পয়েন্ট

এই নিয়েছে ঐ নিল যাহ্‌ ! পয়েন্ট নিয়েছে কেড়ে,
লাগলে ধরব জীবন বাজি, পয়েন্ট দেব না ছেড়ে।
কাজের পিছে ছুটি আমি, ভেঙে পায়ের জয়েন্ট,
লাফিয়ে পড়ে ধরতে হবে মাটিতে পড়া পয়েন্ট।
কাজের মাঝে কাজের চেয়ে হিসেব করি যত,
বছর শেষে কার ঝুলিতে জমল পয়েন্ট কত।
না বাড়লে নিজের পয়েন্ট, মারি জোরে ল্যাং
নিচে থেকে জাপ্টে ধরি ঊর্ধগামীর ঠ্যাং।

বসই ধর্ম, বসই কর্ম, বসের খুশীই যথা,
এত পয়েন্ট ধরি তো ভেবে পরিবারের কথা।
মেপে হাসি, মেপে কাশি, মনে সদা ভয়
গেলে যাক আত্মসম্মান, পয়েন্ট তবু নয়।
সারাদিন অফিস করি, রাতেও গলদঘর্ম,
নিন্দুকের নিন্দা ফিরায় আমার গন্ডারচর্ম।
দিনের শেষে আমিই সফল, পয়েন্ট থলি ভরা,
ধরাকে ডেকে অবলীলায় দান করি সরা।

পয়েন্ট যুদ্ধে জয়ী আমি, দেখি ফিরে ঘরে,
মেয়ে আমার ঘুমিয়ে গেছে বহু অপেক্ষার পরে।
বুকের নিচে জাপটে ধরা ছোট্ট একটা খাতা,
পয়েন্ট যুদ্ধের ময়দান তারি প্রতি পাতা।
পয়েন্ট তালিকায় সবাই আছে, কাজের বুয়া ফার্স্ট
বউয়ের পয়েন্ট মোটামুটি, আমার পয়েন্ট লাস্ট।

৬,৫১৪ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “পয়েন্ট”

মওন্তব্য করুন : মহুয়া

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।