ব্লগ সিনিয়র সানাউল্লাহ ভাইয়ের কাছে ‘যথাযথ’ ওয়েলকাম পাবার পরে বেশ ফুরফুরে অনুভব করলাম। আর তখনই একটা জিনিস মাথায় এলো। ব্লগে দেখলাম এই পর্যন্ত ১২৭৪টা পোস্ট, ৪৮২ জন সদস্য, ৪২,১৮৬ মন্তব্য।
সময়ের স্বল্পতা, ইন্টারনেট স্পীড, ‘সারভার ডাউন’ ইত্যাদির কারণে অনেকের হয়তো বেশ পেছনের পোস্টগুলো পড়া হবে না। কিন্তু আমি নিশ্চিত এই ব্লগে অনেক দামী অথবা মজার রচনা অতীতে হারিয়ে যাচ্ছে। ব্লগের অধিকাংশ যেহেতু আমাদের অতীত-কেন্দ্রিক, তাই এখানে আমার মতে সবকিছুই চিরন্তন ও সার্বজনীন (সর্বজন=সর্বক্যাডেট) । সময় পেলে আমরা অনেকেই হয়তো পুরনো পোস্টগুলো পড়ব। পড়ে হয় চিন্তা করব, দুঃখ পাব নতুবা হাসতে হাসতে ‘পিরা’ যাব।
এমন কি করা যায় না, কমেণ্ট সমেত সব পোস্ট একটা ই-বুক আকারে বের হল। আর আমরা তারিয়ে তারিয়ে এর রস আস্বাদন করতে পারলাম। ডাউনলোড অপশনটা শুধুমাত্র সদস্যরাই পেল।
আইডিয়াটা যদি ‘ফানি’ হয়, এই আশংকায় আগেই কয়েকটা :frontroll: দিয়ে নিলাম। ছোট্টরা একটু চোখ বন্ধ করে রাখ।
দারুণ আইডিয়া! আমারও তাতে অনেক লেখা পড়া হবে! 🙂
বস, একটা ই-বুকের কাজ চলতেছে...প্রায় শেষের দিকে...তবে প্রথম বলে সেটাতে শুধু কলেজ রিলেটেড লেখা এবং কমেন্টছাড়া... :-B
এডু, মডুরা এ ব্যাপারে আরো ভাল বলতে পারবেন...স্যাররা, আপনেরা কই??? ;;) ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আশা করি প্রথম ই-বুকটা হাতে পেলে আপনার আশা অনেকখানি পূরন হবে।
খুব শিগগির আসিতেছে 😀
কমেন্ট নাই, পিরা ভাষা নাই, ভ্যান চাওয়া নাই। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পিরা ভাষা না থিকায় ব্যান চাই
খুবই উত্তম প্রস্তাব। আমি সমর্থন করি। :thumbup:
me too :awesome:
ঐ 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup:
চামে একটা কমেন্ট বাড়লো।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দিন গেলো তোমার (সিসিবি ই-বুক) পথ চাহিয়া :dreamy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পিচ্চি পোলাপাইন এই বয়সেই ছ্যাকাগ্রস্থদের মত গান গায়! 😮 😮 😮
না মানে... কীয়ের মধ্যে কি... 🙁 😕
আমি তো সিসিবির ই-বুকের আসায় বইসা...মানে... শার্লী ভাই যে কী কন :shy: :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বড়ই উত্তম প্রস্তাব 🙂
হ্যা ভোট জয়ী হয়েছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সুন্দর আইডিয়া, ই-বুকের জন্য বুক ভরা আশা নিয়ে বসে আছি।
তবে কমেন্টগুলা থাকলে ভালো হতো।
ভাল আইডিয়া। পুরান লেখাগুলা পড়তে পারেবো।
গুড গুড সিনিয়রদের মনে রাখাটা জুনিয়রদের জন্য অতীব জরুরি!! আমার নাম দিয়াই ব্লগের শুরু?? B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইয়ে কমেন্ট কিছু বাদ পড়ছে। অনুরক্ত, খবরদার ফয়েজের পাল্লায় পইরো না। ও ইদানিং দল পাকাচ্ছে। আমাদের অ্যাডজুটেন্ট ইউসুফ খুব ভালো ছেলে। আর বাকিদের সম্পর্কে আমি আগামীতে বলে দেবো। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, কি খাবেন বলেন?
ওই রকিব, লাবলু ভাই রে ইসপিশাল চা দে। O:-) O:-) O:-)
না না আমি আর এখন চা খাবো না। রকিব সারাদিন তোমাদের ডিউটি করে টায়ার্ড। বেচারা একটু শুইছে।
আর নিজেরে নিয়া ভাইবো না। আমি তো তুমারে সুন্দর হাঁসের ছানাই ডাকি। নাকি?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:salute: :shy: :salute: :shy: :salute: :shy:
বস, আমাকে এভাবে লজ্জা না দিলেও পারতেন। গাল থেকে রক্ত বের হয়ে যেতে পারে।
আপনার জন্য আমি আজীবন "রকিব" হয়ে থাকব, এনি ফুট-ফরমায়েস - :just: আওয়াজ দিবেন, জায়গায় পৌছে দেব।
জুনিয়র ছেলেপেলে, শিখে রাখ....মানুষ কড়া হলেই খারাপ না!
ই-বুকের অপেক্ষা...............।
Life is Mad.
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ