তারার ছড়া

ঝিকিমিকি ঝিকিমিকি তারগুলি ওই
কীভাবে যে জ্বলে নেভে ভেবে সারা হই
পৃথিবী ছাড়িয়ে ওই দূর নীলিমায়
হীরের বকুল যেন আকাশের গায়

Twinkle, twinkle little star….

১,০১৫ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “তারার ছড়া”

  1. পারভেজ (৭৮-৮৪)

    সবই ঠিক আছে।
    তৃতীয় লাইন পড়ার সময় সু আর দুর আলাদা করে না পড়লে ছন্দটা মিস হবে।
    কিন্তু সুদুর তো একই শব্দ, পাঠক (শিশুরা) তা আলাদা করার কথা বুঝবে কিভাবে?
    ঐ দুর করলে কেমন হয়?


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. মোস্তফা (১৯৮০-১৯৮৬)

    চমৎকার!
    ধরা যাক আরো কিছু কৈশোর এবার...
    শেষ চরণটি পড়ে আমার মনে আরেকটি চরণের জন্ম হলো,

    Like a diamond in the sky
    হীরের বকুল যেন আকাশের গায়

    তবে 'হীরের বকুল' রূপকটির ব্যবহার হতে হবেই হবে। (সম্পাদিত)


    দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।