প্রজাপতি

প্রজাপতি, তোমার রঙিন হাতে
ভাত খাবে বলে
মুখিয়ে আছে সারা বাগান —

বেগানা আঙুলে
আচার তুলে দেবে সবার মুখে মুখে
এমন মুখরোচক গুজব
রটে গেছে সর্বত্র

তারপর এলো জোনাকি
সবুজ চায়ের কাপ নিয়ে,
ইনিয়ে বিনিয়ে চাইলো কি
চোখের তারার মত
মদির কিছু ভেষজ –
সুঘ্রাণ মুখশুদ্ধি

আর এক বিটকেল কবি!
রাজ্যের কুবুদ্ধি
দিয়ে
অক্ষর সাজায়,
নির্জন থালায়
কোন লাঞ্চ নেই
হাবিজাবি এঁকে’
বেলার পর যত
বেলা চলে যায়

৩,৪২৩ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “প্রজাপতি”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    এতোক্ষণ জুনার ব্লগ পড়ে হো হো করে হাসলাম, নূপুর। এখন এসপ্রেসো ছলকে ছলকে উঠছে তোমার লেখা পড়ে। কবিতার মোড়কে জোকস বললে তুমি নাকিগো?

    ক্যামনে পারো?

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    কবিরা অমনই।
    কতজনে কত কত ইনভেস্ট করে যা পায় না, কবিরা দু'চার ছত্র আউড়িয়ে দিব্যি হাসিল করে ফেলে সেই সব অমোঘ অর্জন।
    মাঝে মাঝে তাই আমারো কবি হতে ইচ্ছে হয়।
    কিন্তু ইচ্ছা হলেই তো আর হবে না, কপালে থাকা চাই...
    😀 😀 😀


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।