ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ব্লগেও তেমন আসা হয়না, মেইল বক্সও চেক করা হয়না, আজকে মেইল বক্স খোলার আগেই বন্ধু মান্না এম.এস.এনে নক করে বলল কিরে, মশিউর ভাই এর খবর জানিস? আমি বললাম, না। কি হইছে ক? উনি তো ইউ.এন মিশনে। ও বললো ,একক (acoc) গ্রুপে যা, আমার ভাল্লাগছে না, কিছু কইতে পারুম না, তুই মেইল দেখ।
এই মুহুর্তে আমিও বেশি কিছু বলতে পারব না,আমার সারা শরীর কেমন যেন ভারি হয়ে আসছে.। চোখের সামনে ভাসছে ….কাপ্তাই লেক, ক্রিকেট মাঠ, মশিউর ভাই আর ভাবির রিসেপশন, তারপর মশিউর ভাই এর একটা ফুটফুটে পরির মত মেয়ে, আর আমি দেশ ছেড়ে আসার আগে উনার সাথে শেষ দেখা, মশিউর ভাই তখন MIST থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে এসেছেন। আর আজকের এই অপ্রত্যাশিত মেইল ।
মশিউর ভাই কুমিল্লার ১০ম ইন্টেকের।
ভয়াবহ রকমের ব্রেইন টিউমারে (Glioma) আক্রান্ত হয়ে মশিউর ভাই মৃত্যুর সাথে লড়ছেন।
এর বেশি কিছু লিখতে পারছি না ,আপনারা সবাই শুধু উনার জন্য একটু দোয়া করবেন..
Condition of Maj Moshiur / Rahman vai is very very bad which is beyond imagination. Doctor advised UN auth to re-unite him with his family at the earliest poss time. one air amb with ICU facilities is made aval for him to travel from Pretoria to Dhaka. Maj Zami, Contingent comd is going to accy him as directed by the FPM. OC is leaving today or tomorrow for Pretoria. Maj Moshiur has got very critical problems. I am att the med report for ur better consumption. But one req, if anyone has got any contact with moshiur vabi or his father (retd Brig Gen) pl do not let them know.
I pray from my deppest heart for Cap Moshiur for relief of pain and also pray almighty Allah for his family members to get rid of pschylogical pain at this moment.It is actually very unfavorable brain tumor of adult act like a ‘PYTHON’ which engulf entire brain. Actually in book, it has been written it affects in 4th decade, but unfortunately this young promising younger brother. There are 4 grading according to WHO, it is the deadliest form of brain tumor (Glioma) which actually die within 8 months after the diagnosis.Let us pray all for Capt Moshiur.
পুরো সিসিবি পরিবারের প্রার্থনা মশিউর ভাইয়ের সাথে আছে।
সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ভাইয়া, খুব তাড়াতাড়ি।
কি লিখব...ভাষা খুঁজে পাচ্ছি না 🙁 🙁 ।
আল্লাহ আমাদের সহায় হোন।
Life is Mad.
দুঃখজনক
ভাই মনটাই খারাপ হয়ে গেল। 🙁
শুভ কামনা
সাতেও নাই, পাঁচেও নাই
প্রার্থণা ছাড়া আর কিই বা করার আছে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অনেকদিন পরে সিসিবিতে এসে প্রথমেই এই লেখাটি চোখে পড়লো...!!!! তাও আমার পরিচিত একজনের সম্পর্কে। মশিউরের সাথে আমার সর্বশেষ দেখা হয়েছিল এবছরেরই শুরুর দিকের কোন একটা সময়ে মিরপুরে। বিএমএ'তে ও চিনতাম ওকে। আর একারণেই হয়তো ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে।
আমাদের এখানে আজ গ্যারিসন মসজিদে জুম্মার নামাজের পরে মশিউরের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।
জ়ানিনা ঠিক কি বলবো। "আল্লাহ, মশিউরের জন্য যা মংগলজনক, তাই তুমি করো।"
মশিউর ভাই যেন ভালো থাকেন।
অনেক প্রার্থনা ও শুভকামনা রইল...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মশিউর ভাইয়ের জন্য স্রষ্টার কাছে অন্তর থেকে দোয়া করছি। আল্লাহ উনাকে সুস্থ করে তুলুন।
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মশিউরের জন্য শুভকামনা। এর বেশি আর কিইবা করতে পারি!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দোআ রইল । আপডেট জানাবেন ।
খুব মন খারাপ হলো খবরটা পড়ে।
আলদীন, এককের মেইল ফলো করি না অনেকদিন হয়, তুই পারলে এখানে আপডেট জানাইস।
www.tareqnurulhasan.com
আল্লাহ উনার ভালো করুক
Maj Moshiur left us forever. I was in Goma and he was in Kavumu. On 31 October 2008 morning I saw him in Goma. He came to Level-III hospital. He came with very little preparation. So, immediately I went to Kavumu to take over the command of Maj Moshiur's detachment. Who knew that those little preparation was more for him. Still I am safeguarding his luggages. I am typing and am having a glance at his luggages and books specially Quran Sharif. Once we will return home, we will go to bhabi and hand over his belongings. What will we tell to bhabi to console her? Can anybody please tell?
আমরা কেউ বোধহয় বলতে পারব না। মশিউর ভাইয়ের নিত্য ব্যবহার্য জিনিসপত্র তার পরিবারকে ফিরিয়ে দেয়ার সময় সান্ত্বনা হিসেবে কি বলা যেতে পারে সেটা ভাবাও বোধকরি সম্ভব নয়। তারপরও আশাকরি, আপনাদের দেখে তাঁর পরিবারের লোকজন ভেঙে না পড়ে বরং আরও সাহস পাবেন, এই সাহসটাই তো এখন তাদের বেশী দরকার।