আমার দুরন্ত আকাশ
বাঁধা পড়ে গেছে সময়ের ফ্রেমে,
নীল শেকলে বন্দী আমার
শুভ্র মেঘের ডানা।
এখানে তারারাও জ্বলে নেভে
সময় মেপে মেপে,
বিষণ্ণ চোখে চেয়ে থাকে
এক ফালি চাঁদ।
কখনও কখনও এখানে ওড়ে
এক ঝাঁক পাখি,
কিংবা গোটাকয় রঙ্গিন ঘুড়ি
আমি চেয়ে থাকি, নিষ্প্রাণ- অপলক।
" এখানে তারারাও জ্বলে নেভে
সময় মেপে মেপে,
বিষণ্ণ চোখে চেয়ে থাকে
এক ফালি চাঁদ। "
সবশেষে নিষ্প্রাণ অপলক চেয়ে থাকা ...
কেনো এই পাখী ও রঙ্গিন ঘুড়ি ছাপিয়ে বিষন্নতা !
একটু বিষণ্ণতার থিমেই লেখা ভাই, কবির মন তখন একটু খারাপ ছিল............
গ্যাপগুলা বেশী হয়ে গেছে।
কমায়ে দিও।
কবিতা ভাল লেগেছে.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ভাই কি যেন একটা সমস্যা হয়েছে, এডিট করে গ্যাপ কমানোর চেষ্টা করলাম, হয় এরকম বেশি হয় যাচ্ছে, না হয় থাকছেই না......... কবিতা ভাল লেগেছে জেনে ভালো লাগলো.........
সুন্দর কবিতা, ভাল লাগলো :clap:
অনেক ধন্যবাদ ভাই............
শিরোনামটা সুন্দর।
বিষন্ন ভাবনা কবির আকাশটাকে শৃঙ্খলিত করতে পারলেও পাঠকের ভাবনাকে পারেনি। কবিতা পড়ে তাই নীল শেকলে বন্দী শুভ্র মেঘের ডানা, বিষন্ন চোখে চেয়ে থাকা একফালি চাঁদ, কখনো কখনো উড়ে আসা একঝাঁক পাখি কিংবা রঙিন ঘুড়ি ইত্যাদি নিয়ে ভাবতে ভাবতে অনেকটা পথ পাড়ি দেয়া যায় অনায়াসে।
পাঠকের স্বাধীনতা অবারিত ভাই, পাঠকের আকাশ ভালো থাকুক, কবির আকাশকেও শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হত সাহায্য করুক.........