শেখাটাই বাকী

অনুভূতির আনাজপাতি থরে থরে
সাজাবো বলে বহুদিন ধরে
একটা ঝুড়ি বানাবার ইচ্ছে
উপযুক্ত বেত বাঁশ দড়াদড়ি
এসবের তো আর ছড়াছড়ি
নেই, কে-ই বা দিচ্ছে

দৈবাৎ কিছু নাগালে
এসে গেলে দেখি,
বুনন শেখার এখনো
পুরোটাই বাকী।

৯৬৫ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “শেখাটাই বাকী”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।