রবি ঠাকুর থেকে সরাসরি হাসান মামা- দায়ী ক্যাডেট কলেজ

প্রথমেই জানিয়ে দেই নাইলে পরে প্রেস্টিজ থাকবে না… এইটা আমার জীবনে প্রথম বাংলায় কম্পুটারে বড় কিছু লিখা এবং আমি মোটামূটি মাশফির কাছে থেকে ট্রেনিং নিয়েছি… থ্যাঙ্কু দোস্ত কাম মামা।

আমি গত ২ দিন ধরে সিসিবির ব্লগগুলো অনবরত পড়তেছি আর চিন্তা করতেছি আমি কেন কিছুই লিখতে পারি না… আমি কি গাধা?? পরে চিন্তা করলাম…গাধা হইলেও আমি এক্স ক্যাডেট….. সুতরাং সব কিছুই চেষ্টা করা  দায়িত্ব- কর্তব্যের মধ্যে পড়ে…সুতরাং লিখার চেষ্টা।

আমি কেমন ক্যাডেট ছিলাম মনে পড়ে না; শুধু মনে পড়ে আমার ব্যাচে প্রথম কলেজ লেভেলের পানিশমেন্ট খাইছি আমি (এটা এখন আমার মনে হয় আমার সাফল্যের মুকুটে একটি পালক)। আর কয়েকদিন পর পর এডজুডেন্ট ‘ভপা’ রুমে ভাইস প্রিন্সিপাল শুদ্ধ আমার জন্য ডাকা জরুরি মিটিং-এ আফ্রোজা ম্যাডাম (ভিপি) আমাকে লাঠি দিয়া দৌড়ানি দিতে  চাইছিলেন! কেন আমি এখনও খুঁজে পাইনি…যাই হোক হালকা গান টান গাইতাম…তাও রবীন্দ্র, এবং তাও খারাপ। গান গাইতাম রবীন্দ্র কিন্তু শাফিন মামা আর হামিন মামার গান গাওয়ার জন্য গলা চুলচুল করত। এরপর আসলো আইসিসিএলএম’ ২০০২ম্যাডামকে বললাম যামুনা কারন কোন এক অজ্ঞাত কারনে আমার বাম চোখ দিয়া টপটপাইয়া পানি পড়ে এবং ইঙ্গিতপূর্ণ ভাবে ওই চোখ বন্ধ…এক চোখ টিপ দিয়া আর যাই হোক এল,এম এ যাওয়া সম্ভব না…তখনি ম্যাডাম দিলেন টোপ। বললেন এইবার ব্যান্ডের গান টা তোমাকে দেবো চিন্তা করছিলাম!! কি বিপদ!! এরপর চিন্তা করলাম রাখে আল্লাহ মারে কে। দে ঝাঁপ…

রীতিমত যুদ্ধ করে একটা গান সিলেক্ট হলো, হাসানের ‘এসিড’। ঐটা নিয়া এমন ঝাপাঝাপি যে ঠাকুর সাহেবের অভিশাপ লেগে গেল…স্পেশালাইজড এরিয়া তে ধরা কিন্তু আমার দোষ না।কুমিল্লার হাসিব, মিরজাপুরের আরেকটা পিচ্চি,they were 2 gud……তারপর মন খারাপ কইরা গাইলাম ব্যান্ডের গান বহুদিন পর এমজিসিসি ব্যান্ডে ৩য় হইলো ঠিক ই কিন্তু আমার নাম হইয়া গেল ‘হিরোসিমা ণাগাসাকি'(আরেক লজ্জাজনক অধ্যায়) কারন গানের লাইন ছিল ‘কেন তবে তাকে এসিড নামের হিরশিমা ঢেলে দিলে’ তাও ভাল চোখটা ভাল হইসিলো নাইলে নাম হইত ‘চোখ মারা হিরোসিমা ণাগাসাকি’!!

..।যাই হোক এরপর বের হয়ে অনেক পারফরম করসি অনেক জায়গায়(আমরা কয়েকটা মিলে এক্টা ব্যান্ড ফর্ম করসিলাম) অনেক গান।ঢাকা ইউনির পিচ্চিদের রক্সটার আপু আমি।। কিন্তু ওইটা ছিল বালিকার প্রথম প্রেমের মত। ভোলা যায়না।অনেক বড় অডিটরিয়াম।অনেক রিস্ক। ছোট্ট একটা ড্রামসেট, আনকোরা গিটার, অনভিজ্ঞ প্লেয়ার তাও নিজেদের প্রমান করার কত চেস্টা।এখনও যেকোন গ্যাদারিং এ প্রবল পচানি খাই হিরোসিমা নাগাসাকি নিয়া কিন্তু তাও অদ্ভুত এক্ ভালোলাগা।পইচাও এত ভাল লাগে!!!

১,৭৪২ বার দেখা হয়েছে

৯১ টি মন্তব্য : “রবি ঠাকুর থেকে সরাসরি হাসান মামা- দায়ী ক্যাডেট কলেজ”

  1. আছিব (২০০০-২০০৬)

    “…গাধা হইলেও আমি এক্স ক্যাডেট….. সুতরাং সব কিছুই চেষ্টা করা দায়িত্ব- কর্তব্যের মধ্যে পড়ে…”
    :thumbup: দ্যাটস দ্যা স্পিরিট আপামণি।চালিয়ে যান 😀

    কিন্তু অনতিবিলম্বে আপনাকে মোটর সাইকেল চক্ক্র দিতে হবে প্রিন্সিপাল স্যারের সৌজন্যে।।।ইমোর অভাব।।।।তাই আপাতত ১০টআ ফ্রন্ট্রওল দেন।।।ত্যআজ 😡

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    @সবাই-

    আমার দেখা অন্যতম প্রতিভাবান দুস্তোদের একজন হইলো এই প্রমা,একমাত্র ব্যক্তি যাকে প্রতিবার আমার জন্মদিনে আসার কথা দুইবার বলতে হয়না।ও ইউকে পড়তে যাবার পর এই প্রথম একা একা জন্মদিন করতে হবে-তাও ভালো যে এইবারের জন্মদিনটা মনে হয় পুলিশ একাডেমির ঘোড়ার পিঠে চড়ে পালন করতে হবে 🙁

    ২০০৮ সালের জন্মদিনে প্রমার সাথে খুব মজার একটা ছবি আছে আমার,শেয়ার করার লোভ সামলাতে পারলামনাঃ
    মানবীর সাথে দানব??

    দোস্ত,তুই তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে দেশে আয়-নেক্সট জন্মদিনের আগাম দাওয়াত রইলো...আশা করি সিসিবিতে বেশি বেশি লিখবি...

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    প্রমা,
    লেখা তো সিরাম হইছে :boss:


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    কিছুটা ব্যস্ততার জন্য সিসিবিতে ঢু মেরে গেলেও কমেন্ট করা হয় না। কিন্তু তোমারে স্বাগতম না জানালেই নয়।
    ঈদের শুভেচ্ছা তোমাকে আর যারা কমেন্ট পড়বে তাদের সবাইকে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  5. রায়হান আবীর (৯৯-০৫)

    বইলেন না যে আপনি রাফায়েল ভাইদের ফ্রেণ্ড সেই প্রমা আপু যার নিস্তব্ধ নীলিমায় গানটা ক্লাস নাইন টেন পুরো দুই বছর পাগলের মতো শুনেছি!!!!!!!!

    সো থ্রিলড!!!!!!!!!!

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    বাহ! লেখা ভালো হয়েছে তো।
    স্বাগতম, সিসিবিতে। 🙂


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  7. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    ১। ব্লগে সুস্বাগতম।
    ২। লেখা দারুন হইসে।
    ৩। আইসিসিএলএম এর কথা শুনে নষ্টালগিক গয়ে গেলাম!
    ৪। তোমাদের গান শুনতে মঞ্চায়।
    ৫। ম্যাশ কে মামা বল্লা কেন সেইটা বুঝায় বল।
    ৬। ব্লগে তোমার ছবিটা অনেক সুন্দর।


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  8. সামিয়া (৯৯-০৫)

    ব্লগে স্বাগতম প্রমা আপা...পুরাদমে লিখা শুরু করেন... :hug:

    শুধু মনে পড়ে আমার ব্যাচে প্রথম কলেজ লেভেলের পানিশমেন্ট খাইছি আমি

    ইয়ে...আপনার কল্যাণে আমিও আমার ব্যাচে প্রথম 😀 , তবে এই ব্লগে বলি, সেইদিন আপনি আমারে ভুল বুজছিলেন 🙁
    মাইর দেয়ার আগেই পালাই...

    জবাব দিন
  9. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আমার রাঙ্গা মামী রে, তোর তো পরথম পোস্টেই হিট!!!! আমার পরথম পোস্টে দুই চাইরটার বেশি কমেন্ট পড়ে নাই 🙁
    যাউজ্ঞা,এই পোস্টরে আমি কমেন্টে ছেঞ্চুরি করামু B-)

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।