এই যে স্বচ্ছ জল
এই টলটল সরোবর
এখানে তোমাকে দেখি
প্রতিদিন।
প্রতিদিন সুর আসে
তোমার চাউনির
অবাধ্য বাতাসে;
যেন বা ব্যাকুল হাঁস তুমি
মরাল গ্রীবায়
আমাকে ডাকো —
এমন কোমল ভোরে,
শান্ত সবুজ তীরে
অবিরল
‘হংসধ্বনি’ শোনাতে থাকো
এই যে স্বচ্ছ জল
এই টলটল সরোবর
এখানে তোমাকে দেখি
প্রতিদিন।
প্রতিদিন সুর আসে
তোমার চাউনির
অবাধ্য বাতাসে;
যেন বা ব্যাকুল হাঁস তুমি
মরাল গ্রীবায়
আমাকে ডাকো —
এমন কোমল ভোরে,
শান্ত সবুজ তীরে
অবিরল
‘হংসধ্বনি’ শোনাতে থাকো
এইটা ওপেন হলো না তবে এখানে পেলাম একখানা।
একই নাকি?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
একই ক্লিপ নয় পারভেজ ভাই।
তবে রাগ এবং শিল্পী তো এক।
আমি তো ওপেন করতে পারছি, কি জানি কি ঝামেলা।
আমি আসলে লিঙ্ক-টিঙ্কগুলতে খুব একটা সড়গড় না।
সম্ভবত ভৌগলিক প্রতিবন্ধকতা । ইউটিউবে not available বলছে।
https://www.youtube.com/watch?v=DCWNFY9vudg এই লিংকে ওই সুরটা পাওয়া যাছে মনে হয়।
এছাড়া একয়া m আর n এর তফাত ও আছে Raag Hansadwani আর Raag Hamsadwani ... জানিনা এতে কোনো বিপত্তি ঘটছে কিনা।
বাহ্ বাহ্
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই,
কতদিন পর আপনার দেখা পাওয়া গেল!
এখানে আর লিখবেননা ঠিক করে ফেলেছেন?
তেমন কিছু না নূপুর। আসলে আলসেমি পেয়ে বসেছে ভীষণ। লেখার চেয়ে ক্লাবে বসে পান আর আড্ডাটাই গুরুত্ব পাচ্ছে আজকাল।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চমৎকার!
সাতেও নাই, পাঁচেও নাই
অনেক ধন্যবাদ জিহাদ!
তিনবার পড়ার পর কবিতাটার মধ্যে যে একটা সুর আছে, সেটা ধরতে পারলাম।
তারপরেই দারুন লাগলো.....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂
দারুণ!
তবে ইউটিউব এ বলছে - দিস ভিডিও ইজ নট অ্যাভেইলেবল।
আমার বন্ধুয়া বিহনে
ধন্যবাদ রাব্বী!
চেষ্টা করছি রশিদ খাঁর যে বাজনাটি আমার সংগ্রহে আছে তাকে জুড়ে দেয়ার। আমার মনে হয় ইউটিউইবের কোন আঞ্চলিক বিধিনিষেধ থেকে থাকবে -- সেজন্যে দেখা যাচ্ছেনা।
This video not available বলে :bash:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
তাহার মরাল গ্রীবায়
জলও ব্যাকুল তড়পায়।
অবাধ্য বাতাসেরা হারায়
টলটল সরোবর স্বচ্ছতায়।
🙂 🙂 🙂
:clap: :clap: :clap: :clap:
রুমঝুম বৃষ্টির দুপুরে
নূপুরের ঝুমঝুম লাগছিল বেশ
মেঘেদের হুমহুম
দু'চোখের ঘুমঘুম
পরীদের চুমচুম
আবছায়া স্বপ্নীল রাখলো যে রেশ!
সবাই যখন তোমার লিংকটি শুনতে পায়নি আমি তখন স্বার্থপরের মত রশিদ খাঁ তে বুদ হয়েছিলাম। মাঝেসাঝে ইউটিউবের লিংকগুলোকে ভূতে পায় (রেসট্রিকশন দেয়া থাকে আই বেট)। ইউরোপ থেকে আমার বন্ধু গান পাঠান যেটি আমি এখানে শুনতে পারিনা অথবা উল্টোটিও যে হয়না তা কিন্তু নয়।
আমাদের মেঘমেদুর শহরে শীত আসি আসি করছে। আঁধার কালো দিন; বাতাসে পাতাঝরার গান। ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে দূরের শহরে। মেঘমল্লার রাগের সাথে খাঁ সাহেব কেমন যে একটা নেশা ধরিয়ে দিলেন; তোমার লেখাটিও যে তাতে উস্কানিদাতার ভূমিকা পালন করেনি কি করে বলি!
নিজেকে অকবি বলা মানুষ যদি এমন লেখে, তাহলে কবি নামধারীদের কি হবে?
হংসধ্বনির তুলনা হয় না।
নূপুরের কবিতার সাথে সাথে এ ছ'টা লাইনও অনবদ্য হয়েছে।
:thumbup: :thumbup: :thumbup:
কবিতা ভাল লেগেছে :dreamy:
পুরাদস্তুর বাঙ্গাল
"রতিদিন সুর আসে
তোমার চাউনির
অবাধ্য বাতাসে;" - আর
"এমন কোমল ভোরে,
শান্ত সবুজ তীরে
অবিরল
‘হংসধ্বনি’ শোনাতে থাকো" - খুবই চমৎকার হয়েছে।
রাগটা শুনতে পেলাম না, পেলে হয়তো কবিতার রসাস্বাদন আরও মধুর হতো।
খায়রুল ভাই,
রাগটার একটা এমপি৩ ভারসান এখানে দেবো। আজ কিংবা কাল। ইউটিউবের লিঙ্ক যে সব জায়গায় কাজ করছেনা তা বুঝিনি। এটা সম্ভবত কপিরাইট ইস্যু।
আপনার মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ!