অণু কবিতাঃ এক

এক

এক চুমুতে আগুন জ্বলে

দুই চুমুতে ধূপ

তিন চুমুতে রক্তে দ্রোহ

চার চুমুতে চুপ।।

দুই

ইলেকট্রিক কম্বল কত উষ্ণতা দেবে বলো

প্রেয়সী যখন দূরতম দ্বীপে একা??

তিন

চুমুর চকাসে নিস্তব্ধতা ভাঙে, ভোরের কুয়াশায়!

চার

পূর্বে কাজল চোখে জল,

পশ্চিমে নির্ঘুম রাত।।

৩,৪৯৮ বার দেখা হয়েছে

৪৭ টি মন্তব্য : “অণু কবিতাঃ এক”

  1. পারভেজ (৭৮-৮৪)

    শিহরন জাগানিয়া।
    রোমান্টিকতা সংক্রামক নয় তো?
    আমারও তো মাথার মধ্যে পংক্তি খেলা করা শুরু করে দিচ্ছে।
    কি বিপদ! কি বিপদ!!


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    একটি দুষ্ট চিন্তা মাথায় এলঃ প্রথম কবিতাটি "চুমুর" জায়গায় "চুমুক" চিন্তা করলাম, এরপর পছন্দের পানীয়ের হিসাবে চারটি বসিয়ে দেখলাম একই অবস্থা হবে। অর্থাৎ আগুন, ধূপ, রক্তে দ্রোহ, চুপ! 😛 😛 😛


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।