অনেকদিন বাদে ব্লগে আসা। এর মধ্যে ব্লগের কলেবর সবদিকেই বেশ বেড়েছে। তার মানে এই না যে ব্লগে সময়ে অসময়ে ঢুঁ মারিনি, তবে সেটা উল্লেখ করার মত কিছু না। তবে সময় সুযোগ পেলেই প্রথম পাতায় চোখ বুলিয়ে নিতে ভুলিনি। সে যাই হউক তুহিনের দুর্ঘটনার খবর ছিল অনাকাঙ্খিত। স্বস্তি পেলাম ও এখন আশঙ্কামুক্ত জেনে। ইদানিং ব্লগে ভাল মানের আর বিচিত্র বিষয় নিয়ে এত চমৎকার চমৎকার লেখা আসছে যে নিজে আবাল টাইপের কিছু লিখতে ইচ্ছা করেনা। অবসরে হয়ত মাথায় অনেক কিছুই ঘোরে কিন্তু সেগুলো আর শব্দ হয়ে ওঠেনা, চিন্তার ভিড়ে হারিয়ে যায়। আজকে একটা প্রয়োজনেই ব্লগের স্মরনাপন্ন হওয়া। আমরা একটা ছেলে খুঁজছি, তথ্যপ্রযুক্তিতে স্নাতক, ২/১ বছরের কাজ করার অভিজ্ঞতা আছে এমন। কেউ যদি এ ব্যাপারে আগ্রহী হয়, বা কারও পরিচিত কেউ আগ্রহী হয় তাহলে আমার সেল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। ফোনালাপে বিস্তারিত বলা যাবে। আজ এটুকুই, সামনে লিখবার ইচ্ছা নিয়ে শেষ করছি।
২৯ টি মন্তব্য : “দু’ একটা কথা”
মন্তব্য করুন
১ম :awesome: :awesome: :awesome:
অনেকদিন পর।
যাই এখন পইড়া আসি 😀
ব্লগে ১৬ + ১৬ = ৩২ জন।
তবুও আমি ফার্স্ট ??
😀 😀
ভাইয়া, আমি সিএসই তে ফাইনাল ইয়ার-এ। 😛 😛
এক বছর পর বললে তো দাঁড়ায়া থাকতাম 😀 এখনই ফোন করতাম। আল্লাহ আপনাদের আগামী বছর এই সময়েই খুঁজার সময় করে দিন 🙂 🙂
আমিন্
৫ বছর পর আবার এইরকম ছেলে খুইজেন তখন দারায় যাব 🙂 🙂 🙂
শফি ভাই,ক্যামন আছেন? 😀
স্বশিক্ষিত স্নাতক হলে কি চলপে? ;;;
স্বশিক্ষিত লোক তো আত্নকর্মসংস্থান করব, অন্যের চাকরী করার কি দরকার? 🙂
=)) =)) =)) =)) উত্তরটা সিরাম ছিল শফি ভাই...
অফ টপিক-বসের কি ফ্রেঞ্চকাট এখনো আছে?
মাস্ফু আমার ফ্রেঞ্ছ কাটের পিছে পড়লা ক্যান? এখন আর নাই 🙂
:)) 😀
:goragori: :goragori: :goragori:
কতদিন পর আপনারে দেখলাম...
এতটুকু পড়ে আমি ভাবছিলাম মনে হয় পাত্র চাই টাইপ কিছু হবে 😛 :frontroll:
অফট. কলেজের ট্যাগটা বাদ পড়ে গেছে মনে হচ্ছে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মনটা ভাল হয়ে গেছিলো। কিন্তু পরের অংশ :bash: :bash: :bash:
ধ্যুৎ তথ্য-প্রযুক্তির বাঞ্চাই
বিসিসির ভাই :salute:
ভাই আর্টস থেকে এইস এস সি পাশ কোনো গতি আছে??? :shy:
ক্যান তুইকি এইচ এস সি দিতে ভুইলা গেসিলি :grr: :grr: :grr:
😉
ইলেক্ট্রিক্যাল, দশ বছর টেলিকম এক্সপেরিয়েন্স, 😀
ভাইয়া চলবো নাকি? লগে এমবিএও আছে, তয় রানিং ;))
অনটপিকঃ অনেক দিন পরে দেখলাম আপনাকে, ভালো আছেন আশাকরি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি ভাল আছি, তয় তুমি ওভার কোয়ালিফাইড 🙂
শফি ভাই কেমন আছেন?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শফি ভাই ভালই আছে, কাজের ব্যাপক চাপ, সাপোর্টিং পোলা খুজতেছে 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাল আছি, আলহাম্দুলিল্লাহ্। তোমার নতুন কোন নাটক চলতাছে?
সবাই খালি কামের পোলা খুঁজে । আমার মত আকাইম্যাদের কে আশা দেবে, কে ভরসা দেবে শফি ভাই? 🙁 😀
সাতেও নাই, পাঁচেও নাই
তোমার কথা তো আমি আগেই কইছি, দেশ কালে একজন খ্যাতিমান ওয়েব প্রোগামার পাইব। সো নো চিন্তা ডু ফুর্তি। 🙂
অনেকদিন পর শফি ভাই! বসের কি কুমিল্লা যাওয়া লাগেনা নাকি এখন
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি এখন কুমিল্লায়, এই জায়গার জন্যে একটা ছেলে খুঁজতাছি আমরা
শফি ভাই, ভাল ? অনেক দিন পর ....
ভাল আছি ভাইয়া, আলহাম্দুলিল্লাহ্
ভাইয়া ভাল আছেন? কত্তদিন পরে।
ভাইয়া পাশ করে দেশে চলে আসব তখন আপনি না খুঁজলেও আপনারে খুঁজে নিব।
ফয়েজ ভাইদের মত ওভারকোয়ালিফাইড দের ব্যাঞ্চাই
ভাল আছি ভাইয়া, তোমার মত ওভার কোয়ালিফাইড লোকের চাকরী আমার কাছে মনে হয় নাই 🙂