দুঃখবিলাস

দুঃখ পেতে কেমন লাগে?

দুঃখ আমার নাই,

সুযোগ পেলে দুঃখীজনের

দুঃখ বেচে খাই।

 

গাড়ি বাড়ি আছে আমার

আছে হালের ফ্যাশন

দুঃখ বেচার দোকানদারী

আমার লেটেস্ট প্যাশন।

 

পান্তা ইলিশ বড়ই মজা

হালের সাথে যায়,

নুন আর ঝালে সারাবছর

কেমন করে খায়?

 

দুঃখ নিয়ে লিখছি অনেক

যাচ্ছি বনে কবি

দুঃখী লোকের ছবি তোলা

আমার নতুন হবি।

 

দুঃখ পেতে কেমন লাগে?

আমায় বলো ভাই

শখের বসে একটু- আধটু

দুঃখ পেতে চাই।

২,৪২০ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “দুঃখবিলাস”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    একটি গল্প মনে পড়ল।
    একজন বিশাল বড়লোকের ছোট্ট ছেলে তাদের বিলাসবহুল গাড়িতে করে রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ করে এক ভিক্ষুককে দেখতে পেল। ভিক্ষুক মহিলার পাশে দেখা গেল একেবারে গা লিকলিকে, কাঠির মতন শুকনো একটা ছেলে!

    বড় লোকের ছেলেটা সেটা দেখে বলল,
    -ড্যাডি, ঐ বেবিটা এত শুকনো কেন?
    -কারণ, ওরা অনেক গরীব তো, ঠিক মতন ভাত খেতে পারে না...
    -ভাত না পেলে পিৎজা, বার্গার খেলেই তো পারে!!!
    -----------------------------------------

    দুঃখবিলাস অনেক ভাল লাগল, ভাই! 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।