হাতের ব্যথা এখনও অনুভব করি সগৌরবে ।
REVERSE HOUR – এ এতোগুলা জুনিয়র যদি এত্ত গুলো push up দেওয়ায়, তবে কই যাবো? দুর্বল মানুষ এমনিতেই ।
হে কক্ষ নং ৭ অফ ৪৫তম ব্যাচ অ্যান্ড Monir Hasan ….. have I given you such টাইপ punishment !!!!
কিছু কষ্ট খুবই মধুর !!! খুবই পেতে ইচ্ছে করে ।।
আমি বলবো না- হে আমার ৪৪তম ব্যাচের সুখ- দুঃখের সাথী,, হে আমার ৪৩ তম,৪৫ তম ও ৪৬ তম ব্যাচের ভাইয়েরা ,”I am লাভিং অর মিসিং u…”
অনেক পুরনো ও অনেক খাঁটি মনের মানুষদের ভিড়ে কয়েক ঘণ্টা সময় পেয়ে কাউকেই যথেষ্ট সময় দিতে পারিনি ।
আমার ভালোবাসার মানুষদের জন্য তো গোটা জীবনে কম কান্না করি নাই । কিন্তু,আমাকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাঁর জন্য তো কোনদিন কান্না আসে নাই, ভালোবাসাও আসে নাই।।
হে আমার ৪৪তম ব্যাচের সুখ- দুঃখের সাথী,, হে আমার ৪৩ তম,৪৫ তম ও ৪৬ তম ব্যাচের ভাইয়েরা ,I am taking great pardon to u.
অশেষ কৃতজ্ঞতায় বিশেষ ক্ষমাপ্রার্থী, , , আমার আলোর পথের বাতি- হে আমার ৪৩ ও ৪৪ তম ব্যাচের আলোর দিশারী ভাই ,৪৪তম ব্যাচের ৬ বছরের সহপাঠী, শাস্তি উপভোগের রাত জাগা পাখি ও সুখ- দুঃখের সাথী্, , , আমি সময় দিতে না পারি্, , , আমার চোখের জলে আজীবন আপনাদের + তোমাদের পা যেন ধুয়ে দিতে পারি , হৃদয়ের ভালবাসা দিয়ে যেন স্বর্গ রচনা করতে পারি, , ,
অনেক কথা বলার ছিল ,
কিছু বলা হলো না ।
আর্তনাদ বড় অসময়ে আজ ।
বাস্তবতার বেড়াজালে বন্দী হয়ে
আস্ত মহা ধোঁকার কাছে ন্যস্ত ,
জীবন আজ সস্তা হোটেলে মস্তক গোছাতে ব্যস্ত ।
Thanks