সেইসব গল্পঃ এক

মেঘ ক’রে আসে চারিদিকে। বুক ভরা জল নিয়ে চুপ ক’রে বসে থাকে। বৃষ্টির ধারা হয়ে নেমে আসে না। প্রিয় কবি রুদ্র-এর কবিতা মনে পড়েঃ
“এলে মনে হয় তুমি কোনদিন আসতে পারোনি।
চলে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো।”
কী অদ্ভুত এই মন দখল ক’রে নেবার খেলা, দখল ছেড়ে দেয়া, দখল বুঝে নেয়া, কিংবা কোনদিনই দখল না পাওয়া!

একজন এপাড়ে মনের কীবোর্ডে টাইপ ক’রে চলেছে এলোমেলো কথামালাঃ
বড় সুখের মত ব্যথা হয়ে যে
বেজেছিল একদিন এই বুকে,
তারপরে দিন গেল, চলে গেল সে,
তবু ভালবাসি বলা হলো না তাকে!

আসলে কি ভালবাসা ছিল, কী জানি,
কিছু একটা ছিল, খুব টানটান টান বুঝি?
টানাটানিতেই চলছে জীবন মানি,
এখনো তার কাজলে আঁকা চোখ জোড়া খুঁজি!

জানে পৃথিবী, রাতের আকাশের নক্ষত্র বিথী,
তোমার নীরবতা আমার খোলা পালে তবু দেয় দোলা
আরও সরব করে তোলে তোমার উপস্থিতি!
বেশ, থাকুক না হয় কিছু কথা না বলা-না জানার শিকেয় তোলা!

ওপারে আরেকজন বুঁদ হয়ে থাকে গানের নেশায়ঃ
“বুঝেছিলে অবশেষে ভালোই বেসেছিলে তারে
যখন সে তোমার থেকে চলে গেছে অনেক দূরে!”

আগস্ট ২৬, ২০১৫
টরন্টো, কানাডা।

 

৪ টি মন্তব্য : “সেইসব গল্পঃ এক”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ভাই, সিসিবিতে স্বাগতম। :clap:
    অনেক দিন পর ৮৮-৯৪ ব্যাচের নতুন কেউ আসলেন।
    (এটা আমার সেকেন্ড ফেভারিট ইনটেক, আমার ভাই একই ইনটেকের কি না... 😀 )
    আশা করি নিয়মিত থাকবেন!

    বিঃদ্রঃ ব্লগে আমরা সবাই নামের একটি ফরম্যাট ফলো করি। পুরো নাম (অথবা ক্যাডেট নাম)+ কলেজে অবস্থান কাল।
    সময় করে ঠিক করে নেবেন, আশা করি।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।