ছয়টি তারে পাঁচটি আঙুল
বাজিয়ে দিলাম সুর,
একটি তারে ঝুমকা বাজে
একটিতে নূপুর।
একটি তারে ঠমক-ঠামক
বিছায় আলোড়ন,
একটি তারে রেশমি চুড়ি
উদাস করে মন।
একটি তারে সুখ-দুঃখে
জড়িয়ে থাকার পণ,
আর একটি তারে ভালোবাসি
তাকেই অনুক্ষণ।
ছয়টি তারে পাঁচটি আঙুল
বাজিয়ে দিলাম সুর,
একটি তারে ঝুমকা বাজে
একটিতে নূপুর।
একটি তারে ঠমক-ঠামক
বিছায় আলোড়ন,
একটি তারে রেশমি চুড়ি
উদাস করে মন।
একটি তারে সুখ-দুঃখে
জড়িয়ে থাকার পণ,
আর একটি তারে ভালোবাসি
তাকেই অনুক্ষণ।
বাহ্! দারুন তো?
লাইনগুলা বেশি দূরে দূরে, কন্টিনিউইটিতে কেমন একটা প্রবলেম হচ্ছে যেন......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ ভাই, লাইনের মাঝে দূরত্ব কমানোর চেষ্টা করলাম কিন্তু এডিটরে কোন টুলস খুজে পেলাম না।
এডিটের দুইটা অপশন আছে: ১) দৃশ্যমান, ২) লিখা
"লিখা" অপশনে ঢুকে এন্টার কমিয়ে দিলেই হবে।
এইরকম:
ছয়টি তারে পাঁচটি আঙুল
বাজিয়ে দিলাম সুর,
একটি তারে ঝুমকা বাজে
একটিতে নূপুর।
একটি তারে ঠমক-ঠামক
বিছার আলোড়ন,
একটি তারে রেশমি চুড়ি
উদাস করে মন।
একটি তারে সুখ-দুঃখে
জড়িয়ে থাকার পণ,
আর একটি তারে ভালোবাসি
তাকেই অনুক্ষণ।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অনেক ধন্যবাদ ভাই...... 🙂
সুন্দর হয়েছে
মনখানি ভরেছে
আর আরো
কবিতা বানান
বেসি বেসি
পোস্ট পাঠান 🙂
অনেক ধন্যবাদ, কবিতা যখন আসে, লিখে ফেলি, আর যখন লিখি তখন সাধারণত এখানে পোষ্ট দিই।
আহারে!
বুকে চিনচিনে জ্বালা ধরে গেল।
চ্যারিটি বিগিনস এট হোম
ভাই, আপনি গাতক মানুষ, জ্বালা তো ধরবেই...... 😛