ভোরবেলা ঘুমের থেকে জেগে
সকাল দেখবো বলে
বারান্দায় এসেই
দেখি, এ কি
আমি তো গ্রীলের ফাঁক গলে
আকাশ পৌঁছে গেছি
ছোট্ট চড়ুই পাখি
তবে কি
সেজন্যেই
কাল স্বপ্নে
অমন রক্ত ঝরেছিলো পিঠে,
তবে কি তুমিই
ঘুমের ভেতর
চড়ুই-ডানা দিয়েছিলে
পেরেক দিয়ে সেঁটে?
১৫ টি মন্তব্য : “রূপান্তর”
মন্তব্য করুন
1st
নূপুর ভাইয়ের এই ঘরানার কবিতাগুলোর চমৎকার একটা স্টাইল আছে আমার মনে হয় কেন জানি, অনুভূতির খুব ছোট্ট সময়ের দুর্দান্ত একটা ব্যাপ্তি, কিন্তু বিশাল একটা পটভূমি এবং পরিপ্রেক্ষিত :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
বাপ্স রে... 😮
অসাআআআআআধারন :boss:
নূপুর ভাই এত কম কথায় কিভাবে যে অনেক কিছু বুঝিয়ে দেয়! :boss: :boss:
আপনি দেশে আসবেন কবে? আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে করতেছে! ইশশস! আমার দিল্লী যাওয়ার আগে যদি আপনি যদি সিসিবিতে জয়েন করতেন তাহলে কতই না ভালো হত! 🙁 🙁
আবার কবে আসবা দিল্লী?
আমি বোধহয় জুলাই কিংবা আগস্ট এর দিকে আসবো।
তখন নিশ্চয়ই দেখা হবে।
তুমি কি ঢাকায় থাকো?
জ্বী ভাইয়া, আমি ঢাকাতেই থাকি, উত্তরায়।
ঢাকায় আসলে অবশ্যই আওয়াজ দিবেন, আরেকটা গেট টুগেদার হলে তো কথাই নেই। :awesome: :awesome:
আবার কবে দিল্লী যাই, তার কিছু তো বলতে পারছিনা! ভারতের ভিসা পেতে একটু পেইন খেতে হয়েছিল, তাই এখন আর খুব একটা যেতে ইচ্ছা করছে না! 😕 যদি কখনও যাই, আপনি তো আছেনই। 😀 😀
চুমু-সংক্রান্ত আর কবিতা কই ? 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এই মুহুর্তে স্টকে নাই।
দেখি জোগাড় করা যায় কি না.....। 😉 O:-)
গথিক লেখা হয়েছে এটা। চমৎকার লাগলো নূপুর ভাই! :boss: :boss:
থ্যাংকস আন্দালিব!
আমি কিন্তু খুব একটা উদ্বেলিত নই জানো!
বলবার ভাষা আর দেখবার চোখ কেমন
একঘেয়ে হয়ে পড়েছে।
না বললে বা না লিখলেও কি হতো
এমন মনে হয়।
ও ভাই, নায়িকা তো অনেকদিন হইলো স্নান করে না। যে গরম পড়ছে, গোসল করাইবেন না আপনি?
গামের গন্ধ নিয়া কবিতা লিখতে চাইলে কিছু কমু না অবশ্য, ওয়েটিং 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অই!!!!!!!!
"গাম" না ঘাম!
:khekz: :khekz:
ফয়েজ ভাইতো চিটাইংগা ভাষা পুরাপুরি আয়ত্বে নিয়া আইছেন 😀 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
😀
সুরি ফর দ্যা মিস্টেক 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না