একাদশ শ্রেণীর মাঝামাঝি। উনত্রিশ তম ব্যাচের জুনিয়র প্রিফেক্টদের তখন জুনিয়র পাঙ্গানোর মসরুম চলিতেছে।
প্রেপ টাইমে জনৈক জুনিয়র প্রিফেক্টকে দেখিলাম কাগজ কলম নিয়ে একাগ্রচিত্তে কি-জানি লিখিতেছে। কৌতূহলবশতঃ কাছে গিয়া দেখিলাম সে লিখিতেছে—
পুশআপ————– ৫০ টি
লং আপ————– ১০ মিনিট
ফ্রন্টরোল—————২৫ টি
লকার স্টিকের বাড়ি—- ১২ টি
ইত্যাদি ইত্যাদি………
কারন জিজ্ঞাসা করিলাম।
উত্তরে সে বলিলো, ” জুনিয়র পাঙ্গাইতে গিয়ে ভুলিয়া যাই কি কি পানিশমেন্ট দিবো, ফলে একটু পাঙ্গাইয়াই ছাড়িয়া দিতে হয়। কাজেই, এই সিদ্ধান্ত”।
উল্লেখ্য, ওই জুনিয়র প্রিফেক্ট একদিন ক্রসবেল্ট কাঁধে তুলিয়াছিলো।
ব্লগে স্বাগতম। বানান মনে হয় একটু ভুল আছে কিছু জায়গায়। চলুক লেখা। আবারও ওয়েলকাম।
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
😛 😛
দয়ারি
ওয়েলকাম। এতো ছোট ব্লগ কেন? ফ্রন্ট রোল দিয়ে দিও জায়গায় ১০ টা। ব্লগের নিয়ম এটা- জানো না মনে হয় !!
:boss:
সবুজ, নাম বদলে বাংলায় লেখ... আর ফ্রন্টরোল দে ১০টা।
আর অবশ্যই; ব্লগে ওয়েলকাম!
ছোট হাতি
হামীম ভাই, রেজা শাওন ভাই এবং তুষার ভাই, ধন্যবাদ 🙂
রেজা শাওন ভাই আর তুষার ভাই............... এই গরমের দিনে এই নাদানকে ফ্রন্ট্রোল দিতে কইলেন??? 🙁
দুক্ষু পাইলাম...... আবারো ব্যাপারটা বিবেচনায় আনেন!! এই গরমে সত্যি সত্যি কি পুশ আপ দিবো??? 🙁
অভি
ব্লগ এডজুটেন্ট আসার আগেই ১০ টা লাগায়া ফালাও । পরে এডু সাহেব বাড়াইয়া লাগাইতে কইলে কিন্তু কইতে পারবা না যে আগে কেউ কয় নাই ।
ওকে ভাইয়া......... :boss: 😕 😕
অভি
ছেলে এখনো ফ্রন্টরোল লাগায় না দেখি। x-(
দেরী করলে কিন্তু লিস্টের সবগুলা চলতে থাকবে কেয়ামতের ৩১ তারিখ পর্যন্ত। :grr:
নামের শেষে সালটা উল্লেখ করে দিও। শ্রেণী, কাঁধ বানানগুলা ঠিক করে দিও।
হ্যাপী ব্লগিং। লেখালেখি চলতে থাকুক। এখন কুইক ১০ টা দিয়া দাও। ইমোতে দেখ ক্লাস সেভেন একটা উল্টানী দিতেছে, ওরে ফলো কইরা ১০ বার ক্লিকাও।
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
ফ্রন্টরোল তো দিতেই আছি =)) । ভাইয়া থ্যাঙ্কস বানান শুধরে নিতে বলার জন্যে 🙂
অভি
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
অভি
পোলারে দিতে কইলো ফ্রন্ট রোল আর পোলা শুরু করলো হাসাহাসি ! ফ্রন্ট রোল দিয়ে দাও বাছা !
:bash: :bash: :bash:
ফ্রন্টরোল এর ইমো চার নম্বর লাইনের দ্বিতীয়টা।
ছোট হাতি
ওই নাফিস একটা দিয়া দেখাতো। x-( x-( x-(
অভিজিৎ লুক ডাউন
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
=)) =))
ছোট হাতি
ফ্রন্টরোলের ইমো কোনডি, হেইডাই তো খুইজা পাইতেছিলাম না :O
এখন পাইসি :O
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
অভি
এতক্ষন পড়ে ফ্রন্টরোল!! মকড়া ক্যাডেট। x-( x-(
ছোট হাতি
বেগারত ক্যাডেট এতক্ষণ লাগে এইডা পাইতে? ঠিকমত না খোঁজার অপরাধে জায়াগায় আরও দশটা লাগাও
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আরো দিবো??? 🙁
অভি
ক্লাস টেনের পর ওসব চলে নাকি। টুয়েল্ভ পার করা ছেলের দাঁড়ি গোঁফ দেখা যাচ্ছে, এটা সিনিয়র জুনিয়র সবার ইজ্জতের বিষয়।
শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা..
ভাইয়া...... বর্তমান কলেজে ক্লাস সেভেনও সেভ না করার জন্যে ইডি খায় 😛
অভি
কয় কী? ওরা মানুষ না নীলগিরি মহিষ??? ~x( ~x(
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
:awesome: ওরা সজারু......... জন্ম থেকেই খোঁচা খোঁচা লোম 😛 :goragori:
অভি
এতো ছোট ক্যান? আরও দশটা ফ্রন্টরোল দে B-)
অ্যান্ড ওয়েলকাম টু সিসিবি 😀
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
ফ্রন্ট্ররোল দিলাম 🙂
রিফাত ভাই, থ্যাঙ্কস 🙂
অভি
স্বাগতম, লিখতে থাক। ছোট হোক, বড় হোক।হোক বানান ভুল, লিখতে থাক। এখানে বাংলা পরীক্ষা হচ্ছে না যে, ছোট হলে বা বানান ভুলে নাম্বার কাটা যাবে। তবে একটু বড় হলে পড়ে আরাম হয়। আর বানান সেটা এমনি ঠিক হয়ে যাবে, তবে প্রয়োজন পরলে স্পেল চেকার অন করে নিতে পার। আমাকেও এক বড় ভাই এই বুদ্ধি দিছিল এই ব্লগেই :shy:
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
তবে একটা কথা আমার না, কিরণ স্যারের, "যে ছেলের হাতের লেখা খারাপ তার চরিত্র খারাপ আর যে ছেলে বাংলা বানান জানেনা তার রক্তে বিষ! " – কিরণ কুমার মণ্ডল স্যার 😀
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
:boss: :boss: :boss: শিক্ষাগুরু কিরণ কুমার স্যারকে লাল সালাম :salute:
ভালো ছিল- খালেক 😛
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বাহ অনেকদিন পর ব্লগে দেখি ধুমায়া ফ্রন্টরোল চলতেছে, সাবাশ 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জেপিরা একটু মেন্টালি সীক হইয়া থাকে।
😡
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
অভি