কি জানি, হবে হয়তো….

একটা কুড়েঘর। সামনে দু’তিন হাত চাল দেয়া বারান্দা মতন। খুটি বেয়ে উঠে যাওয়া অচেনা লতায় ছোট একটা লাল রং এর পোকার অলস হেটে যাওয়া। ঝিরঝিরে বৃষ্টি । একটু ছাট এসে গায়ে পড়ল কি ? কি জানি, হবে হয়তো।
প্রান্তর জুড়ে সবুজ ফসল। একে তো বৃষ্টি ভেজা তার উপর আবার মৃদু বাতাসে দুলছে। ছুয়ে দেখবো নাকি একটু ? ফসল মাঠের সীমানায় জলপাই সবুজ বন । আচ্ছা গাছগুলো কে একে অন্যকে ছুয়ে দেখে কখনো ? ঝড়া পাতা কি ছুয়ে দেখার বিফল প্রয়াস ? কি জানি, হবে হয়তো ।
দূর থেকে হালকা একটা আওয়াজ আসে । কে যেন কাকে খুজছে । গলায় কেমন আকুলতার আভাষ । কারো বিপদ হয়নি তো ? কি জানি, হবে হয়তো ।
কলাপাতা মাথায় আর হাতে গাছকাটা দা নিয়ে কে যেন বনে ঢুকে গেল। আচ্ছা ওই ধারালো দা’টারও কি কাটতে থাকা গাছটার মতো সমান কষ্ট হয় ? কি জানি, হবে হয়তো ।
ধারালো ছুড়িটা কিভাবে যেন হাতে উঠে আসে। দৃষ্টি ঘোলাটে হয়ে যায়। কব্জির এক ইঞ্চি নীচের জায়গাটা কেমন বোকার মত হা হয়ে থাকে। সাদা থেকে লাল হতেও ভুলে যায়। গরম স্রোতটা বৃষ্টির পানির সাথে ঠিকমতো ধুয়ে যাচ্ছে তো? বারান্দাটা নোংরা হলো কি ? কি জানি, হবে হয়তো ।
হাতে খুব বেশি সময় নেই। কত কিছু জানার ছিল। তুষারপাত কি বৃষ্টি থেকে সুন্দর? নরম বরফে হাটলে তো পায়ের ছাপ পড়ে তাই না; বৃষ্টিতে হাটলে কিসের ছাপ পড়ে বলতো? বৃষ্টি নাকি কান্না ধুয়ে নিয়ে যায়, তুষার কি নিয়ে যায় বলতো? কি আশ্চর্য !! পরিচিত একটা ঘ্রান পেলাম মনে হলো !! তুমি কি সত্যি সত্যি চলে এলে নাকি? কি জানি, হবে হয়তো ।
সবসময়ের মত এবারো কি একটু তাড়াহুড়ো হয়ে গেল। কি জানি, হবে হয়তো ।

১,০৪৩ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “কি জানি, হবে হয়তো….”

  1. রকিব (০১-০৭)

    তুষারেও যে পায়ের ছাপ পড়ে তাও পরক্ষণেই ঢেকে যায়, নতুন স্তরের নীচে। 🙁 🙁
    ভালো লাগলো আশিক ভাই।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    চমৎকার লেখাটা একটু দেরিতেই চোখে পড়লো।
    খুব ভালো লাগলো আশিক ভাই।
    ছোট্ট কিন্তু সুন্দর।

    প্রাগৈতিহাসিক একটা সিসিবি স্লোগান দেই এই বেলায় আপনার জন্য - আরো লিখেন, আরো লিখেন :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।