ব্লগে কি ফটোব্লগ দেয়া যায়? কদিন আগে দূর্গা পুজা হয়ে গেলো, আমিও ধুমায়ে ছবি তুললাম, এখান শেয়ার না করলে কেমন হয়? আরেক ব্লগে ডে-ওয়াইস পোস্ট করছি, এখানে দেখি ছবি আরো কমায়ে এক পোস্টই শেষ করব। আমার ঘুরাঘুরি হয়েছে মুলত কলাবাগান, বনানী, ঢাকেশ্বরী মন্দির, শাখারীবাজার, তাতীবাজার, রামকৃষ্ণ মিশন, লোকনাথ বাবা আশ্রম, জগন্নাথ হল, রমনা, সিদ্ধেশ্বরী … আর কিছু বাদ গেলো নাকি?
ছবি তুলতে তুলতে একটা জিনিষ শিখলাম, হাতে বড় ক্যামেরা না থাকলে অথবা গলায় মিডীয়ার আইডি-র ফিতা না থাকলে সাধারন পাবলিক খুব একটা পাত্তা দেয় না।
যাই হোক, ফটো পোস্টিং টাইম।
সপ্তমীতে সব ছবি এই পিকাসা লিঙ্কে
অস্টমীতে সব ছবি এই পিকাসা লিঙ্কে
নবমীতে সব ছবি এই পিকাসা লিঙ্কে
দশমীতে সব ছবি এই পিকাসা লিঙ্কে
চমৎকার!
তবে খাওয়াদাওয়ার ছবি গুলা দেখে চোখে পানি চলে আসলো, কয়দিন ধরে বড় অভুক্ত আছি 🙁
খাওয়ার ছবি তো মাত্র একটা, ওতে কি হবে?
:thumbup:
🙂 🙂 🙂
অতি চমৎকার।। :thumbup: :thumbup:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
🙂 🙂
মেয়েরা কি আজকাল পূজা করে না? :grr:
:thumbup: :thumbup: :thumbup:
মেয়েরাই বেশী পুজা করে, ওদের ছবি আপলোডাই নাই 😀
আমরা আরো কিছু ফটো চাই ।
আগামীবার। 🙂 এখন কলকাতার পুজার ছবি সংগ্রহ করছি, ওতে হবে?
খুউউউউউউউউউউউউউউউউউব সুন্দর ছবিগুলো :clap: :clap: :clap:
থাঙ্কু
দারুন লাগলো। তবে আমার মনেও রিবিন ভাইয়ের প্রশ্ন টা ঘুরঘুর করছে 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মেয়েরাই বেশী পুজা করে, ওদের ছবি আপলোডাই নাই
ছবিগুলো দারুণ রাকেশ। তোমার সঙ্গে পুজার ঢাকা একচক্কর ঘুরে এলাম।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থাঙ্কু থাঙ্কু, আপনাকে দেখাতে পেরে আমিও খুশী
কি দারুণ কালারফুল একটা উৎসব!! :thumbup: :thumbup:
খুলনায় দেখসিলাম কয়েকটা পূজা, সেরকম উৎসবের আমেজে, এখনো চোখে লেগে আছে :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি এবারের পুজা বলতে গেলে পুরোটাই দেখছি ক্যামেরা দিয়ে, কালারুল উতসবের কালার তোলার জন্য। দেখি সামনেরবার সেরম একখান ক্যামেরা সহ বের হব ঢাকার বাইরে
রাকেশ, ছবি সুন্দর হয়েছে। 🙂
আমার বন্ধুয়া বিহনে
ধইন্যা
:hatsoff:
🙂
:hatsoff:
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
অনেক ধন্যবাদ
ঢাকায় থাকতে বেইলী রোডের কাছেই সম্ভবত রামকৃষ্ণ মিশন (নাম ভুলও হতে পারে) ছিল। ওখানে গিয়ে প্রসেনজীতের সাথে পুজো দেখতে যেতাম। পুরনো কথা নতুন ভাবে মনে পড়ে গেল।
দারুন হয়েছে ভাইয়া।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বেইলী রোডের কাছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, রামকৃষ্ণ মিশন অনেক দূরে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশ দিয়ে যাওয়া লাগে
সিদ্ধেশ্বরী কালী মন্দির ছিল ওটা, এবার নাম পড়েছে। ঐযে মৌচাক মার্কেটের পাশ দিয়ে বেইলী রোডের দিকে খানিকটা হেঁটে গেলেই হাতের বামে পড়বে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বেইলী রোড?কি মনে করিয়ে দিলে হে-ওখানে তো তোমার বৌদি থাকেন... :shy:
বেইলী রোড বলতে আমার অবশ্য মনে পরে সাবজিরো আর ব্যামবু ক্যাসেলের কথা, আফসোস এই ২টা এখন আর নাই।
তবে কেএফসি আছে।
আপনারো এই দুই জায়গায় আনাগোনা ছিল!!! ;)) ;))
রাকেশদা, সুইচের পাশে আগে একটা মুরগা-ফ্রাইয়ের দোকান ছিল, যেটা বিকেল ৭ এর মধ্যেই বেঁচাকেনা শেষ করে ফেলতো। চরম চলতো দোকানটা। বসার জায়গা ছিল না কোন, দোকানের বাইরে দাঁড়িয়ে খেত। আমি তখন বেশ ছোট ছিলাম, ভার্সিটি পড়ুয়া খালাতো ভাইয়ের সাথে ওখানে মাঝে সাঝেই চিকেন ফ্রাই খেতে যেতাম। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি মনেহয় ২০০২-২০০৬ বেইলী রোডের নিয়মিত ভিজিটর ছিলাম, নাটকও দেখছি কয়েকবার।
সুইসের পাশের মুরগী ফ্রাইএর দোকানটা ঠিক মনে পরছে না, হয়ত ওখান থেকে কখনো খাই নাই তাই। কম পয়সার মধ্যে আমার প্রিয় ছিল ভ্যানগাড়ীর ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, ভিকারুন্নেসার সামনে বসত। ৩০ টাকাইয় সুন্দর একপ্লেট এগ চিকেন ফ্রাইড রাইস কিনতাম, সাথে একটা চিকেন ফ্রাই নিয়ে ৫০টাকার মধ্যে জম্পেস খাওয়া হত।
ঘটক দা, বৌদি কে?
চমৎকার ছবিগুলো
থ্যাংকস শেয়ারের জন্য...
মোস্ট ওয়েলকাম, আমাগো ব্যাচের দেখি 🙂
ছবিগুলো প্রত্যেকটা এককথায় অসাধারন। শুভ্র বসনা দেবি এর আগে দেখেছি বলে মনে পড়ছে না। ভালো লাগলো খুব।
You cannot hangout with negative people and expect a positive life.
অনেক ধন্যবাদ, যাহোক ফটোগ্রাফারের হালকা পাতলা স্বীকৃতি পাচ্ছি আজকাল। 😀
অ্যালবামে নামে এমন এক শুভ্র বসনা দেবীর ছবি দেই করি নিচে, এবছরের কলকাতার পাথরঘাটার (সম্ভবত) প্রতিমা, আমার দেখা সেরাগুলোর মধ্যে একটা হবে।

অপূর্ব।
You cannot hangout with negative people and expect a positive life.
এবারে যশোরের এক অখ্যাত গাঁয়ে চারশোর বেশি প্রতিমা নিয়ে এক অভূতপূর্ব দূর্গোৎসব হয়েছে। এখানে দেখুন।
ধন্যবাদ, দেখব। সামনেরবার ঢাকার বাইরে পুজার সময় একটা ক্যামেরাট্রিপ করার ইচ্ছা আছে।
যশোরের ঐ জায়গায় কালীপূজা পর্যন্ত প্রতিমা প্রদর্শনী চলবে শুনলাম। এখনো সময় আছে। পারলে দেখে আসুন। নয়তো মিস করবেন। উপরে একটা ইউটিউব ভিডিওর লিংক দিয়েছি। দেখেছেন? ... ঠিক আছে, আবার দিলাম: ক্লিক করুন
দুঃখিত ... লিংকটা আসেনি।
আবার দিচ্ছি: http://www.youtube.com/watch?v=pNiXDBdL15M
ধন্যবাদ
🙁 বস একটা কথা না কইলে পেট কিরকির করতেছে...পিচ্চিটার হাতের এই "বেলুন"(যার নামে কামরুল ভাইয়ের আগের বাসার সামনের লেনের নাম ছিলো) ছুডোকালে কিনতে গিয়া আব্বা আম্মার কাছে ব্যাপক মাইর খাইছিলাম :((
বুঝসি, ছবি তোলার পর চেপে রাখা হাসিটা আটকাতে পারি নাই, কেমন বাপ যে এধরনের স্টাইলিস্ট বেলুন মেয়েকে কিনে দেয়!
কামরুল ভাই কি লেনের নামের জন্যই বাসা চেঞ্জ করসে?
ইয়ে,ছবিগুলা অসাধারণ হইছে :boss:
🙂 ধন্যবাদ 🙂
ভালো লেগেছে...
থ্যাঙ্কু ভায়া
ছবিগুলো দারুণ রাকেশ। ব্যস্ততার কারণে লেখা হয়নি। ঢাকার পূজা দেখিনি কখনো।
বানান: 'দুর্গা', দূর্গা নয়। দুর্গতনাশিনী কি না!
হ্যা, দীর্ঘ-উকার হবে, অনেকসময় দ্রুত লেখার সময় বানান ভুল মাথায় নেই না, তবে এটা আসলে আমার মধ্যে খুব বাজে একটা অভ্যাস ঢুকিয়ে দিচ্ছে।
সতর্ক থাকবো।
আরে না।
হ্রস্ব উ-কার ই তো বললাম। তুমি তো দীর্ঘ উ-কার লিখেছো।
বাই দ্যা ওয়ে, কলকাতার এবারের পুজার বেশ কিছু ছবি সংগ্রহ করেছি, পোস্ট দিব?
চটপট দিয়ে দাও।
কলকাতার পূজাও দেখা হয়নি কখনো...
গুগলে সার্চ করলেই কিছু পাওয়া যাবে, নিচেরগুলা আমার এক ফ্রেন্ডের ফেসবুক অ্যালবাম থেকে নেয়া।
কেমন লাগল?
এবার পূজা দেখা হয়নি.. ভার্চুয়ালি দেখা হয়ে গেলো।
ছবি গুলো সিরাম হইছে.. ব্যাপক ধইন্যা .. :clap:
অনেক ধন্যবাদ, দেরী হয়ে গেল রিপ্লাই করতে করতে।