প্রথমেই জানিয়ে দেই নাইলে পরে প্রেস্টিজ থাকবে না… এইটা আমার জীবনে প্রথম বাংলায় কম্পুটারে বড় কিছু লিখা এবং আমি মোটামূটি মাশফির কাছে থেকে ট্রেনিং নিয়েছি… থ্যাঙ্কু দোস্ত কাম মামা।
আমি গত ২ দিন ধরে সিসিবির ব্লগগুলো অনবরত পড়তেছি আর চিন্তা করতেছি আমি কেন কিছুই লিখতে পারি না… আমি কি গাধা?? পরে চিন্তা করলাম…গাধা হইলেও আমি এক্স ক্যাডেট….. সুতরাং সব কিছুই চেষ্টা করা দায়িত্ব- কর্তব্যের মধ্যে পড়ে…সুতরাং লিখার চেষ্টা।
আমি কেমন ক্যাডেট ছিলাম মনে পড়ে না; শুধু মনে পড়ে আমার ব্যাচে প্রথম কলেজ লেভেলের পানিশমেন্ট খাইছি আমি (এটা এখন আমার মনে হয় আমার সাফল্যের মুকুটে একটি পালক)। আর কয়েকদিন পর পর এডজুডেন্ট ‘ভপা’ রুমে ভাইস প্রিন্সিপাল শুদ্ধ আমার জন্য ডাকা জরুরি মিটিং-এ আফ্রোজা ম্যাডাম (ভিপি) আমাকে লাঠি দিয়া দৌড়ানি দিতে চাইছিলেন! কেন আমি এখনও খুঁজে পাইনি…যাই হোক হালকা গান টান গাইতাম…তাও রবীন্দ্র, এবং তাও খারাপ। গান গাইতাম রবীন্দ্র কিন্তু শাফিন মামা আর হামিন মামার গান গাওয়ার জন্য গলা চুলচুল করত। এরপর আসলো আইসিসিএলএম’ ২০০২ম্যাডামকে বললাম যামুনা কারন কোন এক অজ্ঞাত কারনে আমার বাম চোখ দিয়া টপটপাইয়া পানি পড়ে এবং ইঙ্গিতপূর্ণ ভাবে ওই চোখ বন্ধ…এক চোখ টিপ দিয়া আর যাই হোক এল,এম এ যাওয়া সম্ভব না…তখনি ম্যাডাম দিলেন টোপ। বললেন এইবার ব্যান্ডের গান টা তোমাকে দেবো চিন্তা করছিলাম!! কি বিপদ!! এরপর চিন্তা করলাম রাখে আল্লাহ মারে কে। দে ঝাঁপ…
রীতিমত যুদ্ধ করে একটা গান সিলেক্ট হলো, হাসানের ‘এসিড’। ঐটা নিয়া এমন ঝাপাঝাপি যে ঠাকুর সাহেবের অভিশাপ লেগে গেল…স্পেশালাইজড এরিয়া তে ধরা কিন্তু আমার দোষ না।কুমিল্লার হাসিব, মিরজাপুরের আরেকটা পিচ্চি,they were 2 gud……তারপর মন খারাপ কইরা গাইলাম ব্যান্ডের গান বহুদিন পর এমজিসিসি ব্যান্ডে ৩য় হইলো ঠিক ই কিন্তু আমার নাম হইয়া গেল ‘হিরোসিমা ণাগাসাকি'(আরেক লজ্জাজনক অধ্যায়) কারন গানের লাইন ছিল ‘কেন তবে তাকে এসিড নামের হিরশিমা ঢেলে দিলে’ তাও ভাল চোখটা ভাল হইসিলো নাইলে নাম হইত ‘চোখ মারা হিরোসিমা ণাগাসাকি’!!
..।যাই হোক এরপর বের হয়ে অনেক পারফরম করসি অনেক জায়গায়(আমরা কয়েকটা মিলে এক্টা ব্যান্ড ফর্ম করসিলাম) অনেক গান।ঢাকা ইউনির পিচ্চিদের রক্সটার আপু আমি।। কিন্তু ওইটা ছিল বালিকার প্রথম প্রেমের মত। ভোলা যায়না।অনেক বড় অডিটরিয়াম।অনেক রিস্ক। ছোট্ট একটা ড্রামসেট, আনকোরা গিটার, অনভিজ্ঞ প্লেয়ার তাও নিজেদের প্রমান করার কত চেস্টা।এখনও যেকোন গ্যাদারিং এ প্রবল পচানি খাই হিরোসিমা নাগাসাকি নিয়া কিন্তু তাও অদ্ভুত এক্ ভালোলাগা।পইচাও এত ভাল লাগে!!!
প্রথম লেখার অভিনন্দন। :clap: :clap: :clap:
ধন্যবাদ ভাই। :shy:
:clap: :clap:
শুভ লেখালেখি
:shy: 🙂 😀
ক্যাডেট সব পারে...
শুভ লেখালেখি... :clap: :clap:
থেঙ্কু থেঙ্কু 😀
তোমার লেখাতো খুবই ভাল হইছে :boss:
আরে ভাই বলেন কি??!!!! ঠিকি বলসিলাম একমাত্র ক্যাডেটরাই পারে এমন অখাদ্য লেখাকেও বাহবা দিতে। B-) B-) B-)
"…গাধা হইলেও আমি এক্স ক্যাডেট….. সুতরাং সব কিছুই চেষ্টা করা দায়িত্ব- কর্তব্যের মধ্যে পড়ে…"
Good, good. :thumbup:
Keep it up :guitar:
:shy: :shy: :shy:
স্বাগতম ......গান -টান ও পোস্ট করেন .... 🙂
করব করব ভাইজান এসে যখন পরেইছি তখন গান টান অ পোস্ট করব।।
“…গাধা হইলেও আমি এক্স ক্যাডেট….. সুতরাং সব কিছুই চেষ্টা করা দায়িত্ব- কর্তব্যের মধ্যে পড়ে…”
:thumbup: দ্যাটস দ্যা স্পিরিট আপামণি।চালিয়ে যান 😀
কিন্তু অনতিবিলম্বে আপনাকে মোটর সাইকেল চক্ক্র দিতে হবে প্রিন্সিপাল স্যারের সৌজন্যে।।।ইমোর অভাব।।।।তাই আপাতত ১০টআ ফ্রন্ট্রওল দেন।।।ত্যআজ 😡
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: ...।আর পারমুনা। বুড়ি হয়ে গেসি 😕 হাড্ডিতে জোর নাই।
পিন্টুর বাচ্চার আব্বা,
তোর এত্ত বড় সাহস আমার দুস্তোরে ফ্রন্টরোল দিতে কস!!! তুই কানে ধইরা কাবার্ডের সাথে লং আপ হ x-( x-( না বলা পর্যন্ত উঠবিনা...
পিন্টুর বাচ্চার আব্বা ধংস ধংস!!
মাস্ফ্যু, পিন্টু কি লুংগি পরবে?
নাকি লুংগির স্টাইলটা শুধু তোর জন্যই পেটেন্ট হয়র গেছে?
=)) =))
চ্যারিটি বিগিনস এট হোম
জন্য 'হয়র'
পড়ুন 'হয়ে'
চ্যারিটি বিগিনস এট হোম
এইখানে লুঙ্গি আইলো কৈথিকা x-(
:)) =))
চ্যারিটি বিগিনস এট হোম
ইনিও কি জাস্ট দুস্ত? :-/
লুঙ্গির ব্যপারটা আমারো মনে হইসিল মাসরুফ 😛
হে হে পইড়া মজা পাইলাম...ভাল লেখছেন আপু.।
😉 থেঙ্কু ব্রাদার
তোমার ' ঝিনুক ফোটা .... গানটা তো ভাল ছিল ...
@সবাই-
আমার দেখা অন্যতম প্রতিভাবান দুস্তোদের একজন হইলো এই প্রমা,একমাত্র ব্যক্তি যাকে প্রতিবার আমার জন্মদিনে আসার কথা দুইবার বলতে হয়না।ও ইউকে পড়তে যাবার পর এই প্রথম একা একা জন্মদিন করতে হবে-তাও ভালো যে এইবারের জন্মদিনটা মনে হয় পুলিশ একাডেমির ঘোড়ার পিঠে চড়ে পালন করতে হবে 🙁
২০০৮ সালের জন্মদিনে প্রমার সাথে খুব মজার একটা ছবি আছে আমার,শেয়ার করার লোভ সামলাতে পারলামনাঃ
দোস্ত,তুই তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে দেশে আয়-নেক্সট জন্মদিনের আগাম দাওয়াত রইলো...আশা করি সিসিবিতে বেশি বেশি লিখবি...
দুস্তো।।আন্টির রান্নার টানে গেসি। বুঝস নাই।কিন্তু অনেক মিস করব দোস্ত। আজকে ইদের দিনেই বুইঝা গেসি কত লন্ডনে কত বাশ :no: :no: :no: :no: :no: 😡 😡 😡 বাট ঠুলা মিয়া তুমি যেইখানেই থাকোনা কেন তোমার চারপাশের মানুস তোমারে অনেক ভালোবাসা দিবে তুমি কেম্নে জানি সবাইরে ম্যানেজ কইরা ফালাও। :boss:
ফেসবুকে তোর নাম্বারটা মেসেজ করিস-কল দিমুনে।আর ছবিটা কি দেখা যাইতেছে??
আমি ছবি দেখতে পাই না :((
You cannot hangout with negative people and expect a positive life.
তুমি কিন্তু আসলেই মারদাঙ্গা লিখসো।
স্বাগতম।
আরো লেখার প্রত্যাশায়....
উই রে মাআআআআআআআআআ.........সিরিয়াসলি ভাই আমার এখন লজ্জায় ধরনি দিধা হও অবস্থা :shy: :shy: :shy: । পরে লিখা শুরু করলে কইবেন অনেক হয়েছে পাকনা এইবার থাম!!! 😀 😀 😀
প্রমা,
লেখা তো সিরাম হইছে :boss:
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
শুভ ব্লগিং আপু, হাত পা খুলে লিখতে থাকুন।
নেন এবার গরমাগরম এক কাপ চা :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তুমিও আমার সাথে জয়েন কর মিয়া... :teacup:
প্রমা রে, রকিব্বা কিন্তু ব্লগের অফিসিয়াল চা-ওয়ালা আর ওয়ার্ল্ড টি বিজনেসম্যান ফোরামের সদস্য।স্লামডগ মিলিওনেয়ার ছিঃনেমা কইরা এই সেইদিন অস্কারও পাইছে।যখন চা-নাস্তা খাইতে মন চায় এরে ডাক দিবি-বিল আমি দিয়া দিমু 😀
প্রমা আপুর বিল দেয়া লাগবে না, গান শুনালেই হবে 😀
দাদা, আপনার গত চ'মাসের বিল যে বাকী পড়ে আছে। চেকটা পাঠিয়ে দিলে গরীব হতদরিদ্র চাওয়ালা কোনমতে খেয়ে পড়ে বাঁচতে পারতো। 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কিছুটা ব্যস্ততার জন্য সিসিবিতে ঢু মেরে গেলেও কমেন্ট করা হয় না। কিন্তু তোমারে স্বাগতম না জানালেই নয়।
ঈদের শুভেচ্ছা তোমাকে আর যারা কমেন্ট পড়বে তাদের সবাইকে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
উরিঈঈঈ... আপা থেঙ্কু। আপনাকেও ইদ মুবারক।
লেখা জুশ হইছে আপু :clap: :clap: :clap: .........শুভ ব্লগিং
বইলেন না যে আপনি রাফায়েল ভাইদের ফ্রেণ্ড সেই প্রমা আপু যার নিস্তব্ধ নীলিমায় গানটা ক্লাস নাইন টেন পুরো দুই বছর পাগলের মতো শুনেছি!!!!!!!!
সো থ্রিলড!!!!!!!!!!
এররররমমমম... জি আমি সেই প্রমা আপু :shy: :shy: । কিন্তু ওই গানটা তোমার পসন্দ হইল কেম্নে?? 🙁
ওই সময় রাফায়েল ভাই খুব সম্ভব আপনাদের করা সাতটা গান দিসিলেন। এর মধ্যে নিস্তব্ধ নীলিমা আমাদের জাতীয় সংগীত হয়ে গেছিলো ... 🙂
২০০১ এর আইসিসিএলএমএম এ রিফাত নামের এমজিসিসির এক ক্যাডেট "হায় হায় হায় করে কিছু হবেনা-যা আছে তা নিয়ে সুখে থাক না" গানটা গাইছিল।ব্যাপক হিট হইছিল ওইটা-এমনকী অনেক পরেও এমজিসিসির ক্যাডেট দেখলেই বড়ভাইরা এই গান জোরেশোরে গাইয়া উঠত 😛 :))
হ এই গানডা আমরাও এমজিসিসির কাউরে দেখলে গাইয়া উঠতাম একলগে। :guitar: :guitar:
রঞ্জনা আমি আর আসবো না...
এল এম টা আমাদের কলেজে হইসিল, ব্যপক মজা পাইসিলাম গান টা শুনে 😛
হুম...এসিড গানের কথা শুনে ICCLM মনে পড়ে গেল...প্রথমে নাকি তোমরা " আমরা ৫টি ফুল টাইপ" এক ডায়ল্গ দিয়ে গান শুরু করছিলা???
তাই নাকি। কোন শাখামৃগ বল্লো এই কথা??? x-( x-( 😡 :duel: :gulli2:
ইয়ে দোস্ত, গান শুরু করার আগে তোর সেই "দৃষ্টির" কথা মনে পইড়া গেল কিন্তু নিরাপত্তাজনিত কারণে এইখানে উল্লেখ করলামনা :shy:
বাহ! লেখা ভালো হয়েছে তো।
স্বাগতম, সিসিবিতে। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বাহ! লেখা কিন্তু পড়তে বেশ মুচমুচে লাগলো। হাতপা ঝেড়ে লিখতে থাকো।
শুভ লেখাঝোকা!
আমার বন্ধুয়া বিহনে
ব্লগে ঢুকে একটা নতুন এমজিসিসির লিখা দেখে যারপরনাই খুশি হলাম.
শুভ লিখালিখি : )
আর সব্বাইকে ঈদ মোবারক!
সাম্প্রদায়িকতার দায়ে আয়েশাপুর ব্যাঞ্চাই :grr:
ব্লগে কমেন্টে লাইক দেয়ার অপশন থাকলে মাস্ফু্দার কমেন্টে লাইক মারতাম 😀
রঞ্জনা আমি আর আসবো না...
আমার অরিজিনাল নাম বদলাইয়া "মাস্ফ্যু" রাখতে হইব দেখতেছি x-(
মাস্ফ্যু, আকীকাতে দাওয়াতের আশায় থাকলাম।
:goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz: :khekz:
চলো বহুদুর.........
:thumbup: :thumbup:
প্রথম লেখার অভিনন্দন।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
১। ব্লগে সুস্বাগতম।
২। লেখা দারুন হইসে।
৩। আইসিসিএলএম এর কথা শুনে নষ্টালগিক গয়ে গেলাম!
৪। তোমাদের গান শুনতে মঞ্চায়।
৫। ম্যাশ কে মামা বল্লা কেন সেইটা বুঝায় বল।
৬। ব্লগে তোমার ছবিটা অনেক সুন্দর।
You cannot hangout with negative people and expect a positive life.
আপাআআআআআআআআআআআআআআ...থেঙ্কু।এহহে জিবনে আপনার গান ভুলবনা। :boss: :boss: :boss: :boss: :boss: :boss:। আপনের গান শুনতে মন চায়।ম্যাশ আমারে মামি ডাকে আমিও মামা ডাকি কুন কারন নাই হুদাই...
বুঝলাম না, বিয়া না কইরা মামী হয় ক্যামনে, মামা হইতে গেলে তো আর বিয়া করন লাগে না 😕
যাউজ্ঞা, তোমার পোস্ট পইড়া ব্যাপক আমোদ পাইলাম, ইটস রিয়েল ফান, পোস্ট, কমেন্ট, এভ্রিথিং, তুমি রকাও, :thumbup:
কিপ স্মাইলিং, এন্ড বিওয়ার অব পুলিশ মামু, ঠ্যাংগানি দিতে পারে যেকুন সময় াার পুতেরা , হুদা হুদাই
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কি যে কন,আমি আছিনা? বচ্ছর খানেক যাইতে দেন ইনশা-আল্লাহ মামুদের হাত থিকা পুরা সিসিবি সেইফ 😛
এমজিসিসি ড়ক্করে!!!! :awesome: :awesome: :awesome:
You cannot hangout with negative people and expect a positive life.
ব্লগে স্বাগতম প্রমা আপা...পুরাদমে লিখা শুরু করেন... :hug:
ইয়ে...আপনার কল্যাণে আমিও আমার ব্যাচে প্রথম 😀 , তবে এই ব্লগে বলি, সেইদিন আপনি আমারে ভুল বুজছিলেন 🙁
মাইর দেয়ার আগেই পালাই...
গেলি??? x-( x-(
apu thaken kothae!!
Amio london e thaki :
আমি এখন থাকি woolwich arsenal তুমি থাক কই ?কি পড়?
woolwich ea DLR station teika kon dike taken ?? awaj den...apne to amar protibesi deki ...
কয় কি? আমি থাকি এগ্লিন্টন হিল। মানে ২৪৪ বাস।ডিএলারের থেকে হেটে যাইতে ১৫ মিনিট লাগে।তুমি কই থাক ভাইডি?
late reply er laigga sorry apa, ami REDBRIDGE eaa asi ekon. Free takle ekdin dal vaat kaiya jaiyen ...
বইনডি লেখা পইরা চরম মজা পাইসি :clap: :clap: ,মাগার একটা কতা.............না থাউক কুন কতা নাই 😀 ..ঈদ মুবারক।
চলো বহুদুর.........
দুধের বাচ্চারা এইখানে কি করে? ওই যা প্রেপে যা... x-(
হেহে আইছে আমারে প্রেপে পাঠাইতে... 😀 ......কত্তদিন ফর্মে প্রেপ করিনা!!!!!!তয় যাই কন মকক টয়লেটে প্রেপ করার মজাই আলাদা....লগে ধুমচিকধুঞ্চিক গান......।না প্রেপেই যাইগা,নইলে ধইরা জেলের ভিত্তর হান্দাইয়া দিব....এই এলাকা ভয়ঙ্কর হয়া গেছে...... x-( x-(
চলো বহুদুর.........
x-( গরম মুন্ডু কারে দেখাইলিরে? এক্কেরে সিধা লাল দালানে চালান কৈরা দিমু-রুমমেট হইবো প দিয়া নাম শুরু একটা কলেজের প্রাক্তন ক্যাডেট-এক্কেবারে সাইজ হয়া যাবি x-(
🙁 🙁 🙁 ।আমারে এইভাবে দাগা দেওয়ার জন্য মাস্ফুদার ব্যাঞ্চাই...... :grr: :grr:
চলো বহুদুর.........
শুভ লেখালেখি 😀
চ্যারিটি বিগিনস এট হোম
(এটা এখন আমার মনে হয় আমার সাফল্যের মুকুটে একটি পালক)...মনে হয় না নাগাসাকি আফা,অইডাই আসল পালক :thumbup:
আরে যে যে কমেন্টাইছেন সবাইরে :teacup: :teacup: ওই রকিব চায়ের বিল মাশফ্যুর নামে...। :khekz: :khekz: :khekz:
x-( তুইও এই মাস্ফ্যু নাম শিখা গেছোস? x-(
আমার রাঙ্গা মামী রে, তোর তো পরথম পোস্টেই হিট!!!! আমার পরথম পোস্টে দুই চাইরটার বেশি কমেন্ট পড়ে নাই 🙁
যাউজ্ঞা,এই পোস্টরে আমি কমেন্টে ছেঞ্চুরি করামু B-)
প্রথম ব্লগের শুভেচ্ছা আপু 🙂 আশা করি আর বেশি বেশি লিখবেন 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
:thumbup:
লেখা ভাল হইছে। লিখতে থাকো।
অসাধারন লেখা আপু। যদিও আমি লিখা-লিখি কম বুঝি, পড়ে আরাম পেলেই অসাধারন মনে হয়। এটা পড়েও আরাম পেলাম 🙂
এমসিসি অডিটোরিয়ামে আপনার গাওয়া "ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়" গানটার কথা এখনো ভুলিনাই 😀
সাতেও নাই, পাঁচেও নাই
এইটা কি আমরা কলেজে থাকার সময় গাওয়া হইছিলো ???
আপনারা ছিলেন কীনা শিওর না। ঐবার এসএসসির সংবর্ধণা অনুষ্ঠান আমাদের কলেজে হইসিলো।
সাতেও নাই, পাঁচেও নাই
হ আমরা তখন ক্লাশ টুয়েলভ আছিলাম। অডিটোরিয়ামে ঘুমাইতাম তো তাই খেয়াল করতে পারি নাই। এখন মনে পড়ছে। সাথে মনে হয় "তীর হারা ঢে্উয়ের সাগর" গাওয়া হইছিলো...।
অডিটোরিয়ামে ঘুমাইতাম তো তাই খেয়াল করতে পারি নাই। :thumbup:
এই লেখাটা আগে মিস করছিলাম। এখন পইড়া ভালো পাইলাম। হাসান মামারে এক সময় ভালো পাইতাম এইটাই মনে হইলো.....
ব্লগে প্রথম লিখার অনুভুতি আসলেই অন্যরকম ।
সবমিলিয়ে ভাল ছিল ।
লিখা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি ।
শুভকামনা রইলো ।
:clap: :clap: :clap: