দুই।
‘উচ্ছ্বাস ভুলিয়াছ,
ভ্রান্তি ভুল নাই’
গোলাপ হাসিল।
আনতনেত্র যুবরাজ
তৃণ গণণা করিতে করিতে
মৃদুস্বরে কহিল —
‘তোমার বাক্য শুনিয়া
কেবল একজনের কথা
স্মরণ হইতেছে কেন?
উচ্ছ্বাস ফিরাইয়া আনিতে
তোমার নিকট
কন্টক যাঞ্ছা করি —
পাইবো কি?’
তথাস্তু –
গোলাপ কহিল
তিন।
‘পত্র লিখিত কি?
নমনীয় হস্তাক্ষরে?’
যুবরাজ নিরুত্তর।
‘কেশগুচ্ছ আঘ্রাণ করিয়াছিলে?
অথবা মুখচুম্বন?’ –
ক্রোধান্বিত যুবরাজ
তাহাকে তৎক্ষণাৎ
বিচ্ছিন্ন করিতে
উদ্যত হইলে
গোলাপ কহিল-
তাহার প্রয়োজন হইবেনা,
প্রভাতেই ঝরিয়া যাইব।
আগামীকল্য
যাহার সান্নিধ্যে আসিবে
সে আমার ভগিনী।
শুভরাত্রি!
আরও পর্ব আছে মনে হচ্ছে।
দেখি অপেক্ষা করে...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কাহিনী হিসেবে লেখার কথা আসলে মাথায় একদম ছিলনা পারভেজ ভাই।
হঠাত সাধুভাষায় লিখতে ইচ্ছে হল --- নিজের স্টাইল থেকে বেরিয়ে আসার সচেতন প্রচেষ্টা আর একঘেয়েমি কাটাবার জন্যেও।
দেখি, কতটা লেখা যায়!
অনেক ধন্যবাদ।
বাংলা শব্দগুচ্ছের উপর আপনার দক্ষতা সত্যিই খুব ঈর্ষনীয়।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
লজ্জা পাইলাম।
তাহার প্রয়োজন হইবেনা,
প্রভাতেই ঝরিয়া যাইব।
আগামীকল্য
যাহার সান্নিধ্যে আসিবে
সে আমার ভগিনী।
শুভরাত্রি! 😡
দারুণ লেখছ হে 😀
পুরাদস্তুর বাঙ্গাল
অংকগুলো চোখে লাগে । বানান করে লিখ।
পুরাদস্তুর বাঙ্গাল
:thumbup: