হেলো এভ্রিওয়ান

প্রিয় ভাই ও বোনেরা,

আমি এই লাইন-এ নতুন। আমার এক জেসিসিয়ান বন্ধু সাজেস্ট করল আসতে, তাই এলাম। শুনেছি খুব ইন্টারেস্টিং প্লেস এটা। দেখি কেমন… যদিও আমি বিশ্বাস করি এটা অবশ্যই ইন্টারেস্টিং; ক্যাডেট-দের কোনকিছু ইন্টারেস্টিং না হয়ে যায়না!

আমার জীবনের সব ইন্টারেস্টিং ব্যাপারগুলো এই ডাক্তারি পড়া খেয়ে ফেলেছে। এত পড়া, এত পড়া… একেবারে চিড়েচ্যাপ্টা হয়ে যাচ্ছি। সামনে ফাইনাল প্রফ, সুতরাং বেশী আসা হবেনা। তবে ইচ্ছা আছে, ফ্রি হলে ঠিক-ই রেগুলার হব।

সবাইকে অগ্রীম ভাষা দিবস-এর শুভেচ্ছা।

৪,৬৯২ বার দেখা হয়েছে

৬৭ টি মন্তব্য : “হেলো এভ্রিওয়ান”

  1. জিহাদ (৯৯-০৫)

    আরি! ব্লগে দেখি নতুন মানুষ!!

    এই রকিব, রকিইইইইব... তাড়াতাড়ি এককাপ চা দে তো 😡

    ব্যাপার নাহ। টাইম পাইলে আইসেন আমাদের ব্লগে। চিড়ে চ্যাপ্টা থেকে আবার "যেমন ছিলে" হয়ে আগের আয়তনে ফিরে যাবেন তাহলে আশা করা যায় :tuski:

    ব্লগে স্বাগতম।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    ভইন আইয়া যখন পড়ছ, তখন টাইট হইয়া বও, কোথাও যাইও না।

    স্ল্যামডগ চা দিব, বিল দিব সানা ভাই, ইউসুফ ভাই চা খাইতে নিষেধ করতে পারে, কিপটা মানুষ, মাথা নিচু কইরা শুনবা এর পর ভুইল্যা যাইবা।

    আর একটা অসাম্প্রদায়িক টিপস দিমু কিনা ভাবতেছি 😕

    না থাক ঝ্যাং ঝুন আইসা কইব অইটা


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    কি ব্যাপার রকিব গেল কই?
    রকিইইইইইইইইইইব, ইরানী মেয়ের তোর এত কি? x-( x-(
    তোর বড় বোন আসছে আর তুই এখনও চা আনছ নাই? 😡 😡

    সুরভী, আস্তে আস্তে সময় নিয়ে এখানকার লেখা আর মন্তব্যগুলা পড়তে শুরু কর, তাহলে দেখবা ঠিক-ই রেগুলার হয়ে গেছ।

    ওয়ান্স এ ক্যাডেট, অলওয়েজ এ ক্যাডেট।

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)
    আমার এক জেসিসিয়ান বন্ধু সাজেস্ট করল আসতে

    গাছের ডাল ধরে আগমন শুভ হউক। শুভ লেখালেখি। মহান সে বৃক্ষের নাম ঝাতি ঝান্তে চায়। :grr:

    আমি এই লাইন-এ নতুন।

    ভইন কি রেলগাড়ি নিকি ?? :-B


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. টিটো রহমান (৯৪-০০)
    নামঃ আইরিন জামান সুরভী
    ক্যাডেট নামঃ জামান

    কলেজ অথোরিটি পারেও x-( ~x( :bash:
    একটা মেয়েরে সারা জীবনের জন্য ছেলেদের নাম বহন করতে হবে। যদিও ওরা সবাই আসল নিকেই পরস্পরকে ডাকে.....

    যাই হোক
    স্বাগতম ব্লগে
    বেশি লেখার টাইম না পাইলে মেডিকেলর নোটগুলাই স্ক্যান কইরা দিও। তবু লিখো কারণ একা সামিয়া আর কত টানবে....


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  6. সামিয়া (৯৯-০৫)

    :hug: :hug: :hug:
    সুরভী আপা......কেমন আছেন??? আপনি আসছেন খুব ভাল হইছে, আপনিও আবার হারায় যেয়েন না, এমজিসিসিরা খালি হারায় হারায় যায় 🙁
    আপনি মনে হয় চিনবেন না, আমি সদাচার, আবার চিনতেও পারেন, বদমাইশ ছিলাম, :duel: এখন ভাল হয়ে গেছি অবশ্য O:-)
    আপা নিয়মিত লিখে যেয়েন প্লীজ, আর এক্ষুনি এই ব্লগে ময়মনসিংহ বিভাগ লাগায় দেন :grr:
    আমার যে কি খুশি লাগতেছে, আপনার ক্যাডেট নম্বর আমার ঠিক একশ আগের :awesome:
    ২৭ জিন্দাবাদ
    ঐ রকিব, আপাকে চা দে, সাথে চানাচুর মাখা আনবি, নে তিনটা ক্যাডবেরী খেতে খেতে যা।

    জবাব দিন
  7. ইয়ে সুরভি,জেসিসিয়ান বন্ধুটার নাম কি "আ" দিয়া শুরু?আমাকে চিনতে পারছ?আমার আসল নাম মাসরুফ,ওই যে খুলনাইয় থাকতে প্রায় রেগুলার আ এর সাথে ঝগড়া মিটমাট করে দিতাম 😀

    জবাব দিন
  8. বন্য (৯৯-০৫)

    সুরভী আপা...আপনাকেও ভাষা দিবসের শুভেচ্ছা..এই দিবসটি নিয়ে আপনার অনুভূতি নিয়ে একটা ব্লগ দেন প্লিজ.... :guitar: :guitar:
    ব্লগে সুস্বাগতম....অবশ্য একটু পর সানা ভাই আপ্নেরে ফ্রন্টরোল আনুষ্ঠানিক স্বাগতম জানাবে.... :grr: :grr: :grr:

    জবাব দিন
  9. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    আমি এই লাইন-এ নতুন। আমার এক জেসিসিয়ান বন্ধু সাজেস্ট করল আসতে, তাই এলাম। শুনেছি খুব ইন্টারেস্টিং প্লেস এটা। দেখি কেমন… যদিও আমি বিশ্বাস করি এটা অবশ্যই ইন্টারেস্টিং; ক্যাডেট-দের কোনকিছু ইন্টারেস্টিং না হয়ে যায়না!

    আমার জীবনের সব ইন্টারেস্টিং ব্যাপারগুলো এই ডাক্তারি পড়া খেয়ে ফেলেছে। এত পড়া, এত পড়া… একেবারে চিড়েচ্যাপ্টা হয়ে যাচ্ছি। সামনে ফাইনাল প্রফ, সুতরাং বেশী আসা হবেনা। তবে ইচ্ছা আছে, ফ্রি হলে ঠিক-ই রেগুলার হব।

    সুস্বাগতম সুরভী ভইন। ঝাক্কাস!! এক্কেবারে রেডিও ফূর্তির আরজে!!
    তো ভইন ব্লগের সবচেয়ে বড় ভাইয়ের সম্মানে বেশি না, মাত্র ১০টা :frontroll: দিয়া ফালাও। বুয়েটের মাস্টর আপাটা যে কই গেল? গুনতির কাজডা করবো কেডা!! ~x(


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  10. তৌফিক

    স্বাগতম সুরভী আপা।

    আমার জীবনের সব ইন্টারেস্টিং ব্যাপারগুলো এই ডাক্তারি পড়া খেয়ে ফেলেছে।

    ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করার পর আমার ছবি আকাঁ আর কবিগিরি ছুইটা গেছে। হাতের কাজটা শেষ হইলে আবার স্কেচবুকটা নিয়ে বসে পড়ার ইচ্ছা আছে। ডাক্তারীকে বুড়ো আঙুল দেখায়া লাইফ আবার ইন্টারস্টিং করে ফেলেন।

    আমরাই লাইফকে ইন্টারেস্টিং করি, লাইফ আমাদের ইন্টারেস্টিং করে না। 😛

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।