আমার হৃদয়ে বয়ে চলে
ক্ষুব্ধ জলপ্রপাত,
ঝলসে ওঠে এক টুকরো স্মৃতি;
আমি ডুবে যাই অন্য সময়ে।
অসহায় পরে থাকে
ভুল শব্দের গাঁথুনি;
কে দেবে আমায় এক খন্ড
শাদা মেঘ,
অথবা এক পশলা বৃষ্টি।
অসহায় চোখে তাকিয়ে থাকে
রাতের পাখিরা;
সময়ের সাথে
আমাকে ফিরে যেতে দাও,
কাক ডাকা ভোরে।
আমাকে ফিরে যেতে দাও,
আমাকে নিথর পড়ে থাকতে দাও।
আমাকে স্থির হতে দাও।
শুধু একবার এবং শেষবার।।
জেসিসি আপ আপ... 😀 :thumbup: :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শাকিল ভাই রে সশস্ত্র সালাম দিয়া লই... কলেজ ভাই বইল্যা কথা...
শাকিল ভাই, ব্লগে স্বাগতম... :clap:
আমি ৩২তম ইনটেক (৯৫-০১) এর...মনে নাও থাকতে পারে... :dreamy:
আপনার সাথে সেভেনে থাকতে দাবা খেলছিলাম... B-) :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀 এখন আমি ক্যাম্নে চিনামু নিজেরে?
শাকিল ভাই, ব্লগে স্বাগতম
আমি নতুন কেউ আসলে উনারে চা খাওয়াই। 😀
এই কে আছিস? এইতো জুনা আছে...।
যা, শাকিল ভাইয়ের জন্য এক কাপ চা নিয়া আয়। 😉 😉 😉
হ জুনা ভাই। হারি আপ।
আমি এই চান্সে শাকিল ভাইয়ের সাথে একটু দাবা খেলি :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
বিলাডি...সিনিয়র রে কয় হারি আপ??? x-(
যা তুই লং আপ হওয়া অবস্থায় চা নিয়া আয়... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এমনি এমনি লং আপ না ........এক্কেরে লুঙ্গি পইড়া লং আপ 😀 ।
Life is Mad.
এত রাইতে চা কই পামু... 🙁
দাঁড়ান দেখি জুনিয়র কে আছে... B-)
পাইছি... 😀
জিহাদ, রায়হান...যাও দুজনে গল্প করতে করতে সামনের মোড়ের দোকান থেকে চা নিয়ে আস... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কি ব্যাপার জুনা?
আমার দোস্ত আসছে আর এখনও চা আসে নাই?? x-( x-(
জিহাদ রায়হানরে চিনলামনা, কামরুল আমারে জানাইছে তোরে নাকি কইছে, চা কোথায়য়য়য়য় x-( 😡 :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
জিহাদ, রায়হান...আর্মি ভাইএর শর্টটার্ম মেমরি লস হইছে... 🙁
জলদি ডাক্তার ডাক...
আহারে বেচারা... :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জিহাদ আর রায়হানের ছবির নিচে my juniorও তো লেইখা রাখে নাই। শার্ট খুইলা দেখ তো বডিতে কিছু লেইখা রাখছে নাকি? :grr: :grr:
বডিতে শুধু লেখা আছে 'ফৌজিয়ান'... :-B
তাই উনি নিজেরে আর্মি অফিসার ভেবে মার্চ করে বেড়াচ্ছেন আর যারে তারে উল্টা-পাল্টা কমান্ড করতেছেন... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনাআআআ :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
কামরুল ভাই, আপনার কই??? 🙁
ফৌজিয়ান ভাই তো দুই হাতরে বন্দুক বানায়া সমানে গুলি করতেছে... :bash:
তাড়াতাড়ি ডাক্তার নিয়ে চলে আসেন...নাইলে কখন বন্ধুক ফেলায়া কম্ম্যাট শুরু করবে...তাইলে আমি গেছি... 😕
তবে আশার কথা হচ্ছে, উনি আমার নাম মনে রাখছেন...তারমানে ভাল হইলেও হইতে পারেন... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভালোই মকরামি শিখছোস দেখি x-(
চা না আইনা ডাউট দিয়া বেড়াইতাছস, :grr:
দাড়া, কালকে লাঞ্চের পর পান্থপথে রিপোর্ট করবি :grr: :grr:
:gulli2: করুম
সংসারে প্রবল বৈরাগ্য!
চিন্তা করিস না, ১৫ মিনিট পরে সব ভুইলা যাবে। 😀 😀
আমার নামটাই খালি ওনার মনে আছে... 🙁
কিন্তু কেন যে আমারে এফএম রেডিওর রিপোর্টার ভাবতাছে... 🙁
উনি কি মনে করছেন আমি পথে পথে ঘুরি আর ঢাকার রাস্তার আপডেট রেডিওতে জানাই...???? :-B
লোকটার জন্য খুব খারাপ লাগতাছে... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
চেনাতে হবে না। আমাদের common identity তো আছে। আমরা সবাই connected আর চা জটিলতায় না গেলেও চলবে 😉
তোমাকে চিনতে পেরেছি! এখনো দাবা খেলো?
নাহ্, কলেজেই লাস্ট... :no:
আপনি আছেন কেমন??? :-B
সিসিবিতে তো জেসিসি দলে ভারী হয়ে উঠছে... 😀 B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি ভাল আছি। 🙂 আমাদের এমনি স্বজনপ্রীতি একটু বেশী বলে সুনাম আছে 😀 কাজেই চুপ থাকা ভাল 😉
দোস্ত, ব্লগে স্বাগতম :boss: :hug: :hatsoff:
পরে পরিচিত হমুনে 😛
আরেকজন (৯২-৯৮) পাওয়া গেল :awesome: :tuski: :guitar: :party:
শাকিল দোস্ত, সিসিবিতে স্বাগতম বন্ধু :hug: :hug:
প্রার্থনা কাব্য দিয়ে শুরু করলি 🙂 :thumbup: :thumbup:
চলতে থাকুক লেখা, যে কোনো রকম, যে কোনো বিষয়ে :clap: :clap:
আরেকজন ৯২-৯৮ পাওয়া গেছে :awesome: :awesome: :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
আসলেই অন্যরকম ভালো লাগা!
রহমান দোস্ত কথা হবে....
ওয়ে ওয়ে ওয়ে :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
আরও একজন ১৯৯২-১৯৯৮... :clap: :clap: ।
স্বাগতম বন্ধু :hug: :hug: ।
Life is Mad.
সায়েদ ধন্যবাদ >:D<
:hug:
দোস্ত, যাকে জবাব দিচ্ছিস, তার কমেন্টের নিচে "জবাব দিন" লিংকে ক্লিক করে জবাব দিবি তাহলে আর আলাদা বক্স তৈরী হবে না। তুই এখানে নতুন তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে 🙂 ।
নিয়মিত থাকিস কিন্তু সিসিবিতে :guitar:
আসলে আমি আজ 1st log in করলাম। লেখালেখি একদম হয় না বললেই চলে। আর এভাবে বাংলা লেখার অভ্যাসটা নতুন। তাই reply দিতেও দেরী হচ্ছে। regularly participate করতে চেষ্টা করব 🙂
সাবাস বন্ধু :clap: । চেষ্টা থাকলেই হবে, আর কিছু লাগবে না। ই-মেইল আইডিটা দিস। মেইলে/মেসেঞ্জারে বাকি কথা হবে 🙂
লক্ষণ তো ভালো না শাকিল ভাই! কেমন যেন কষ্ট কষ্ট টাইপ ব্যাপার!
ব্লগে স্বাগতম ভাইয়া। :hug:
আশা করি এখন থেকে নিয়মিত আপনার কবিতা ও গল্প পাব।
হাহাহা...লক্ষণ ভালো বলেই তো ব্লগে... 😉
শাকিল ভাই স্বাগতম ব্লগে। :party: :ahem:
খাড়ান :just: গার্ড অব অনার দিয়া লই :salute: :salute:
সাথে গুল্লি ধবনি :gulli2: :gulli2: :gulli2:
shakil,
shesh porjonto aila tumi... 😀 daroon!!!
আজীজ ভাই, আপনে তো আমগো ভুইলাই গেছেন... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই টান কি উপেক্ষা করা যায়??? 🙂
are na vuli nai re bhai..last 2/3 month dhoira birat jhamelar moidhe asi....but blog pori shob shomoi...time koira uthte partasi na lekhar..tomagore kamne bhuli ??? shakil kisuta jane 🙂
এই কে আছিস ? এইতো জুনা আছে...
যা আজিজ ভাইয়ের জন্য এক কাপ চা নিয়া আয়। 😉
ব্লগে সু-আগতম।
চা খাইছ, টেষ্ট কেমন ছিল, চিনি লিকার ঠিকঠাক?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না