চিরুণীকথা

তোমার উচ্ছল আলাপের
কোন অনুবাদ হয়না হে
ঢলঢল লাবণী,
অন্ধকার রেশম!
দাঁত ভেঙে
পড়ে আছি দেখে
আয়নায় নিরুপম কোমরের
সে কি হাসি!
কাঁটা ক্লিপ উধাও
একে একে
ড্রেসিংটেবিল থেকে,
খোঁপাময় বেশরম
তারা হবে ব’লে।
হেলায়
প্রসাধনের বেলা যায়
নীরবে চাহিয়া রব
যদি কিছু আমারে শুধাও

৫,৪০৪ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “চিরুণীকথা”

  1. মাহবুব (৭৮-৮৪)

    গোলাপ কথার পর এবার চিরুনী কথা ...চমৎকার লেগেছে। তবে হঠাত শ্যামল মিত্রে চলে গেলে যে, নাকি এটাও পরীক্ষা নিরীক্ষার মত, এক ভাব থেকে অন্য ভাবে যেমন আমাদের মন ছোটাছুটি করে এমনি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমেও...

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।