বাস্তবে না হইলেও ব্লগ এর মাধ্যমে কলেজ জীবনে ফিরিয়া আসিলাম। ব্লগ এ ব্যবহার করা ভাষা দেখিয়া বারে বারে মনে পরিতেছে পুরান সেই দিনের কথা। সকলকে শুভেচ্ছা। বানান ভুল এর জন্যে সবিনয় ক্ষমা প্রার্থী ।
৪১ টি মন্তব্য : “আবার আসিলাম ফিরে”
মন্তব্য করুন
বাস্তবে না হইলেও ব্লগ এর মাধ্যমে কলেজ জীবনে ফিরিয়া আসিলাম। ব্লগ এ ব্যবহার করা ভাষা দেখিয়া বারে বারে মনে পরিতেছে পুরান সেই দিনের কথা। সকলকে শুভেচ্ছা। বানান ভুল এর জন্যে সবিনয় ক্ষমা প্রার্থী ।
স্বাগতম।
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
সুস্বাগতম ভাইয়া :hatsoff:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
স্বাগতম ভাইয়া। :thumbup:
ওই রকিব হ্যাটস অফ করার আগে এক কাপ গরম চা দাও ভাইয়ারে x-( ।
আবারো চা?
স্বাগতম রায়হান....চালিয়ে যাও!
তাইলে বর্নভিটা দিতে কই ??? 😛 😛
ইউসুফ ভাই শুধু নতুনদের বিপথে পরিচালিত করতে চায় x-(
আপনে আরাম করে বসেন ভাইয়া, এরা কি একটা পিচকি পোলারে রাখছে, চা আনতে লাগায় একশ ঘন্টা, ফ্যানট্যান খুইলা টুইলা একসা করে, 😡 তার চেয়ে সবাই চুপচাপ বসেন, আমি চা বানায়া আনতেছি
স্বাগতম ভাই, নিয়মিত লিখতে ভুইলেন না কিন্তু
😮
রকিবরে তুই মিলিওনিয়ার হইতে দিতে চাস না ????
পোলাডা এত্ত খাটে...কষ্ট করে... 😛
আচ্ছা যা...সবাইরেই যখন বসতে বলছিস ...লিকার টা একটু কড়া কইরা দিস... 😛
আর চিনিও একটু বেশি খাই 😀
আরে, তুই তো টি সার্ভ করবি, তুই যদি চা চাস, কেমনে হবে?? 😮
:duel: x-( 😡 ~x( :((
সামিয়াপ্পু :(( :(( আমি পিচ্চি পোলা না, অল্প একটু বড় হয়ে গেছি। গতদুইদিন পরীক্ষা ছিল বলে কাজ থেকে ছুটি নিয়েছিলাম। যান কুটিপতি হলে আপনাকে একটা নতুন মডেলের মেশিঙ্গান কিন্যা দিমুনে :gulli2: :gulli2:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আহহারে পোলাটা আবার বড় হইসে, ওই তুই চুপকরে বস, তোর জন্য মাইলো আসতেছে।
মেশিনগান কিন্যা দিবি?? :guitar: আসলেই?? ধর দুইটা ক্যাডবেরী ধর।
থ্যাঙ্কু। ক্যাডবেরী আমি খুব ভালাপাই 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রায়হান,
বানান-টানান কোনো ব্যাপার না। খালি শুরুটাই ব্যাপার। একবার শুরু করে ফেল্লে আমার মতো আর থামা-থামি নাই 😀 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহামুদ ভাই,
অনেকদিন পর আপ্নারে দেখলাম
খাইছে, এইটাও দেখি রংপুরিয়ান।
ওই তুমি কেডায়? কোন রায়হান, কোন হাউস?
চা দিছে পোলাপাইন? এহনতোরি দেয়া নাই? কও কি? অই কামরুল, এরে চা দে।
ইউসুফ ভাই চা খাইতে নিষেধ করতে পারে। সিনিয়র মানুষ তো। তয় তুমি টাইট হইয়া বও, কোথাও যাইও না, রংপুর মেলা পিছে পড়ছে দেখছ?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
স্বাগতম ভাইয়া।
বেশি বেশি লিখেন, রংপুরের ঝুলি বাড়ান। (লিখতে লিখতেই বানান ঠিক হইয়া যাবে 😉 ) আর চলেন সবাই মিলে প্রতিদিন ঘুরে বেড়াই কলেজের আঙ্গিনায়। :boss:
আপ্নি কি ফয়েজ স্যার না ফয়েজ ভাই?
আমি আবার স্যার হইলাম কবে? তুমি কি নেভীতে নাকি? ওইখানে আছে ক্যাডেট-ইসলাম (ত-৫৫৫), শুনছি নেভীতে অই বেডারে সবাই ফয়েজ কইয়া ডাকে। B-)
কিন্তু সিসিবিতে আর সিসিআর এ ওর একটাই নাম সেইটা হইল ক্যাডেট ইসলাম। ফয়েজ হইতেছে এই বান্দা।
বুঝা গেছে জিনিস্টা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইসলাম এখনো সিসিবিতে বউনি করে নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি ভাবছিলাম 'বউ নিয়ে করে নাই' ;;;
ওই ব্যাটা সিনিয়রের কমেন্টে বাম হাত ডুকাছ, পাংগা খাওনের খুব শখ না x-(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,কামরুল ভাইয়ের বডি থিকা সিভিল পানি বাইর করেন শিজ্ঞিরি 😛
বুজসি,
আপনি জাহাঙ্গির হউসে এর ফয়েজ ভাই।আমাগ পলাপাইন কইসিলেন।হা হা হা
আপনে কোন চিন্তা কইরেন না ফয়েজ ভাই... 😉
অই রকিব x-(
দেরী ক্যান এত ???? :chup:
আপনে বসেন ভাই...... 😀
চা আইয়া পরব এখনি... :-B
স্বাগতম :hug:
খাইসে,
এক কাপ চা এর জন্য ত ব্লগ এ ঝর উইথা গেল। অরে সালেকা,অরে মালেকা,কই তরা
ক্যান তাগোরে লইয়া খাইবেন ???
হায় হায় 🙁
অই রকিব আরও ২ টা নিয়া আয় কুইক...ম্যাডামরা আইতেসে... 😛
অই নাজমুল চেয়ার সাফ কর কুইক 😡
চা তো দিয়া আসছি, সঙ্গে টোষ্ট বিস্কুটও দিছি 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:)) :)) :)) :)) :pira: :goragori:
🙁 চেয়ারে এইটা কী ফালাইছেন ??? 😮 উঠেনা ক্যান 😕
বস, স্বাগতম... :salute:
এবার গান শোনাবে ব্লগের ছোট্ট শিশু মাস্ফু...
:guitar: :guitar:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সঙ্গে আছেন আদনান ভাই
:guitar:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সিল্পি আমি তুমাদেরি গান সুনাবো, :awesome:
তুমাদেরি মুন ভরাবো :tuski:
সিল্পি আমি সিল্পি :guitar:
কপিরাইটঃকামরুল ভাই
মাশাল্লাহ, বাহ! কি সুন্দর! :clap: :clap: :clap: তুমি কোন ক্লাসে পড় যেন? স্কুলের নাম কি? আচ্ছা, :just: বানান করতো দেখি "পিরা গেলাম"....
:khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই সত্যি সত্যিই :pira: :khekz:
মাস্ফু ভাই যদি ছোট্ট শিশু হয়, তাইলে আমি তো এখনো দুনিয়ার ছায়াও দেখিনি 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রায়হান ভাই নাকি ? অনেকদিন পর....
কিবোর্ড চালিয়ে যান .....
মকাররার বিন মান্নান
কেমন আস
পাস ওয়ারদ হারাইয়া ফেলাইসিলাম
তাই কিসুদিন বাইরে সিলাম
এই কমেন্টা বুঝতে অনেক্টাইম লাগছে আমার। 😮
রায়হান দোস্ত স্বাগতম :clap: তাইফুরের মত কই বুখে আয় দুস্ত :hug: :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!