বন্ধুকেঃ মনে রাখার কিছু

একদিন ঝরা পাতার মত নামহীন নিঃশব্দে
তোমাদের কাছ থেকে ঝরে যাব যখন
পিছনে ফেলে রেখে আমার নিদ্রাহীনতার কয়েকটি ফুল
নতজানু তাই আমি, তোমাদের সুখের অভিসারে।
হে আমার সম্ভাবনা, এক সুখ এর মুখোশে আমি
সে সুখ সংশয়হীন- একা একা!
তোমাদের ছেড়ে যাব…না না, তা কেন ?
আমি আবার আসবো, এই রঙ্গ মেলায়,
রঙের দ্বারা সাজাবো আমার সমস্ত দেহ, মন ও প্রাণকে
হে আমার শোক, আমি অশোক হব।।

( ক্লাস ৮ এ লেখা কবিতা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন )

৮৫১ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “বন্ধুকেঃ মনে রাখার কিছু”

  1. রকিব (০১-০৭)

    ADL !!!!!!!!!!!
    আপনি এইখানে !!!!
    শুভ ব্লগিং সাব্বির ভাই !!!
    বেশি বেশি লেখেন। আপনার প্রতিভা সম্পর্কে আর কেউ না জানলেও আমরা ডর্ম ১২ এর পিচকি পাচকারা তো জানি 😛


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।