ঢাকার দূর্গাপুজা ২০১০ ফটোব্লগ

ব্লগে কি ফটোব্লগ দেয়া যায়? কদিন আগে দূর্গা পুজা হয়ে গেলো, আমিও ধুমায়ে ছবি তুললাম, এখান শেয়ার না করলে কেমন হয়? আরেক ব্লগে ডে-ওয়াইস পোস্ট করছি, এখানে দেখি ছবি আরো কমায়ে এক পোস্টই শেষ করব। আমার ঘুরাঘুরি হয়েছে মুলত কলাবাগান, বনানী, ঢাকেশ্বরী মন্দির, শাখারীবাজার, তাতীবাজার, রামকৃষ্ণ মিশন, লোকনাথ বাবা আশ্রম, জগন্নাথ হল, রমনা, সিদ্ধেশ্বরী … আর কিছু বাদ গেলো নাকি?

ছবি তুলতে তুলতে একটা জিনিষ শিখলাম, হাতে বড় ক্যামেরা না থাকলে অথবা গলায় মিডীয়ার আইডি-র ফিতা না থাকলে সাধারন পাবলিক খুব একটা পাত্তা দেয় না।

যাই হোক, ফটো পোস্টিং টাইম।

সপ্তমীতে সব ছবি এই পিকাসা লিঙ্কে

অস্টমীতে সব ছবি এই পিকাসা লিঙ্কে

নবমীতে সব ছবি এই পিকাসা লিঙ্কে

দশমীতে সব ছবি এই পিকাসা লিঙ্কে

৪,৪৮৪ বার দেখা হয়েছে

৫৭ টি মন্তব্য : “ঢাকার দূর্গাপুজা ২০১০ ফটোব্লগ”

  1. কিবরিয়া (২০০৩-২০০৯)

    অতি চমৎকার।। :thumbup: :thumbup:


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    দারুন লাগলো। তবে আমার মনেও রিবিন ভাইয়ের প্রশ্ন টা ঘুরঘুর করছে 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    :hatsoff:


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    ঢাকায় থাকতে বেইলী রোডের কাছেই সম্ভবত রামকৃষ্ণ মিশন (নাম ভুলও হতে পারে) ছিল। ওখানে গিয়ে প্রসেনজীতের সাথে পুজো দেখতে যেতাম। পুরনো কথা নতুন ভাবে মনে পড়ে গেল।
    দারুন হয়েছে ভাইয়া।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    🙁 বস একটা কথা না কইলে পেট কিরকির করতেছে...পিচ্চিটার হাতের এই "বেলুন"(যার নামে কামরুল ভাইয়ের আগের বাসার সামনের লেনের নাম ছিলো) ছুডোকালে কিনতে গিয়া আব্বা আম্মার কাছে ব্যাপক মাইর খাইছিলাম :((

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।