অনুভূতির আনাজপাতি থরে থরে
সাজাবো বলে বহুদিন ধরে
একটা ঝুড়ি বানাবার ইচ্ছে
উপযুক্ত বেত বাঁশ দড়াদড়ি
এসবের তো আর ছড়াছড়ি
নেই, কে-ই বা দিচ্ছে
দৈবাৎ কিছু নাগালে
এসে গেলে দেখি,
বুনন শেখার এখনো
পুরোটাই বাকী।
অনুভূতির আনাজপাতি থরে থরে
সাজাবো বলে বহুদিন ধরে
একটা ঝুড়ি বানাবার ইচ্ছে
উপযুক্ত বেত বাঁশ দড়াদড়ি
এসবের তো আর ছড়াছড়ি
নেই, কে-ই বা দিচ্ছে
দৈবাৎ কিছু নাগালে
এসে গেলে দেখি,
বুনন শেখার এখনো
পুরোটাই বাকী।
আবারো ১ম
২য়?
২য় হইলাম, 🙂 🙂 নেক্স্ট টাইম ১ম 😀
ভাল্লাগছে বস ।
খুব সুন্দর। 🙂
:clap: :clap:
চমৎকার নূপুর ভাই। :clap: :clap: