লাল টি শার্টে
হাওয়ায় উড়িয়ে চুল
উদ্দাম গানে তেতে
শ্বেত মেঘ আর
নীল রোদ্দুর
উদযাপন
করবে বলে
পাহাড়ী পথ
ঘুরে ঘুরে
প্রেমের ভেতরে
নেমে
যেতে
যেতে
টের কি পাচ্ছো
স্টিয়ারিং হাতে
কনভার্টিবল নয়
ঢালের দিকে
গড়িয়ে
চলা
এক
পাথরই চালাচ্ছো?
১৬ টি মন্তব্য : “প্রেম – ২”
মন্তব্য করুন
ভালই এক দৃশ্যকল্প ফুটে উঠছিল।
হঠাত পাথরের উল্লেখে খেই হারিয়ে ফেললাম....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
খেই যদি হারিয়ে থাকেন পারভেজ ভাই, তবে লেখা সার্থক। কারণ এটা উদ্দেশ্যমুলক। হঠাৎ স্বপ্ন থেকে বাস্তবে পতন।
তবে আপনার কথাটা ভাবাচ্ছে অন্যকারণে --- মনে হল কবিতার ছন্দপতন হল হুট করে। তাই না?
"ঢালের দিকে
গড়িয়ে
চলা
এক
পাথরই চালাচ্ছো?" - চমৎকার!
অশেষ ধন্যবাদ খায়রুল ভাই! 🙂 🙂
তোমার রোদ্দুর উদযাপন পড়তে পড়তে কাঁচের পুরু জানালায় চোখ পড়ে আমার। বাইরে মিঠে কড়া রোদ; উত্তাপ নয় উষ্ণতায় ডুবিয়ে রাখে এইসব দিন। হেমন্তের পাতা ঝরার দিন শুরু হলো বলে! গাছের পাতার রং ফিকে হয়ে আসছে এখনই। এই সময়টুকু ভীষণ রূপসুধা নিয়ে আসে, শুধু প্রকৃতিতে নয় মানুষের মনেও বোধকরি।
তোমার লেখা পড়লে আমার নিজেরই ইচ্ছে করে দু'কলম লিখে ফেলতে, জানো! শানে নজুল জানতে চেয়ে অকবিকে লাজুকলতা বানিয়ে দিওনা।
ধ্রুপদী স্বপ্নের বীজকণা চুরি গেছে কতবার
তবুত্ত খড়কুটোর জোড়াতালি ছেড়ে
এখনো মেঘের ক্যানভাসে খুঁজি তার মুখ
ওগো দুখ জাগানিয়া, তোমায় গান শোনাবো!
আপা,
আমার এই অখাদ্য লেখার চেয়ে তোমার মন্তব্য হাজারগুণ শৈল্পিক! আর এই চারলাইন। তুমি কবিতা পোস্ট করতে শুরু করলে তো আমার মত তথাকথিত কবিদের ভাত জুটবে না। 🙂 🙂
স্টিয়ারিং হাতে কনভার্টিবল নয়। 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂
লাল টি শার্ট
হাওয়ায় উড়িয়ে
চুল উদ্দাম
গানে তেতে--
এমন হতে পারতো না কী?
পুরাদস্তুর বাঙ্গাল
হতে পারবে না কেন?
কোন নিয়ম তো নেই। অনেক ধন্যবাদ বস!
বাহ। কি যেন মনে পড়লো হঠাত।
ভুল পথে যেওনা তুমি,
ভুলে ভরা জীবনের গান
ফিরে এসো এই পথ ধরে
ফিরে এসো এই আহ্বান 🙂
:boss: :boss: :boss:
তোমাকে এখানে একটিভ দেখে ভাল্লাগছে জানো? খুব।
চেষ্টা থাকবে একটিভ থাকার ভাই। আমারো ভালো লাগছে খুব 🙂
পাথরই তো ।
চলতি পথে
টি শার্টের
লাল রঙ এ
রোদ উঁকি মেরে
তাই হাসছেই তো ।
আপ্লুত বললেও কম বলা হবে লুৎফুল ভাই!
:boss: :boss: