কতদিন মাকে জড়িয়ে ধরি না,
কতদিন মায়ের গায়ে নাক ডুবিয়ে,
মিষ্টি মিষ্টি মা গন্ধটা নেই না,
হয় না মায়ের গায়ের ওম চুরি করা,
হয় না আর করা খুনসুটি গুলো,
আবোলতাবোল আবদার-বায়না,
হয় না খাওয়া
মায়ের হাতে মাখানো ভাত,
মনের কোনের ছোট্ট ছেলেটা যে কেঁদে মরে,
সে যে বড় হতে চায় না,
সারাজীবন সেই ছোটটি থাকতে চায়,
মায়ের ছেলেটি হয়ে নিশ্চিন্তে ঘুমাতে চায়,
বল সে কি পাপ,
হল নাই বা সে সবার মত,
হল নাই বা সে কোনদিন বড়,
তাতে যে তার লজ্জা করে না,
সে যে বড় হতে চায় না,
সারাজীবন সেই ছোট্টটি থাকতে চায়,
মায়ের ছেলেটি হয়ে নিশ্চিন্তে ঘুমাতে চায়,
মায়ের গায়ে পা-টা তুলে…
৭ টি মন্তব্য : “মায়ের ছোট্ট ছেলে”
মন্তব্য করুন
ভালো থাকা অনেক সহজ।
তোমার মাকে নিয়েও কিছু লিখে ফেল... 🙂
:awesome:
আয় নাচানাচি করি এই দুঃখে
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
মানুষের দুঃখে নাচানাচি করা ভালু না... 😛
মায়ের বড় ছেলেদের নিয়ে কেউ কিছু লেখে না। 🙁
এটাতে সম্পর্কের হিসেবে ছোট-বড় মুখ্য না... বয়সে বা সম্পর্কে যত বড়ই হয় না কেন... মায়ের কাছে ছেলে যেমন সারাজীবন ছোটই থাকে... ছেলের মনেও মায়ের প্রতি ছেলেমানুষি এক ভালবাসা, মায়ের সান্নিধ্যে থাকার একটা ব্যাকুলতা থাকে... সেটাই ফোটানোর চেষ্টা করেছিলাম... মনে হয়না সফল হয়েছি... 🙁
পেট্রল্লিং এ যা =))
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার