আকাশ থেকে অমনি
ঝরে পড়ে নীলখাম;
দ্যাখে তার ডাকনাম
এট ইমেইল ডট কম
লেখা আছে
সবগুলো গাছে —
সবুজ পাতার পরে
চারু চারু অক্ষরে
“হতচ্ছাড়া,
চুরি করেছিস,মনে নেই!
এখন কি
তোর কাছে গিয়ে
‘দিনের কথা পুরনো সেই‘
শুনে
মনের আমার
মন কেমন করে,
এখনো কি মেঘের মতন
অভিমান ঝরে,
বৃষ্টি পড়ে
কবিতার ভেতরে?”
জবাব দিতে গিয়ে
তস্কর যেই
মেঘ টাইপ করে,
বিদ্যুতে ইমেইল
চমকে ওঠে
কীবোর্ডে
বৃষ্টির ঘা
রশিদ খাঁর
মেঘমল্লার ফোটে
ও, মন চোর বুঝি?
আমি তো প্রথমে ভাবছিলাম ই-মেইল আইডি হ্যাককারীকে নিয়ে লিখা কবিতা কিনা 😛 😛 😛
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
হা হা। হ্যাকারই তো!
ভালই বলেছো।
একটু আধটু হ্যাকিং ছাড়া কি আর প্রেম জমে, বলো???
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
একটু বুঝায় কও, গরমে মগজ উবে গেছে 😉
পুরাদস্তুর বাঙ্গাল
গরমটা একটু কমুক। এমনিতেই বুঝবেন। 😀
আহা ইথারের বাগানে তাদেরই সাক্ষ্যে কি করে ঘটে যায়, কত চুরি, ছিনতাই ।
কবিতার ভেতরে ঝরে পড়া অভিমানে কখনো তারে যেনো ক্ষণিক খুঁজে পাই ।
তস্করের কীবোর্ডে মেঘ শব্দটি যেই নড়ে ওঠে,
রশিদ খাঁ'র মেঘমল্লার বৃষ্টির ঘা খেয়ে ফোটে ।
অনবদ্য ...
আপনার এ সব তাৎক্ষণিক ছন্দগুলো পড়ি আর অবাক হয়ে যাই।
কি করে পারেন !
:boss: :boss: :boss:
রোমে এলে আর রোমান না হয়ে পারি কি !
যা পড়ি তার রেশটুকুইতো লিখিয়ে নেয় ...
:clap: :clap:
:shy: :shy:
কবিতা ভালবাসলেও আমি কবিতা নিয়ে আলোচনা বা সমালোচনা করতে পারিনা। ভাল লাগাটা বুকের মাঝে রিনরিন করে বাজে কিন্তু কেন ভাল লাগছে ঠিক বুঝিয়ে বলতে পারিনা। সিসিবিতে ডাকসাইটে কবি এবং কবিতার বোদ্ধা পাঠকেরা আছেন আমি তাদের আলোচনা মন দিয়ে পড়ে নিজেকে এডুকেট করবার চেষ্টা করি।
জয়তু, কবি!
আলোচনা/ সমালোচনা করতেই হবে এমন তো নয়। পাঠকের কাজ তো পড়া।
তোমার এই 'কবি' সম্বোধনে তো লজ্জা পাচ্ছি। সকলেই কি কবি?
সকলেই কবি নয়, তবে কেউ কেউ আদ্যপান্ত কবি বটে! আমি এই হাতে গোনা কেউ কেউকেই বলছি। কবিতা লেখা আর কবিতাকে জীবনে ধারণ করবার মাঝে কিছু ফারাক তো রয়েই যায়, নূপুর! বুঝাতে কি পারলাম?
আহেম!
এখনো কি মেঘের মতন অভিমান ঝরে,
বৃষ্টি পড়ে কবিতার ভেতরে?
ও কি আর থামে কোনদিন!
পড়ে সত্যি মুগ্ধ হলাম :clap:
🙂
মাহবুব ভাই,
অনেক ধন্যবাদ পাঠ করার জন্যে।
খুব মজা পেলাম। কবিতাকে তুমি নিজের সঅম্পত্তি বানিয়ে ফেলেছো
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সাইদুল ভাই,
পড়ার জন্যে আর মন্তুব্য করার জন্যে অশেষ ধন্যবাদ।
উলটোটা আসলে --- কবিতাই আমাকে তার সম্পত্তি বানিয়ে ফেলেছে। বাণীবন্দনা করে যাওয়া ছাড়া উপায় নেই।
"এখনো কি মেঘের মতন
অভিমান ঝরে,
বৃষ্টি পড়ে
কবিতার ভেতরে?” - এক কথায় অনবদ্য!
🙂 🙂
অশেষ ধন্যবাদ খায়রুল ভাই!