আত্মকথনঃ শখের তোলা আশি টাকা

লেখাটা গত রাতে লিখেছি; রাত বারটার পরে এখানে পোস্ট করা হলো।

১. শুরুতেই সঙ্গীত শিল্পী/বোদ্ধা এবং শচিন-ভক্তদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি।

২. বেশ খানিকটা ধৃষ্টতা হয়ে গেল। একালে শচিন দেব বর্মনের যে কয়জন ভক্ত বর্তমান, আমার জানামতে তাদের মধ্যে আমার বাবা (বাপিমনি) এক নম্বরে, আর দ্বিতীয়টা মনে হয় আমি। ভাগ্যিস বাপিমনি ফেসবুকে নেই; থাকলে আমার “গর্দান চলে যেত” শচিন দেবের গানের বারটা বাজানোর জন্য। কিন্তু তবুও “শখের তোলা আশি টাকা”; গানটা ট্রাই করার লোভ সামলাতে পারলাম না। কিছুক্ষণ কিবোর্ডের সাথে টুং-টাং-প্যাঁ-পুঁ করে দেখলাম, জঘণ্য হচ্ছিল; তারচেয়ে নাহয় খালি গলাই সই।

৩. এই বয়সের ছাত্রজীবনের প্রথম সেমিস্টার পার করতে পেরেছি। নিজের জন্য হলেও এই সামান্য সেলিব্রেশন আমি করতেই পারি। আগামীকাল দ্বিতীয় সেমিস্টার শুরু করছি। আবার শুরু হবে ক্লাস-পরীক্ষা-পড়াশুনা। তাই এই রাতটাতে নাহয় আমার রিডিং রুমের দরজা বন্ধ করে একা-একাই “ব্যাচেলর পার্টি”-র মত একটা আবহ তৈরি করে নিলাম। হাজার হোক, স্বপ্রেম বলে কথা। একান্ত পার্সোনাল স্পেসের মনের খোরাক দূরে ঠেলে দেবার কোন মানেই হয় না। হা হা হা …

৪. প্রেমাবেগ উপস্থাপনে এতটা নিখুঁত, মার্জিত এবং শৈল্পিক বর্ননা আমি এযাবৎ আর কোথাও দেখেছি, শুনেছি বা পড়েছি বলে মনে হয় না।

বর্নে গন্ধে ছন্দে গীতিতে
হৃদয়ে দিয়েছো দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
একি তব হরি খেলা
তুমি যে ফাগুন
রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি

প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপেরও শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ রীতি নাচালে তুমি
আপনও হারায়ে উদাসী প্রানের লহগো প্রেমান্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি

চমকি দেখিনু আমার প্রেমের জোয়ারও তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে তোমারও হিয়ারিই মাঝে
তোমারও প্রানের পুলকও প্রবাহ নিশীথে চাহিয়া মাতে
যত মোর নাম গাহ মোর গান আমারই একতারাতে

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি

৬,৪৭০ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “আত্মকথনঃ শখের তোলা আশি টাকা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।