যাবার বেলায়

আমার দুয়ারে শব্দেরা কড়া নাড়ে,
হিমেল বাতাসে কাঁপে সন্ধ্যার ছায়া
অস্ফুটে ডাকে ইশারায় চুপিসারে,
‘আয়, চলে যাই, ফেলে রেখে সব মায়া!

কোথায়, কখন, উড়ে যেতে হবে হুট—
ঝরা পাতাদের তা কি কভু জানা থাকে?
এই পড়ে থাকা, এই দেয়া কোন ছুট,
অচেনা পথের শীতার্ত বাঁকে বাঁকে!

কনীনিকা থেকে সব আলো মুছে ফেলে
হাতড়ে হাতড়ে গোধূলির পথ চলা,
তবু অবিনাশী কিছু প্রেম-অবহেলা
সযতনে রাখে রূপশালী আলো জ্বেলে!

সাঁঝ-বেলা শেষে ক্রমশ অন্ধকারে
মিশেছে কাদের ধুসর-বরণ পথ?
ক্লান্ত-চিত্তে, অবসাদে, বারে বারে
টেনে নেয়া সেথা জীবনের ভাঙা রথ!

আমার দুয়ারে কালো ছায়া কড়া নেড়ে
যতই বলুক, যাবার সময় হলো—
প্রিয় পৃথিবীকে আরেকটু ভালোবেসে
বলব, ‘দেখি তো! ষোড়শী নেকাব তোলো!’

৪,৯৬৪ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “যাবার বেলায়”

  1. পারভেজ (৭৮-৮৪)

    সিসিবি নিয়ে একসময় যে উচ্ছাস ছিল, আজ তা থাকলে এখনি কবিতাটা পড়ে আপলোডাইতাম...
    অন্যদের অনাগ্রহ আমাতেও সংক্রামিত।
    তাই পাঠের প্রবল ইচ্ছা হলেও, তা বাস্তবায়নের ইচ্ছাটা আর সেরকম প্রবল না।
    নিজে নিজেই বার কয়েক পড়লাম, আর প্রতিবারই আগের চেয়ে মুগ্ধ হলাম।

    কবিতাটায় কি একটা যাদু আছে।
    এই যাদুর উৎস কোথায় খুঁজে পাওয়া যায়!!!


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • মোস্তফা (১৯৮০-১৯৮৬)

      আপনার উচ্ছ্বাস হারালে কি করে চলে? কমিউনিটির মধ্যে কেউ একজন থাকে, যে পুরো কমিউনিটির মধ্যে গতি সঞ্চার করে। আপনাকে তেমনই বিবেচনা করি। নীরবতা যে সবক্ষেত্রে অনাগ্রহপ্রসূত তাই না বলি কী করে? কবিতা পড়বার ও সুন্দর মন্তব্য করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।


      দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ

      জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    সুন্দর, যাদুময়, মায়ামাখা, আচ্ছন্ন করা কবিতা। প্রথম আর শেষ স্তবক দুটো অসাধারণ হয়েছে। কবিতার স্নিগ্ধতায় পুরোপুরি মুগ্ধ!
    কবিতা থেকে সুন্দর একটা নতুন শব্দ শিখলাম- কনীনিকা। ধন্যবাদ এমন একটা যুতসই শব্দের সঠিক প্রয়োগের জন্য।
    সিসিবিতে আরো নতুন নতুন লেখা ঘন ঘন আসুক, এটাই চাই। এখন দুটো লেখা দিয়ে প্রায় দু'মাস ধরে বসে থাকতে হচ্ছে। এই ব্লগে আমার বিচরণ বেশী দিনের নয়। তবে এখানে এসে প্রথম প্রথম যাদের লেখা আর মন্তব্য খুব উপভোগ করতাম, তাদেরকে নিয়মিত না পেয়ে খুব মিস করি। তুমিও তাদের একজন, মোস্তফা।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।