সে আমায় বলেছিল, “ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো!”
মুহূর্তেই আমার শরীর, মন বকুলের গন্ধে ভ’রে ওঠেছিল।
আ-হা, সেই প্রিয় নারী, প্রিয় কবিতা তোমার কন্ঠে যেন প্রিয় সুর হয়ে বেজে ওঠে …
তোমার ছবির দিকে অপলক তাকিয়ে থাকি, এই অবেলায়
চোখ সরেনা, মনও ফেরেনা, পথ চলা থেমে যেতে চায়।
উনুনের পুড়ে যাওয়া কাঠ যেমন গনগনে লাল হয়ে থাকে, সেথায়
আগুনের শিখাটা নেই জানি, বুঝি তবু তাপটা থেকে যায়!
আজ বৃষ্টির সাথে যদি তোমার দেখা হয়, তবে
দুঃখের সব তাপ দূর হয়ে যাবে,
শরীরের বন্ধ দরজা, কিংবা মনের খোলা বাতায়ন
জেনে নিও প্রতিদিনই আমাদের এক নতুন জীবন!
নিয়তি কেড়ে নিয়ে নিলে সব স্বপ্ন-সাধ,
ছবিগুলোতে বিষণ্ণতার মাখামাখি অবাধ।
চুপটি ক’রে তুমি একবার হাসলে মনে হলো
আবার বুঝি সেই ‘বকুল গন্ধে বন্যা এলো’।
সেপ্টেম্বর ১৯, ২০১৫
টরন্টো, কানাডা।
https://www.youtube.com/watch?v=lFU-Xb1iJns
:clap: :clap:
আ হা, প্রিয় কবিতা দিয়ে শুরু হোল এই চমৎকার কবিতাটি।
ধন্যবাদ!
শেষ স্তবকটা চমৎকার হয়েছে।
ধন্যবাদ!
কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার ...