হৃদয়ের গল্প

আমার হৃদয় কপাট রেখেছি খুলে
চারিধারে তার হা হা করে শূণ্যতা
সুনীল নয়না চোখ রেখে ফোটা ফুলে
জেনে গেছে নাকি ভালোবাসা পূণ্য, তা?

আমার হাতের আংটি রেখেছি তুলে
কোনদিন কেউ হাতে রাখে হাত যদি
এলোমেলো ভেলা কার মনে ওঠে দূলে
কেউ ভাবে নাকি পার হবে ভরা নদী

আমার হৃদয়ে জমা আছে ভালবাসা
হাতের তালুতে রাখা আছে মালাখানি
তোমার চোখে যে ঝলমলে রঙ ভাষা

তুমিই পরাবে এই মালা আমি জানি

১,৩২৭ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “হৃদয়ের গল্প”

  1. মোস্তফা (১৯৮০-১৯৮৬)

    নিয়ম মেনে রুদ্ধদল (closed syllable) পাবে ২ মাত্রা, মুক্তদল (open syllable) পাবে ১ মাত্রা। একটু কান পাতি,

    আ(১)মার(২) হৃদয়(৩) ক(১)পাট(২) রেখেছি (৩) খুলে (২)-মোট ১৪ মাত্রা
    চারিধারে (৪) তার (২) হা হা করে (৪) শূণ(২)নতা(২)--মোট ১৪ মাত্রা
    সু(১)নীল(২) নয়না(৩) চোখ(২) রেখে(২) ফোটা ফুলে(৪)--মোট ১৪ মাত্রা
    জেনে(২) গেছে(২) নাকি(২) ভালোবাসা(৪) পূণ(২)নতা(২), তা?(১)--মোট ১৪ মাত্রা

    পারফেক্ট!


    দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ

    জবাব দিন

মওন্তব্য করুন : সাইদুল (৭৬-৮২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।