প্রিয় ভাই ও বোনেরা,
আমি এই লাইন-এ নতুন। আমার এক জেসিসিয়ান বন্ধু সাজেস্ট করল আসতে, তাই এলাম। শুনেছি খুব ইন্টারেস্টিং প্লেস এটা। দেখি কেমন… যদিও আমি বিশ্বাস করি এটা অবশ্যই ইন্টারেস্টিং; ক্যাডেট-দের কোনকিছু ইন্টারেস্টিং না হয়ে যায়না!
আমার জীবনের সব ইন্টারেস্টিং ব্যাপারগুলো এই ডাক্তারি পড়া খেয়ে ফেলেছে। এত পড়া, এত পড়া… একেবারে চিড়েচ্যাপ্টা হয়ে যাচ্ছি। সামনে ফাইনাল প্রফ, সুতরাং বেশী আসা হবেনা। তবে ইচ্ছা আছে, ফ্রি হলে ঠিক-ই রেগুলার হব।
সবাইকে অগ্রীম ভাষা দিবস-এর শুভেচ্ছা।
আরি! ব্লগে দেখি নতুন মানুষ!!
এই রকিব, রকিইইইইব... তাড়াতাড়ি এককাপ চা দে তো 😡
ব্যাপার নাহ। টাইম পাইলে আইসেন আমাদের ব্লগে। চিড়ে চ্যাপ্টা থেকে আবার "যেমন ছিলে" হয়ে আগের আয়তনে ফিরে যাবেন তাহলে আশা করা যায় :tuski:
ব্লগে স্বাগতম।
সাতেও নাই, পাঁচেও নাই
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
স্বাগতম আপু 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভইন আইয়া যখন পড়ছ, তখন টাইট হইয়া বও, কোথাও যাইও না।
স্ল্যামডগ চা দিব, বিল দিব সানা ভাই, ইউসুফ ভাই চা খাইতে নিষেধ করতে পারে, কিপটা মানুষ, মাথা নিচু কইরা শুনবা এর পর ভুইল্যা যাইবা।
আর একটা অসাম্প্রদায়িক টিপস দিমু কিনা ভাবতেছি 😕
না থাক ঝ্যাং ঝুন আইসা কইব অইটা
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অসাম্প্রদায়িক টিপস না দেয়ায় ফয়েজ ভাইকে :thumbup: :thumbup: 😀
টিপস টা আমিই দেই... B-)
ভইন, বিভাগে 'ময়মনসিংহ' দিয়ে দিও... :-B
ব্লগে স্বাগতম... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
x-( x-( :chup: :chup: 😡 😡 :gulli:
=)) =)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =))
=)) =))
মামা, আসসালামু আলাইকুম।
=)) =)) =)) =))
স্লামডগ মানে !!!!!!!!!!!!!!!!! আমার নাম কপিরাইট করা আছে। ব্লগ-- মিলিওনিয়ার 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি ব্যাপার রকিব গেল কই?
রকিইইইইইইইইইইব, ইরানী মেয়ের তোর এত কি? x-( x-(
তোর বড় বোন আসছে আর তুই এখনও চা আনছ নাই? 😡 😡
সুরভী, আস্তে আস্তে সময় নিয়ে এখানকার লেখা আর মন্তব্যগুলা পড়তে শুরু কর, তাহলে দেখবা ঠিক-ই রেগুলার হয়ে গেছ।
ওয়ান্স এ ক্যাডেট, অলওয়েজ এ ক্যাডেট।
ইরানী মেয়ের সাথে*
ইরানী মেয়ের সাথে কি? :-B
সাতেও নাই, পাঁচেও নাই
ইরানি মেয়ের সাথে ব্যাপার টা কি :-B রকিব কই গেল :-B
মানুষ তার স্বপ্নের সমান বড়
নিষ্পাপ ছেলেটার নামে স্ক্যান্ডাল ছড়ানো ঠিক নাহ। :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভালো লাগলো 🙂
ভাইজান, ডায়লগ টা জোস লাগসে :boss:
"শুনেছি খুব ইন্টারেস্টিং প্লেস এটা। দেখি কেমন…"
এক দম জাক্কাসসসসসসসসসসসসসসসসসসসসসসসস।
রাব্বি ভাই, দয়া করে আপনার নামটা যদি একটু কষ্ট করে বাংলায় করে দিতেন... O:-)
সাতেও নাই, পাঁচেও নাই
সিসিবি'তে শুভেচ্ছা।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
গাছের ডাল ধরে আগমন শুভ হউক। শুভ লেখালেখি। মহান সে বৃক্ষের নাম ঝাতি ঝান্তে চায়। :grr:
ভইন কি রেলগাড়ি নিকি ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি করব? আমার ক্যাডেট গোষ্ঠীর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড গাছ হয়ে গেল! যাই হোক, গাছ যেহেতু পরিবেশ বান্ধব, সুতরাং আমার কোন আক্ষেপ নাই।
সুরভী, জটিল কইসো... থ্যাংক্স আ লট!!!
কলেজ অথোরিটি পারেও x-( ~x( :bash:
একটা মেয়েরে সারা জীবনের জন্য ছেলেদের নাম বহন করতে হবে। যদিও ওরা সবাই আসল নিকেই পরস্পরকে ডাকে.....
যাই হোক
স্বাগতম ব্লগে
বেশি লেখার টাইম না পাইলে মেডিকেলর নোটগুলাই স্ক্যান কইরা দিও। তবু লিখো কারণ একা সামিয়া আর কত টানবে....
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সরি ভাইয়া, আমার মিস্টেক... ক্যাডেট নামের জায়গায় আমার মিড্ল নাম দিয়ে দিয়েছিলাম ভুলে 😛
:hug: :hug: :hug:
সুরভী আপা......কেমন আছেন??? আপনি আসছেন খুব ভাল হইছে, আপনিও আবার হারায় যেয়েন না, এমজিসিসিরা খালি হারায় হারায় যায় 🙁
আপনি মনে হয় চিনবেন না, আমি সদাচার, আবার চিনতেও পারেন, বদমাইশ ছিলাম, :duel: এখন ভাল হয়ে গেছি অবশ্য O:-)
আপা নিয়মিত লিখে যেয়েন প্লীজ, আর এক্ষুনি এই ব্লগে ময়মনসিংহ বিভাগ লাগায় দেন :grr:
আমার যে কি খুশি লাগতেছে, আপনার ক্যাডেট নম্বর আমার ঠিক একশ আগের :awesome:
২৭ জিন্দাবাদ
ঐ রকিব, আপাকে চা দে, সাথে চানাচুর মাখা আনবি, নে তিনটা ক্যাডবেরী খেতে খেতে যা।
HI সামিয়া, তোমাকে এখানে দেখে ভালো লাগলো। ভেব না... আমি তোমাকে চিনসি।
আর রকিব সাহেব কে বল, আমি কফি প্রেফার করি।
কোল্ড নাকী হট কফি?? ব্লাক অর হোয়াইট?? ব্লাক হলে কোন এক্সট্রা ফ্লেভার চলবে কী? যদি হোয়াইট হয় তাহলে উইথ মিল্ক অর ক্রীম?? চিনি দেয়া নাকী চিনি ছাড়া??? 😀 😀
আপু তাড়াতাড়ী বলেন, ঐদিকে সানাউল্লাহ ভাইয়ের অর্ডার আসছে, কোন কথাবন্ধু নাকী আসছেন উনার অফিসে!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:awesome: :awesome: ইষ্ট অর ওয়েষ্ট/ সুরভী আপু ইজ দ্যা বেষ্ট।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ব্লগে ষ্বাগতম ।
সানা ভাই কোথায় আপনি ? নবীনবরন করতে হবে তো =))
হুম...... ব্লগে সুস্বাগতম আপু :thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
ইয়ে সুরভি,জেসিসিয়ান বন্ধুটার নাম কি "আ" দিয়া শুরু?আমাকে চিনতে পারছ?আমার আসল নাম মাসরুফ,ওই যে খুলনাইয় থাকতে প্রায় রেগুলার আ এর সাথে ঝগড়া মিটমাট করে দিতাম 😀
মাস্ফ্যু দেখি :just: অবতার ...
নিজে করে, অন্যদেরকেও সাহায্য করে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইখানে যাস্ট আইলো কৈথিকা?ভাইগ্নারে পচানো বন করবেন কবে মামা? :((
ঠিক-ই ধরসো... জেসিসি'র ফ্রেন্ড-এর নাম-টা 'আ' দিয়েই শুরু।
ঝগড়া? মিটমাট?? কি সব বলছিস মাস্রুফ??? আমি কারো সাথে লাইফে ঝগড়া করসি নাকি???? আই এম আ পিস-লাভিং পার্সন!
ভাইগনা পচা হইলে মামা আর কি করব? :grr:
সুরভী আপা...আপনাকেও ভাষা দিবসের শুভেচ্ছা..এই দিবসটি নিয়ে আপনার অনুভূতি নিয়ে একটা ব্লগ দেন প্লিজ.... :guitar: :guitar:
ব্লগে সুস্বাগতম....অবশ্য একটু পর সানা ভাই আপ্নেরে ফ্রন্টরোল আনুষ্ঠানিক স্বাগতম জানাবে.... :grr: :grr: :grr:
স্বাগতম।
সুস্বাগতম......
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সুস্বাগতম সুরভী ভইন। ঝাক্কাস!! এক্কেবারে রেডিও ফূর্তির আরজে!!
তো ভইন ব্লগের সবচেয়ে বড় ভাইয়ের সম্মানে বেশি না, মাত্র ১০টা :frontroll: দিয়া ফালাও। বুয়েটের মাস্টর আপাটা যে কই গেল? গুনতির কাজডা করবো কেডা!! ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই, সবশেষে কিন্তু হেয় ঠিকই ভাষা দিবসের শুভেচ্ছা দিছে... 😀
সো, ইউ নো, আল্টিমেটলি...বাংলা ভাষাই রক্ করে... B-) :awesome:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
x-( x-( x-( :)) :)) :)) :))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস এই সমস্যার সমাধানে ফ্রন্টরোলের বদলে সুপারম্যান পানিশমেন্ট, মোটরসাইকেল পানিশমেন্ট ট্রাই করে দেখতে পারেন।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সিনিয়রের কমান্ড বদল হয়না! সিনিয়রকে পরামর্শ দেয়ার দুঃসাহসে আকাশ মোটর সাইকেল চালু করো! x-( আমি না বলা পর্যন্ত থামবা না। স্টার্ট কুইক........ 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস মোটর সাইকেলের অকটেন শেষের পথে... পেট্রল পাম্পের দিকে যাচ্ছি...বিলটা যদি পাঠাইয়া দিতেন...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:pira: :just: :pira:
সানা ভাই, আসসালামুয়ালাইকুম।
মেডিকেল -এ যে প্রেশার-এ আছি, ফ্রন্ট্রোল-এর চেয়ে কোন অংশে কম না; বাট আপনে যখন বল্লেন তখন দেই আর কি করা!!
ধন্যবাদ আপু, সিনিয়রকে সম্মান দেখানোর জন্য।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সুরভী ফ্রন্ট রোল দিসো? দিতে পারসো?? 😮 যদ্দুর জানি তোমগো কলেজে এইটা আছিল না।
আমার দোস্তরে এত কড়া পাংগা দেবার জন্য সানাউল্লাহ ভাই-এর ব্যাঞ্ছাই!!!!!!
😮 😮 😮 লাবলু ভাইয়ের ব্যাঞ্চাইছে। ভাই কিছু করেন।
অফ টপিকঃ আদনান ভাই উপরের লাইনের কিছুই আমি লিখি নাই। 😕
ব্লগে স্বাগতম সুরভীকে। সাথে ফ্রন্টরোল দেই বলেও না দেওয়ার জন্য ব্যাঞ্ছাই।
সানা ভাইএর সাথে দোস্ত ফিলিংস দেখানোর জন্য আদনানের ব্যাঞ্চাই।
আর এডু/মডু দের কাছে সুপারম্যান, মোটরসাইকেল চালানোর ইমো চাই।
সো, ইউ নো, আল্টিমেটলি…বাংলা ভাষাই রক্ করে… B-) :awesome:
:gulli2: :gulli2: :pira: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
wlcme apu.
আপুকে ব্লগে সুস্বাগতম। :salute:
স্বাগতম সুরভী আপা।
ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করার পর আমার ছবি আকাঁ আর কবিগিরি ছুইটা গেছে। হাতের কাজটা শেষ হইলে আবার স্কেচবুকটা নিয়ে বসে পড়ার ইচ্ছা আছে। ডাক্তারীকে বুড়ো আঙুল দেখায়া লাইফ আবার ইন্টারস্টিং করে ফেলেন।
আমরাই লাইফকে ইন্টারেস্টিং করি, লাইফ আমাদের ইন্টারেস্টিং করে না। 😛
সুরভী আপা? 😮 😮
তৌফিক, মাথা ঠিক আছে? কোন শক্ত পানীয় পান করো নাই তো? 😛 😛
:khekz: :khekz:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিবের দাঁত কেলানি দেইখা আর চুপ থাকা গেল না। তানভীর ভাই, সুরভীরে আপা ডাকছি ক্ষাত্রধর্ম(শিভলারির বাংলা কি?) বজায় রাখতে। 😀
হ... দেন দেন গ্যাটিস দেন... আমরা কিসু মনে করতেসি না ... :khekz:
ব্যাপার না, তৌফিক ব্যাপার না
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সুরভী,
ব্লগে সুস্বাগতম :hatsoff:
সামিয়া অনেকদিন ধরে একা এমজিসিসি কে টানছে। সেলিনা আপুকেও দেখছিনা অনেকদিন। আশা করি নিয়মিত থাকবে।
সিসিবিতে স্বাগতম ভইন :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
সুরভী, তুমি আমার হাউসে আমার ব্লক এ ছিলানা? আমাকে চিনতে পারসো? আমি class-11 এর first term এ চলে গেসিলাম।
ত্রিমিতা আপা???? 😮 :hug: :party: 😡 :awesome:
আপনাকে দেখে খুবব ভাল লাগল।