুরত্ব হবে বড়জোর এক কিলোমিটার । একদিন গরু এর পরিবর্তে অন্য কারি দেওয়ায় আমরা একটু অবাক ই হই । তারপরই অবশ্য কলেজ ডি কে অনেক কষ্টে তার হাসি থামালে আসল কাহিনি জানতে পারি । অই দিন হাসপাতাল এ যথারিতি আমাদের স্কিন টাইট এর মেডিকেল হয়েছিল এবং সে নিয়ম মত শারিরীক যোগ্যতার প্রমানপত্রও পেয়ে যায় । কিন্তু বিধি বাম , বেচারার আর কসাই খানায় গিয়ে মরা হলনা । বেরসিক আযরাইল মাঝ রাস্তাই তার শেষ নিঃশ্বাস হরণ করলেন ( ইন্না লিল্লাহি………।) । পরে অবশ্য লোকমুখে শুনেছি একটা তদন্ত আদালত নাকি হয়েছিল, তার ফলাফল কদিন পরেই পাই, আশেপাশে আবার স্কিনি কে নির্দয় ভাবে চিবাতে দেখে ।

১,৪০১ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “স্কিন টাইট গরু আর অ্যাথলেট মুরগি……”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।