অগোছালো পথিক

proyash09_1234547515_1-gontobbo]

কান্ডহীন প্রকান্ড দেহ নিয়ে তার পথচলা
অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল আর সে অমলকান্তি
দু কলমের লেখায় অন্তত কারো বুকে ঠাঁই
আজীবন……………………………….
কিংবা একদিনের জন্য ই হোক
একটি বার তো উচ্চারিত হবে তার নাম…….
……………………………………….
একদিন সে বুনো হাঁস হতে চেয়েছিল
তার অবিরাম স্বাধীনতাকে হিংসে করবে ওরা
আরেকদিন ভেবেছিল দুরন্ত হরিণ হবে
ক্ষুধার্থ কোন বাঘিনীর স্বপ্নে লালিত আর মনে গাঁথা
কিংবা প্রলয়ংকারী ভয়ংকর কোন স্রোত হয়ে
মর্তের বুকে এঁকে দিবে তার আছড়ে পরা ছাপ……।
………………………………………………..
কয়েক শতাব্দি তারা তাকে মনে রাখবে…………।।
………………………………………………।।
একবার সে আগন্তুক হতে চেয়েছিল
সবার কৌতুহলের উর্ধ্বে
অজ্ঞাত কোন অবয়বে তারা মনে রাখুক তাকে.
……………………………………………
পথিক সে আজ
আগন্তুকও
শুধু কারো কৌতুহল নেই তার উপর
অজ্ঞাত তার অবয়ব কেউ মনে রাখে নি……
……………………………………
উপলব্ধিঃ
পথিকদের কেউ মনে রাখে না.।।..।…

১,৪৪৬ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “অগোছালো পথিক”

  1. অমলকান্তি কে বলছি

    অমলকান্তি তুমি হয়ত বা জাননা
    কিনবা পথের ভিড়ে চিনতে পারো নি
    এক ঝাক বুনো হাস তোমাকে অনুসরণে
    উড়ে চলে এসেছি বহুদূর

    সবার কাছে হয়ত তুমি পরিচিত নও
    কিন্ত তাতে কি কিছু এসে যায় অমলকান্তি?
    কিছু বুনো হাস আছে যে তোমার পিছনে
    একবার ফিরে তাকাও,
    দেখবে তাদের চোখে তুমি অমলকান্তি নও
    শুধুই রৌদ্দুর ...........

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।