আনেক দিন পর আজ লিখতে বসলাম…কি আর করা…দেখি কি লেখা যায়……
ছোট ছোট ঘটনা……। ভাল লাগা বা না লাগা সকলের …………
১. তখন ভিপি ছিলেন মাহাবুবুর রহমান স্যর… তিনি খুবই মজার মানুষ ছিলেন। তার আদেশ হলো কোন ক্যাডেট পাক্ষিক পরীক্ষার সময় করিডোরের উপর কোনো ব্ই রাখা যাবে না। ভুল করে বা তাড়াহুড়া করে কয়েকজন বায়োলজি বই রেখেছিল………গাজী আজমল এর বই……পরীক্ষা চলছে. ভিপি ক্লাসের মাঝে এসে জানতে চাইলেন এই বইয়ের মালিক কে……পিছন থেকে একজন বলে বসল “স্যার গাজী আজমল এর বই । এই কথা শোনার পর ভিপি হেসে ক্লাস থেকে বের হয়ে গিয়েছিল……।
২. এক বার কোন এক জুনিয়ার নাইট প্রেপ এর সময় স্যান্ডো গ্যাঞ্জি না পরার কারনে ডিউটি মাস্টার তাকে ভিপির রুমে নিয়ে যায়। ভিপি বলেছিল স্যান্ডো গ্যাঞ্জি পড়লে যদি গরম লাগে তাহলে বাবাকে বল একটা এসি কিনে দিতে। এসিটা শাটের ভিতরে নিয়ে ঘুরবে……।
৩. হাউস মাস্টার তখন বেলাল স্যার। রোজ রোজ তার হাউস অফিসের সামনে নেইম প্লেট থেকে বেলাল এর (বে) কেটে নিয়ে যাওয়া হয়। বাকি থাকে শুধু “লাল”। হাউস বেয়ারা হালিম ভাইয়ের প্রধান কাজ হলো কিছু অতিরিক্ত “বে”বানিয়ে পকেটে নিয়ে ঘুরে বেড়ানো।বেলাল স্যার হাউস বেয়ারা হালিম ভাই কে ডেকে বললেন “হালিম বেলালের ‘বে’ কৈ যায়”…। হালিম ভাইয়ের উত্তর ছিল “স্যার মনে হয় ক্যাডেট নিয়া যায়……
৪। আলক কুমার স্যার তখন ডাইনিং হলের ও আই সি.একবার ডিনারে ভাতে প্রচুর পাথরের কুচি পাওয়া গিয়েছিল। সেকেন্ড প্রেপ এর সময় ব্ল্যাক বোর্ড এ আজ়কের তাজা LOCAL খবর এর হেডলাইন ছিল “পাথরের মাঝে ভাতের কনা পাওয়া গেছে………
৫। এস এস সি পরীক্ষার ছুটির আগে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য টার্ম এন্ড এর ছুটিতে গিয়ে ফেরত আসার সময় সবাইকে ১০ কপি করে পাসপোর্ট সাইজ এর ছবি আনার জন্য বলে দিলেন। জনৈক ক্যাডেট পাসপোর্ট সাইজের ছবির মাঝে বসা অবস্তায় তার পুরা বডির ছবি নিয়ে এসেছিল…। (এটা আমার মনে হ্য় ক্যামেরা ম্যানের ইচ্ছাক্রত ভুল……।) এই ছবি দেখে সবাই তো হাসা হাসি করছে। আর ফর্ম মাস্টার কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন…কিন্তু ঐ ক্যাডেটের উত্তর ছিল “স্যার টাকা দিয়ে ছবি যখন তুলব তখন শুধু মাথা টা তুলব কেন…তাই পুরা বডি টাই ফ্রেম এর মাঝে নিতে বলেছি…এবার বলুন ক্যাডেটের চিন্তা ধারা…
৬। বনিক স্যার ইংলিশ ফার্স্ট পেপার এর খাতা দেখা মানে ১০০% পাস নিশ্চিত.আনেকে আবার তাই আদ্ধেক উত্তর দিয়ে হলের মাঝেই ঘুমিয়ে পড়ত……একবার প্রশ্ন এসেছিল “WHAT IS BOGUS BOO…?এর উত্তর এ একজন ৩৩ বার একই লাইন লিখল ..”BOGUS BOO IS A BOGUS BOO IS A BOGUS BOO.”মজ়ার ব্যাপার হলো সে ১০ এর ভিতরে ৮ পেয়েছিল…
৭। আমার এক ক্লাসমেট কে parents day এর পরে senior রা জানতে চেয়েছিল কে কে এসেছিল। ঐ ক্যাডেট এর ঊত্তর ছিল”আমার খালাত ভাইয়ের আম্মা আর খালাত ভাইয়ের আব্বা এসেছিল।” এর মানে হলো খালা আর খালু।
হা হা হা। কঠিন সব জিনিস লিখছিস! মজা পাইলাম। 🙂
www.tareqnurulhasan.com
তিন নাম্বার টা বেশি জোস =))
সাতেও নাই, পাঁচেও নাই
ভাইয়া আমি ঠিক জানিনা কি হইসিল। এই নিয়ে তিনবার এই পোস্ট পাবলিশ করলাম। একটুক্ষণ পর দেখি আপনি আবার পেন্ডিং রিভিউতে দিয়ে রাখসেন। 😕
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ ভাই,ইংরেজীগুলো একটু ঠিক করে দেন না.........পড়ার মজাটা চলে যায়!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:((
জ়াহিদ ভাই আমি sorry তোমাকে pain দেবার জন্য।আমি আগে word এ type করে পরে এই খানে pest করেছিলাম.........।but english গুলো আসে নাই...।এরপর text এ করেছি...তাও english আসে নাই......।মাঝে ২ বার কারেন্ট গেল...।।computer offf......
=)) :))
=)) :))
THANKS JIHAD 😉
=)) =)) =))
অনেকদিন পর সিরাজের লেখা। চমৎকার।
অফটপিকঃ
দোস্ত অনেকদিন পর আজকে নাইমের বাসায় গেছিলাম আড্ডা দিতে। ও কইলো তুই নাকি মিশন থেইকা টাকা পয়সার সাথে সাথে বউ-বাচ্চা নিয়া আসার প্ল্যান করতেছিস?
বহুত মজাক পাইলাম।
কিন্তু কামরুলের কথায় তো ভিড়মি খাবার যোগাড় হোল! সিরাজের পাশে থাকি আর আমি জানলাম না??
Life is Mad.
বস এই সব গোপন কথা কি গোপনে বলা যায় না............হারামি...।তুই এক কাজ করিস সব দোকান চিনে রাখিস ঠিক মত যাতে করে প্রতিবারের মত সময় নস্ট না হয়......।।বুঝলি তো...।।
:)) =)) :clap: :boss:
:gulli: :duel: :gulli:
আহ...গুলি ইমোটা দিয়ে খুব লাভ হইসে, আমি মনের সুখে যেখানে সেখানে গুলাগুলি করে বেড়াইতেসি 😀
সামিয়া.........গুলি তো দিচ্ছো...ভাল কথা......।আবার ক্রস ফায়ার কইর না.কিন্তু..।।
জিহাদ, বুলেটপ্রুফ ভেস্ট এর ইমো জলদি দাও...এট লিস্ট ঢাল এর ব্যবস্থা কর... 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=))
মানব ঢাল use কর । 🙁 (মানব ঢাল)
কবীর,
তুমি তো দেখি জটিল টাইপের জিনিয়াস...। পরান খুলা হাসলাম.অনেকক্ষণ.. :))
সিরাজ,
জটিল লেখা হইছে...।
খুবই মজা পাইছি...। চোখের সামনে পরিচিত ক্যারেক্টারগুলো যেন মুহুর্তের মাঝে ভেসে উঠলো...। এরকম লেখা আরো আশা করছি সিরাজ।
জটিল মজা পাইছি সিরাজ =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug:
ব্যাপক হইছে দোস্ত
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:salute: :goragori: :goragori:
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম