এই দেশে কালো লোকটি ময়লা-আবর্জনার স্তূপ থেকে কিছু ফেলে দেয়া খাবার খুঁজে নিয়ে ক্ষুধা মেটায়। প্রথম কয়েক লোকমা গোগ্রাসে গিলে নেয়। স্বাদ, গন্ধ কোন কিছুই তো কমতি লাগে না তার কাছে! পেটের কোণে একটু ভুটভাট হয় এই যা। ক্ষুধা কমে এলে একটু আরাম ক’রে মেহগিনি গাছটার সাথে হেলান দিয়ে বাকিটুকু ধীরে ধীরে গিলতে থাকে। তারপরে উজ্জ্বল, খোলা আকাশের পানে চেয়ে একটু হেসে দেয়।
আরেক দেশে সাদা মেয়েটি শেষ রাতে এক কাপ কফির পয়সা জোগাড় করে ব্লোজব-এর বিনিময়ে। গরম কফির পেয়ালায় চুমুক দিয়ে ভুলে যেতে চায় কিছুক্ষণ আগের নারকীয় অভিজ্ঞতার কথা, প্রায় দম বন্ধ হয়ে মরতে বসেছিল সে। কফি গিলে ক্ষুধাকে দমিয়ে রাখতে চাইলেও পারেনা। রাতের আকাশ কালো মেঘে ছেয়ে আছে। মেয়েটির কাজল দেয়া চোখে মেঘ এসে ভর ক’রে। আকাশের পানে তাকায় সে। মেঘ বুঝি এবার জল হয়ে নামে!
অক্টোবর ২৬, ২০১৬
টরন্টো, কানাডা।
কালো সাদার বৈপরীত্য, দেশে দেশেও ফারাক, কিন্তু দু'জনার কাজে কোথায় যেন একটা মিল!
Best one