আমার হৃদয় কপাট রেখেছি খুলে
চারিধারে তার হা হা করে শূণ্যতা
সুনীল নয়না চোখ রেখে ফোটা ফুলে
জেনে গেছে নাকি ভালোবাসা পূণ্য, তা?
আমার হাতের আংটি রেখেছি তুলে
কোনদিন কেউ হাতে রাখে হাত যদি
এলোমেলো ভেলা কার মনে ওঠে দূলে
কেউ ভাবে নাকি পার হবে ভরা নদী
আমার হৃদয়ে জমা আছে ভালবাসা
হাতের তালুতে রাখা আছে মালাখানি
তোমার চোখে যে ঝলমলে রঙ ভাষা
তুমিই পরাবে এই মালা আমি জানি
ভাল লাগল ভাই। চন্দ্রবিন্দুটাকে বিদায় দেয়া যেতে পারে।
পুরাদস্তুর বাঙ্গাল
অশেষ ধন্যবাদ । চন্দ্রবিন্দুকে আল বিদা
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ ভাই 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
ছন্দের কারুকাজ দেখে চমৎকৃত হলাম....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ পারভেজ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ভালো লাগলো।
শুনে আনন্দিত হলাম
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
:clap: :clap: :clap: :clap:
ধন্যবাদ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
নিয়ম মেনে রুদ্ধদল (closed syllable) পাবে ২ মাত্রা, মুক্তদল (open syllable) পাবে ১ মাত্রা। একটু কান পাতি,
পারফেক্ট!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
*সংশোধন
জেনে(২) গেছে(২) নাকি(২) ভালোবাসা(৪) পূণ(২)নতা(২)?(১)--মোট ১৪ মাত্রা
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
গুরু
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
হে গল্পের যাদুকর, কবিতায়ও তুমি কি সুন্দর করে গল্প বলে যাও! ছন্দেও ত্রুটিহীন। বড়ই চমৎকার!
:clap: :clap: :clap:
স্যার, আপনার মন্তব্যে বরাবরের মতই অনুপ্রাণিত হলাম
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান