মসৃণ শব্দের চাদরে লুকায়ে রেখেছ তোমার লালায়িত
বাসনাগুলো,
উপপত্নীর গর্ভে নিজের ঔরসজাত জারজ সন্তানটির
মত!
স্বীকারও কর না,অস্বীকারও করতে চাও না!
ভয় পাও,পাছে লোকে পচা বলে!
দুয়ে দুয়ে চার বল না তুমি কখনও,
বল “তিনের চেয়ে এক বেশি অথবা পাঁচের চেয়ে এক কম,
তাকে তোমরা চার বল অথবা ষাঁড় ;
অবস্থানে কোন ছাড় নেই আমার!”
আমরা বলি নাই বা হল চার,
কিন্তু তোমার নমুনা মেলা ভার।
বাংলা ছালে বিলাতি তোমার মন,
গিরগিটি সাজে সেজে থাকে সারাক্ষণ!
আমরাও আর্য বীর্যজাত,
সীমারেখা ভুলে ছুটে যাই প্রাণপণ!
অতঃপর তোমার চৌকাঠে পদস্খলন।
জিভ চুক চুক করে বল তুমি “আহারে! আহারে!
চৌকাঠেই উষ্টা খেলে ঢুকবা কেমন করে!? ”
ঝোড়ো হাওয়ায় কেটে যাওয়া মেঘের মতন কেটে যায়
তোমার বাহার!
তোমার চেয়ে যে কালবোশেখিও অনেক ভাল,
বেশ্যার মতই নগ্ন, নির্লজ্জ,রুদ্র সত্য সে!
আর তুমি!…..
নিস্তরঙ্গ জলে ঢিল ছুড়ে ব্যাঙের ধ্যান ভাঙো তুমি!!!
অথচ অবিস্তীর্ণ হাসি টেনে বল “আমি একটু খেলু
করছিলাম! ”
তবুও আমরা তোমাকে বেশ্যা বলি না,
কালবোশেখিও বলি না!
ওটুকু ছলনা না হলে কি চলে?!!!
আমরা শুধু চাই তুমি ভাল থাকো আর আমরা প্রাণে বাঁচি!!!
৬ টি মন্তব্য : “লিডার”
মন্তব্য করুন
:tuski: :tuski: :tuski:
পুরাদস্তুর বাঙ্গাল
🙂
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
:clap: :clap:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
ধন্যবাদ আপু 🙂
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
ফাদার, লিখেছেন ভাল 🙂
কস কি?!!!! 😀
পুলকিত বোধ করছি 🙂
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক