প্রজাপতি, তোমার রঙিন হাতে
ভাত খাবে বলে
মুখিয়ে আছে সারা বাগান —
বেগানা আঙুলে
আচার তুলে দেবে সবার মুখে মুখে
এমন মুখরোচক গুজব
রটে গেছে সর্বত্র
তারপর এলো জোনাকি
সবুজ চায়ের কাপ নিয়ে,
ইনিয়ে বিনিয়ে চাইলো কি
চোখের তারার মত
মদির কিছু ভেষজ –
সুঘ্রাণ মুখশুদ্ধি
আর এক বিটকেল কবি!
রাজ্যের কুবুদ্ধি
দিয়ে
অক্ষর সাজায়,
নির্জন থালায়
কোন লাঞ্চ নেই
হাবিজাবি এঁকে’
বেলার পর যত
বেলা চলে যায়
বেলার পরে বেলা চলে যায় আর ভাবি, এবার মেলায় নূপুর দা'র কবিতার বই পাবো। অপেক্ষা শেষ হয় না 🙁
🙂 🙂
ভাবছিলাম রাব্বী। তোমার পরামর্শ চাই
ঠিক আছে ভাই। ফেসবুকে আলাপ হবে 🙂
😀 😀
মাইরাইলছুইন ইজ দ্য অনলি ওয়ার্ড টু সে :pira: :pira: :pira: :pira: :pira: :pira:
=)) =))
বিটকেল কবি! =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কবিরা বিটকেলেই হন, জুনা 😛 নইলে সাকসেস আসবে না!
(সিসিবির কবিরা এবার আমায় শূলে চড়াবেনই)
সাবিনাপা,
কবি, গায়ক, আঁকিয়ে... অর্থাৎ, সব সৃষ্টিশীল মানুষকে আমি প্রচণ্ড হিংসা করি।
মনের ভাব চ্যানেলিং করার এঁদের কত সুন্দর সুন্দর মাধ্যম আছে...
আমি কিছুই পারি না! 🙁
কিছু একটা পারলে, করে ফাডায়া দিতাম... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তুমিও কি বিটকেলে কবিদের দলে নাম লেখাতে চাইছো নাকিগো, জুনা 😛
পচাও কেন জুনা? তোমার কি ক্ষতি করসি? 🙂
পচাই না তো, নূপুরদা...হিংসা করি!
@সাবিনাপা,
না আপা, কবিতা লেখার মতন বিদ্যে, মেধা, মনন...নেই! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀 😀
এতোক্ষণ জুনার ব্লগ পড়ে হো হো করে হাসলাম, নূপুর। এখন এসপ্রেসো ছলকে ছলকে উঠছে তোমার লেখা পড়ে। কবিতার মোড়কে জোকস বললে তুমি নাকিগো?
ক্যামনে পারো?
জোক কেন হবে? কি মুশকিল। 🙂 🙂 😀
বলো কি হে প্রিয় বিটকেল কবি! জোক নয় 😛 সবাইরে তো দেখি কিমুন চিনা চিনা লাগে কবিতায় B-)
প্রজাপতির রঙ্গিন হাত
বেগানা আঙ্গুলে ভাত
জোনাকীর তারা রাত
বিটকেল কবির কিস্তি মাত
😀 😀
লুৎফুল ভাইয়া রকস :clap: :clap:
:shy:
:boss: :boss: :boss:
🙂
বৎস, বাটারফ্লাই কিস কাহাকে বলে?
পুরাদস্তুর বাঙ্গাল
আমি তো এ কথাটাই শুনি নাই!
গুগল মামাকে জিজ্ঞেস করে দেখি
কি বলে গুগল?
পুরাদস্তুর বাঙ্গাল
তোমার আবৃত্তি আসছে কবে?
🙂 🙂
আজ কাল এর মধ্যে একটা দেব মাহবুব ভাই!
কবিরা অমনই।
কতজনে কত কত ইনভেস্ট করে যা পায় না, কবিরা দু'চার ছত্র আউড়িয়ে দিব্যি হাসিল করে ফেলে সেই সব অমোঘ অর্জন।
মাঝে মাঝে তাই আমারো কবি হতে ইচ্ছে হয়।
কিন্তু ইচ্ছা হলেই তো আর হবে না, কপালে থাকা চাই...
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পারভেজ ভাই,
বলেন কি, আপনি তো অবশ্যই কবি। দুর্দান্ত লেখা সব পড়ছি/ পড়েছি।
সেসব লেখাতে গিয়েই আলাপ হবে নির্দিষ্টভাবে।
🙂 🙂 🙂
ফুল-চন্দন! ফুল-চন্দন!!
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
'বেগানা আঙুলে' - চমৎকার অভিব্যক্তি!
শেষ স্তবকটা খুবই সুন্দর হয়েছে।