পুরনো ঢাকা’র গল্পঃ পাঁচ

“এই যে আসেন!” কঠিন অথচ কৌতুক মেশানো গলায় ডাক এলো পেছন থেকে।
ঘুরে তাকালাম, বিক্রেতা দুই হাতে কী সব একত্রে মাখাচ্ছেন আর হাঁক দিচ্ছেন, “এই যে আসেন, বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা বাড়ি লিয়া যায়! ধনী-গরিব ছবায় খায়, মজা পাইয়া লিয়া যায়! দাদায় খায়, দাদি তৃপ্তি পায়!”
বুট, মুরগি, ডিম, কিমা, গিলা, কলিজা, মগজ, ঘি, চিড়াসহ অসংখ্য পদ দিয়ে তৈরি হয় ‘বড় বাপের পোলায় খায়’ নামের এই অদ্ভুত ইফতার আইটেম; তবে স্বাদের তুলনায় শখের ক্রেতাই বেশি।
সবচেয়ে বড় কথা, পুরনো ঢাকায় মুড়ি মাখানোকে ‘মুড়ি ভর্তা’ বলে আর তার বাণিজ্যিক, আধুনিক সংস্করণ হল এই ‘বড় বাপের পোলায় খায়’!
রমজান মাস এলেই চক বাজারে একদিন ঢুঁ দিতাম। মনে হত সব ইফতারি সামগ্রী কিনে ফেলি। কিন্তু তাই কি আর হয়? ঘুরে-ফিরে দেখা আর দু’একটা জিনিস কিনে নেয়া, দাম আর সামর্থ্য-এর পাল্লা সমান নয় বলে।

পুরনো ঢাকায় যাদের চিনি, বা যাদের আপ্যায়ন পেয়েছি, তাদের কাছে জেনেছি মুনাফালোভী ব্যবসায়ীরা আসল রান্না আর ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছে। এর মধ্যেও টিকে আছে পুরনো আমানিয়া হোটেল, বোম্বে কনফেকশনারি, আনন্দ কনফেকশনারি, নূরানী কোল্ড ড্রিঙ্কস, নিয়াজের জিলাপি, শাহ্‌ সাহেব এর খাসির বিরিয়ানি (এটি খাওয়া হয়নি)। বাকিরা অনেকেই সময়, দাম আর মানের সাথে আপোষ করতে পারেননি বলে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। পুরনো ঢাকার আসল ইফতারি হলো বাখরখানি, চাপাতি, নান রুটি, কাকচা, কুলিচা, নানখাতাই, শিক কাবাব, সুতি কাবাব, হান্ডি কাবাব, মাছ ও মাংসের কোফতা, শামী ও টিকা কাবাব, শাহী পরাটা, শাহী হালিম, জিলাপি, বোগদাদী রুটি, শবরাতি রুটি, মোরগ কাবাব, দই বড়া, ফিরনি, ফালুদা, বাদামের শরবত ও নানারকম ফল।

পুনশ্চঃ পুরনো ঢাকায় দোকান দিলেই তা পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার হয়ে যায় না। মুরুব্বি গোছের একজন শিখিয়েছিলেন, “বাপজান, আতকা মানুছের পেট থিকা পড়লেই মানুছ হয় না রে!”

আগস্ট ২, ২০১৫
টরন্টো, কানাডা।

৪ টি মন্তব্য : “পুরনো ঢাকা’র গল্পঃ পাঁচ”

  1. লেখা তখনই সার্থক যখন তা চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।
    আমার মনে হলো লেখকের সাথে সাথে আমিও পুরান ঢাকা ঘুরছি।
    ধন্যবাদ।
    আরো লিখিবেন।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।