মিসিং ইউ : আনন্দ শঙ্কর

জলভারাতুর
বিষণ্ণ থোকা থোকা মেঘ দেখে
তোমাকে মনে প’ড়ে গেলো,
আনন্দ শংকর!
বিরহের যথার্থ সুর বেঁধেছিলে বলে
আজ সারা দুপুর
‘মিসিং ইউ’ শুনে
হৃদয় পোড়ে,
মেঘেদের মতন
সমস্ত আকাশে
বিচ্ছেদের স্বরলিপি ওড়ে… …

————————-
ফেসবুক। ১৬ মে ‘১৫

৩,২৩৬ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “মিসিং ইউ : আনন্দ শঙ্কর”

  1. পারভেজ (৭৮-৮৪)

    এইটা তো মনেহয় ফেবুতেই দেখেছিলাম।
    তখনও শুনেছিলাম।
    এখনও শুনলাম।
    সত্যিই অসাধারন।
    আবার অবাক কান্ড হলো, শুনতে শুনতে সত্যি সত্যিই কাকে যেন মিস করা শুরু হয়ে যায়...

    বাই দ্যা ওয়ে ছবি দেখে লিখা কবিতা যদি ছবিতা হয়, তাহলে
    কম্পোজিশন শুনে লিখা কবিতারও তো একটা নামকরন করা দরকার...
    নাকি দরকার নাই?
    😀 😀 😀


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. লুৎফুল (৭৮-৮৪)

    " সমস্ত আকাশে
    বিচ্ছেদের স্বরলিপি ওড়ে… …"

    এই মিসিং ইউর মধ্যে যে এক উদ্বেল চঞ্চলতা চিত্তের চাঞ্চল্য ছবি এঁকেছে সারাক্ষণ ... থেকে থেকে শুধু বাঁশীটি বংশবদ কষ্টের সুরে সনির্বন্ধ কখনো খানিক বেজেছে ... বিচ্ছেদের স্বরলপিটিও যেনো কোনো চিত্তচাঞ্চল্যের নোটেশনে বাঁধা ...
    আনন্দ শংকর বলে কথা ... আহা আনন্দ শংকর ...
    আহা জল ভরাতুর বিষন্ন মেঘ থোকা থোকা ... বাতাস চাঞ্চল্যে ইতি উতি তার এলোমেলো উড়তে থাকা ...

    জবাব দিন
  3. মাহবুব (৭৮-৮৪)

    ভাল একটা কম্পোজিশন শুনে আমরা সাধারনতঃ মুগ্ধ হয়ে মাথা নেড়ে দু চারটা মন্তব্য করি, যেমন "দারূন", অপূর্ব" ইত্যাদি। শেয়ার করি। জোর করে দু একজন বেরসিক বন্ধুকে শোনাই। কিন্তু সেই ভালোলাগার উপর ভর করে একটা কবিতা লিখে ফেলা! আনন্দ শঙ্কর এমন পুরষ্কার আর পেয়েছেন কিনা জানা নেই। আমাদের সবার হয়ে এই কাজটাই নুপুর করেছে- অভিনন্দন ও ধন্যবাদ।

    জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      মাহবুব ভাই,
      এখন আমাকে আনন্দ শঙ্করে পেয়েছে। আরো দুয়েকটা লিখেছি, সেগুলোও দেবো আস্তে আস্তে। ব্লগে আসলে প্রথম পাতায় একই লেখকের দুটোর বেশি পোস্ট নিরুৎসাহিত করা হয়।
      আপনার মন্তব্য পেলে আমার উৎসাহ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে --- এখন কে তারে সামালিবে। 😀

      জবাব দিন
  4. খায়রুল আহসান (৬৭-৭৩)

    অসাধারণ কম্পোজিশন!
    "মেঘেদের মতন
    সমস্ত আকাশে
    বিচ্ছেদের স্বরলিপি ওড়ে… …" - ওটা শোনার পর যথার্থ প্রতিক্রিয়া!
    এই সুন্দর পোস্টটার জন্য ধন্যবাদ, নূপুর!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।