কিন্তু তুমি ভুল করেছ
ভুল মানুষের কুলকুলিয়ে চুল পেকেছে
পাকলো না হয়, তোমার তাতে কি যায় আসে?
কোন খেয়ালে আলতো হেঁটে বসলে পাশে!
তোমার কেন ইচ্ছে হবে আটকে যেতে
জালের খোপে মাছের মতো আটকে যেতে
কিন্তু তুমি ভুল করেছ
জালের চোখে জলের নেশা খুঁজতে এসে!
ক্লেশের জীবন শ্লেষের তীরে ছিন্ন হলে
ধুসর দু’চোখ ঠাই খুঁজে পায় অস্তাচলে
জ্বোনাক ফোঁটার সন্ধ্যেবেলায়— রাত্রি নামে;
কিন্তু তুমি ভুল করেছ
চৌদিকে যার নামছে আঁধার নিকষ কালো
দুর্বিপাকে ভরসা তাকে, জ্বালতে আলো?
কিন্তু তুমি ভুল করেছ
কোন খেয়ালে মন দেয়ালে আঁকতে এসে
যাচ্ছ ফেঁসে, তুমি কিন্তু যাচ্ছ ফেঁসে!
সিসিবিতে সুস্বাগতম, ভাইয়া! 🙂 🙂 🙂 🙂
ধন্যবাদ, বোন!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
মোস্তফা ভাই, স্বাগতম! :clap:
সিসিবিতে এসে আপনিও কিন্তু ফেঁসে গেলেন...মায়ার বাঁধনে জড়িয়ে পড়বেন! ;;)
শুভ লেখা-লিখি... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ, ভাই! এ বাঁধন অটুট থাকুক।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
ভাই, ব্লগে স্বাগতম !
কবিতার ব্যাপারে সাধারণত কিছু বলিনা জ্ঞানের অভাবে। তবে নূপুর ভাই, পারভেজ ভাইরা এসে শিগগিরি কিছু বলে যাবে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ, ভাই! কবিতা বুঝতে জ্ঞানের চাইতে বোধকরি হ্রদয়ের প্রয়োজন বেশি।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
ভুল করে ভুল করা খেয়ালী মন
ভুলেই খুশী যদি থাকে অণুক্ষণ
তাতেই জীবন জুড়ে সুখের সন্তরণ ।
জ্বালতে আলো সেখানেই তাই দীপ্র সমর্পণ ।
সিসিবিতে সুস্বাগত ।
অমন পাঠের পীঠে পীঠে
নিত্য দিন
অনিন্দ্য আনন্দে চাই হতে উদ্বেল অবিরত ।
বাহ, জবাবখানা অন্তঃমিলে লাগছে ভালো
মনের দীপে জ্বালছে অরুণ আশার আলো।
ধন্যবাদ, শ্রদ্ধাভাজনেষু!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
সিসিবিতে সুস্বাগতম! :clap:
কবিতা ভালো লেগেছে।
ধন্যবাদ, শ্রদ্ধাভাজনেষু!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
অসাধারণ, অসাধারণ!
মোস্তফা ভাই, আপনার ঝুলিতে এমন অনেক মুক্তা মাণিক জন্মে আছে বুঝতে পারছি।
সেসবের দেখা পাবার আশায়।
সিসিবিতে স্বাগতম।
ধন্যবাদ, ভাই।
ঝুলি ভরা উলুবন, আগাছার ঝোপ। সেখানে মণি-মুক্তোর সন্ধান অযথা কালক্ষেপণের নামান্তর!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
পড়তে দেরী করে ফেলেছি বলে দুঃখিত।
ভাল লাগলো।
আবৃত্তির জন্য খুবই উপযুক্ত।
আমাদের ব্লগিং ভুবনে স্বাগতম...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পারভেজ ভাইয়া, কবির সম্মতি থাকলে তুমিই একটা ট্রাই দাও আবৃত্তির। মোকা সেদিন বলছিল ও কবিতা পড়েনা বটে কিন্তু কবিতার আবৃত্তি শুনতে ভারী ভালবাসে! তোমার অডিও ব্লগের অপেক্ষায় রইলাম, ভাইয়া!
😀
দাঁড়াও আগে হাতের কাজ শেষ করি...
ভাল আইডিয়া...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আমি মনে করি, প্রকাশের আগ পর্যন্ত কবিতা একান্তই কবির নিজস্ব সম্পদ, কিন্তু প্রকাশের পর তা আপামর পাঠকের হয়ে যায়। তাই সম্মতি থাকা নিষ্প্রয়োজন! বরং এ বড় প্রাপ্তির সাধুবাদ, এ বড় সম্মানের প্রস্তাবনা, এ কোমল ভালোবাসার পুস্পাঞ্জলি!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
শ্রদ্ধাভাজনেষু, ধন্যবাদ। পড়বার জন্য মূল্যবান সময় লগ্নি করেছেন যে এতেই ধন্য ছিলাম। ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম। যে পথে চলবার প্রারম্ভে স্বাগত বার্তা পাচ্ছি, তার যেন মর্যাদা রাখতে পারি।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
:clap: :clap: :clap: :clap:
🙂
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ