দেয়ালের প্রতিদিন

কারেন্ট চলে যেতে’
রাস্তার আলো
তেরচা এসে
জানলাটাকে
দেয়াল জুড়ে বসালে
গ্রীলচাপা পড়ে
টিকটিকিটার লেজ
শূন্যে ক’পাক খেয়ে
মেঝেয় পৌঁছে
খিঁচুনিসমেত
থমকে যাবার আগে’
ফের বাতি চলে এলে
এতোক্ষণ জুলুজুলু-চোখের
এক মেয়ে-টিকটিকি
ন্যাজ নাড়িয়ে
উল্টো পথে চলে যায়……

১,০৮৭ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “দেয়ালের প্রতিদিন”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    মেয়ে-টিকটিকিটা খুব খারাপ 😀 খালি লেজ নাড়ে 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।