ভাবছি খেলা দেখা ছেড়ে দিব!!

ব্লগানো যে কি এটা নেশা তাহা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভাগ্যিশ এখন ছুটি নইলে মনে হয় ক্লাশ ফাঁকি দিয়ে এইখানেই ঘুর ঘুর করতাম।আমি মাত্র গতকাল একটা পোষ্ট দিলাম।এখন দেখি তা ২১৪ বার পড়া হইছে!!! আমার ব্লগস্পট এ আমি ছাড়া আর কেউ ঢুকে নাকি আমার সন্দেহ আছে। আর এইখানে এতো ফিডব্যাক!! আসলেই খুব ভাল লাগার মতো বিষয়।

যে জিনিশ নিয়ে লিখতে বসিলাম তা আসলেই খুব মন খারাপ করার।গতকয়েক বছর ধরে আমার সাপোর্ট করা কোনো দলই কিছু পাইতেছে না। আমি epl দেখি। আর্সেনাল এর সাপোর্টার। আমি এখনো বুঝতে পারতেছি না এই দলটার কি হইছে! ৪ টা সিজন আগেও এরা ধুমায় মাঠ কাপাতো। আর এখন এরা মাঠে এসে কাপে ভয়ে। চোখের সামনে ম্যান-ইউ সব কিছু নিয়ে যাচ্ছে আর আমরা বইসে বইসে চতুর্থ হবার চেষ্টা চালাইতেছি।

আমি হলাম ইতালির সাপোর্টার। তাহারা ইউরোতে যেই পচানি দিছে তাতে আমার মনে হয় এই দল দিয়ে আর কিছু হবে না।

আসি এবার টেনিসে। করি ফেদেরার কে সাপোর্ট। কিছুই বুঝলাম না এর কি হইলো?এ কি ওই ১৩ তেই আটকে থাকবে নাকি ভাই? এক নাদাল এর বাচ্চা এরে আর কতো বাঁশ দিবে তা কে জানে???

ক্রিকেট নিয়ে বসলে আর থামতে পারব না। বাংলাদেশের সোনার ছেলেদের খেলার কথা নতুন কইরে আর কি বলবো? তাও আশায় আছি হয়তো আমরা পরের ওয়ার্ল্ড কাপে সেমিফিনালে এটলিস্ট । এই দুঃসাহস দেখালাম কারন আমাদের উন্নতি না, কিছু দলের অবনতি হে হে(পাকিস্তান,ওয়েষ্ট ইন্ডিজ)। আশা করতে তো দোষ নাই।

ব্লগ এ এসে যা বুঝলাম তা হলো এটা লেখার চেয়ে পড়তেই বেশি মজা।কিছু পাবলিক এতো সুন্দর করে লেখেন যে মনে হয় আমি আসলে এক নাদান বাচ্চা। যাই…কিছু ব্লগ পড়ি গিয়ে হে হে……

৪০ টি মন্তব্য : “ভাবছি খেলা দেখা ছেড়ে দিব!!”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    ব্লগ এ এসে যা বুঝলাম তা হলো এটা লেখার চেয়ে পড়তেই বেশি মজা।

    এক্কেবারে খাটি কথা...

    আমারও নিজেরে খুব কুফা টাইপ সমর্থক মনে হয়, আর্সেনালের কথা তো তুমিই বলে দিলা... দেশ হিসেবে সাপোর্ট করি হল্যান্ড, যাদের কিনা বলা হয় সবচেয়ে দূর্ভাগা দল, এবারের ইউরোতে এত ভালো সূচনা করেও এক আরশাভিনের কাছেই ধরা খেয়ে গেল 🙁 । স্প্যানিশ লীগে বার্সিলোনারে খুব ভালো পাইতাম, কিন্তু চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে আর্সেনালকে হারানোর পর থেকে ওদেরকে আর সহ্য করতে পারিনা আর তারপর থেকেই ওরা ভয়াবহ রকম ভাল খেলা শুরু করল ~x( ।
    তবে আমার প্রথম প্রেম(?) আমাকে হতাশ করছে না, তা হলো আবাহনী...আশাকরি কোটি টাকার সুপার কাপও আবাহনীর হগরে আসবে। আর আর্সেনালের জন্য এখন চ্যাম্পিয়ন্স লীগ আর এফ এ কাপই ভরসা।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)
    কিছু পাবলিক এতো সুন্দর করে লেখেন যে মনে হয় আমি আসলে এক নাদান বাচ্চা

    আসলে তুই বুড়া নাকি??? x-(
    জলদি দশটা ফ্রন্ট্রোল দে... 😡


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. শার্লী (১৯৯৯-২০০৫)

    ওই ব্যাটা কলেজের ট্যাগ লাগা জলদি।
    লেখা মজা হইছে। ব্লগস্পটে তোর ঈদ নিয়ে যে লেখাটা সেটা পরেছিলাম। মজা লাগছিল। এখানে নিয়মিত লেখ। আমাদেরই বাড়ি ঘর।

    জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    ওই, আমি আগেও খিয়াল করছি, ভাবছি শার্লী কইব, কয় নাই, অন্য কেউ কইব এই আশাও করি না।

    জলদি ট্যাগে রাজশাহী লাগাও, পুরান কলেজটার যে অবস্থা কইরা রাখছ তোমরা, বিরাট লজ্জা লাগে। একটু কম্পিটিশন দাও আমাগো লগে।

    অফটঃ ইহা একটি আসাম্প্রদায়িক মন্তব্য।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।